এন্টিভাইরাস কি? সেরা ১০ টি এন্টিভাইরাসের নাম

এন্টিভাইরাস কি (What is antivirus) : আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তারা সবাই ভাইরাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে।

আপনার কম্পিউটারে যদি কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে ধীরে ধীরে কম্পিউটারের কার্যক্ষমতা ধংশ করে ফেলে।

বলতে পারেন এটা কম্পিউটারকে ক্যান্সরারে আক্রমণ করার মতো। এর ফলে কম্পিউটারের হার্ডওয়ার সফটওয়্যার গুলো সঠিক ভাবে কাজ করতে পারে না।

মানবদেহে যখন ক্যান্সার ধরা পরে তখন ধীরে ধীরে সমস্ত দেহে ছড়িয়ে যায়। ঠিক তেমনি কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে তখন সমস্ত কম্পিউটার ডিভাইসে ছড়িয়ে যার।

এর ফলে কম্পিউটার আপনার দেওয়া নিদর্শনা অনুযায়ী কাজ করতে পারে না। কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

এই সমস্যা গুলো থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য এন্টিভাইরাস (antivirus) ব্যবহার করতে হবে। এন্টিভাইরাস ব্যবহার করার ফলে আপনার কম্পিউটার ডিভাইস মুক্ত থাকবে।

কম্পিউটার ডিভাইস ভাইরাস মুক্ত করার পাশাপাশি আমি আগের আর্টিকেলে মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত বলেছি।

এন্টিভাইরাস কি? (What is antivirus)

এন্টিভাইরাস বলতে আমরা বুঝি কম্পিউটারে ভাইরাসের আক্রমণ রোধ করার জন্য এক ধরনের প্রোগ্রাম। যা কম্পিউটারের হার্ডডিস্ক হতে ভাইরাস সনাক্ত করে প্রতিরোধ করতে পারে।

আরো সহজ ভাষায় বলতে গেলে antivirus হলো এমন এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার ভাইরাস মুক্ত থাকে।

Antivirus এর অপর নাম হলো anti-malware. এর কাজ কম্পিউটারের ম্যানওয়্যার ও স্পাইওয়্যার ধরনের ফাইল (file) গুলো খুঁজে বের করে সেগুলো ডিলিট করা।

আপনার কম্পিউটারে যদি এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে যেকোনো ফাইল ওপেন করার সময় এন্টিভাইরাস সেই ফাইলটি স্ক্যান করে নিবে।

উক্ত ফাইলে যদি কোনো ধরনের ভাইরাস থাকে তাহলে আপনাকে সতর্কবার্তা দেয় এবং সেই ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করে দেয়।

এবার হয়তো আপনি বুঝতে পারছেন এন্টিভাইরাস সফটওয়্যার কি এর মানে সম্পর্কে। 

এন্টিভাইরাস কাকে বলে?

এন্টিভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা কম্পিউটারের সমস্ত ফাইল (File) স্ক্যান করে কোথাও যদি ভাইরাস খুঁজে পায় তাহলে সেটা ডিলিট করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে।

তাহলে বলা যায়, যে প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে তাকে এন্টিভাইরাস বলে।

এন্টিভাইরাস সফটওয়্যার এর উদ্ভাবক কে?

এন্টিভাইরাস সফটওয়্যার এর জনক বা উদ্ভাবক বলা হয় জন ম্যাকাফি । তিনি ম্যাকাফি ও ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ম্যাকাফি এন্টিভাইরাস প্রোগ্রাম তৈরি করেন।

Jhon McAfee কে বলা হয় কম্পিউটার প্রোগ্রাম সফটওয়্যার তৈরি ম্যাকাফি এন্টিভাইরাসের প্রতিষ্ঠাতা।

এন্টিভাইরাস এর কাজ কি?

এন্টিভাইরাস এর মূল কাজ হলো কম্পিউটার ডিভাইসকে ভাইরাস মুক্ত রাখা। কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।

আপনি যখন কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করবেন তখন কম্পিউটারের সমস্ত ফাইল গুলো স্ক্যান করবে।

কোথাও যদি ভাইরাস খুঁজে পায় তাহলে সেই ভাইরাস প্রতিরোধ বা ধংশ করে দেয়।

তাছাড়া, আপনি যখন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন তখন সেই ফাইলে ভাইরাস আছে কিনা সেটা যাচাই করে ডাউনলোড করার এক্সেস দেয়।

১০ টি এন্টিভাইরাসের নাম

আমি নিচে যে এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করেছি সেগুলো অনেক জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি তৈরি।

তাছাড়া এই Antivirus software গুলো আপনি 

চাইলে নিজের কম্পিউটারে প্রথমে ৩০ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

তবে, প্রথম ৩০ দিনের পর থেকে আপনাকে প্রিমিয়াম ভার্ষন ব্যবহার করতে হবে। আর প্রিমিয়াম ভার্ষন ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।

নিচে কয়েকটি এন্টিভাইরাস এর উল্লেখ করা হয়েছে 

  • Avira
  • Avast
  • AVG
  • Kaspersky 
  • Bit defender
  • 360 Total Security
  • Microsoft windows defender
  • Panda free
  • Comodo
  • Check Point ZoneAlarm free

কম্পিউটারে এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল প্রক্রিয়া

কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল বা ব্যবহার করার জন্য প্রথমে এন্টিভাইরাস সফটওয়্যার কিনে নিতে হবে।

এন্টিভাইরাস সফটওয়্যার বা প্রোগ্রাম কেনার পরে সিডি ডিস্ক বা পেইড্রাইভের মাধ্যমে কম্পিউটার ইনস্টল করতে হবে।

কম্পিউটার চালু করার পরে My Computer অপশনে ডাবল ক্লিক করুন। ধরে নিলাম আপনার D ড্রাইভে Avira antivirus software রয়েছে।

এবার Avira antivirus এ ডাবল ক্লিক করুন। তারপর Setup অপশনে ক্লিক করলে ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এরপর I accept the terms in the license অপশন সিলেক্ট করে ওকে (Ok) অপশনে ক্লিক করুন। তারপর উইন্ডোর typical সিলেক্ট করে next অপশনে ক্লিক করুন।

সবশেষে উইন্ডোর ইনস্টল (Install) অপশনে ক্লিক করলে অল্প সময়ের মধ্যে এন্টিভাইরাস সফটওয়্যার বা প্রোগ্রামটি ইন্স্টল হয়ে যাবে।

কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহারের পদ্ধতি

উপর থেকে আমরা জানলাম কিভাবে কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে। এবার আমরা জানবো কিভাবে এন্টিভাইরাস ব্যবহার করবেন।

আগেই বলেছি কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হলে অবশ্যই কিনে নিতে হবে। তবে, আপনি প্রথম ৩০ দিন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

Antivirus software কেনার পরে সেটা পেইড্রাইভ বা সিডি ডিস্ক আকারে থাকে। আপনাকে এই পেইড্রাইভ বা সিডি ডিস্ক থেকে কম্পিউটার এন্টিভাইরাস ইনস্টল করে নিতে হবে।

ইনস্টল করার পরে স্ক্যান (scan) অপশনে ক্লিক করে কম্পিউটারে থাকা সকল ফাইল (file) গুলো স্ক্যান করে নিতে পারবেন। 

স্ক্যান করার সময় যদি কোনো ভাইরাস পায় তাহলে আপনাকে নিদর্শনা দিবে এবং সেগুলো রিমুভ (remove) বা ডিলিট (delete) করে দিতে পারবেন।

এন্টিভাইরাস কেন আপডেট করবেন?

আধুনিক টেকনোলজির সাথে বর্তমান কম্পিউটারের জন্য নতুন নতুন ভাইরাস তৈরি করা হচ্ছে। যার প্রধান লক্ষ্য হলো কম্পিউটার সিস্টেমকে ধংশ বা ক্ষতি করা।

তাই আধুনিক এই ভাইরাস গুলোর হাত থেকে কম্পিউটার ডিভাইসকে রক্ষা করার জন্য এন্টিভাইরাস আপডেট করতে হবে।

আপনি যখন এন্টিভাইরাস আপডেট করবেন তখন অনেক নতুন নতুন ডেফিনেশন (definition) এর মধ্যে যুক্ত করা হয়।

নতুন নতুন এই ডেফিনেশন (definition) গুলো খুব সহজে কম্পিউটারের আধুনিক ভাইরাস গুলোকে সনাক্ত করতে পারে।

সনাক্ত করার পরে সেই সকল ভাইরাস গুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে রিমুভ (remove) বা ডিলিট (delete) করতে সক্ষম হয়।

এবার হয়তো বুঝে গেছেন কেন এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারে আপডেট করার প্রয়োজন হয়।

এন্টিভাইরাস ব্যবহারের সুবিধা

  • আপনার কম্পিউটার হ্যাংক, স্লো হবে না বরং স্পিড আরো বৃদ্ধি পাবে।
  • নিরাপদ ভাবে অনলাইনের ট্রানজেকশন গুলো করতে পারবেন। 
  • ইন্টারনেট থেকে যেকোনো ধরনের সফটওয়্যার গুলো নিরাপদ ভাবে ডাউনলোড করতে পারবেন। 
  • ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার তথ্য চুরির ভয় থাকবে না।
  • আপনার নিদর্শনা অনুযায়ী কম্পিউটার কাজ করবে
  • কম্পিউটারে ব্যবহার করা সফটওয়্যার গুলো সহজে রান (run) করবে।
  • কম্পিউটারে থাকা সকল ডাটা (data) গুলো নিরাপদ বা সুরক্ষিত থাকবে।

এন্টিভাইরাস কোনটা ভালো 

উপরে আমি সেরা ১০ টি এন্টিভাইরাস সফটওয়্যারের নাম উল্লেখ করেছি। এখন যদি প্রশ্ন করা হয় এর মধ্যে কোনটা ভালো? তাহলে উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যাবে।

কারণ, এক এক জনের কাছে এক এক এন্টিভাইরাস ভালো লাগে। আমি আমার কম্পিউটারের জন্য বেশ কয়েকটি এন্টিভাইরাস ব্যবহার করেছি।

তবে, আমার কাছে সব থেকে ভালো লাগছে Avira antivirus. Avira এর দুইটা ভার্ষন আপনারা পেয়ে যাবেন একটি হলো ফ্রি এবং অন্যটা হলো প্রিমিয়াম ভার্ষন।

আপনি চাইলে ফ্রি ভার্ষনটা ব্যবহার করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে বেশ সতর্ক থাকতে হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম এন্টিভাইরাস কি (what is antivirus), এন্টিভাইরাস কাকে বলে, সেরা ১০ টি এন্টিভাইরাসের নাম সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।

Antivirus কি এই সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি দ্রুত উত্তর দিবো।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap