কিভাবে অ্যাপ লুকানো যায় এন্ড্রয়েড ফোনে

কিভাবে অ্যাপ লুকানো যায় এন্ড্রয়েড ফোনে এই সম্পর্কে হয়তো অনেকের অজানা। তাই আজকের আর্টিকেলে আলোচনা করবো apps লুকানো apps সম্পর্কে।

আপনার ফোনের ভিডিও, ছবি, অ্যাপ, ফাইল লুকানোর অসংখ্য কারণ থাকতে পারে। আপনার ফোনে এমন কোনো ফাইল আছে যেটা আপনি অন্য মানুষকে দেখাতে চান না।

আবার অনেক ফোনে এমন অনেক অ্যাপস রয়েছে যা শিশু বান্ধব নয়। তাই আজকের আর্টিকেলে জানবো এমন অ্যাপস লুকানো নিয়ম সম্পর্কে। 

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে অ্যাপ লুকানো যায় তার সম্পর্কে বিস্তারিত ভাবে। 

কিভাবে অ্যাপ লুকানো যায় এন্ড্রয়েড ফোনে

এন্ড্রয়েড ফোনে apps লুকানো এর জন্য আপনি  Google play store এ বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন।

আবার অনেক ফোনের সেটিং এর মাধ্যমে অ্যাপ হাইড করার অপশন রয়েছে। তবে, সব ফোনে এই অপশন নেই। যে সকল ফোনে এই অপশন রয়েছে সেই ফোন গুলোর নাম জেনে আসি।

(১) Oneplus

এই ওয়ানপ্লাস কোম্পানির ফোন গুলোতে সব ধরনের অ্যাপ লুকানো এর জন্য ফোনের নিজস্ব সেটিং রয়েছে। এর জন্য হোম স্কিনে দুই আঙুল দিয়ে স্ট্রেচ করুন।

এবার ফোনের হিডেন স্পেস খুলে যাবে। সেখানে আপনি প্লাস (+) চিহ্ন দেখতে পাবেন। এই প্লাস (+)  চিহ্নতে ক্লিক করলে ফোনের সকল অ্যাপস গুলোর পেয়ে যাবেন।

HSC তে ভাল রেজাল্ট করার উপায়

এবার আপনি যে অ্যাপ গুলো হাইড করতে চান সেই অ্যাপের উপর ক্লিক করুন। যে অ্যাপ গুলো আপনি সিলেক্ট করছেন সেই অ্যাপ গুলো হাউড হয়ে যাবে।

(২) Redmi, Xiaomi Mi, Poco

এই কোম্পানির ফোন গুলোতে অ্যাপ লুকানোর জন্য জন্য প্রথমে সেটিং অপশনে যেতে হবে। এবার সেটিং অপশনে থেকে apps অপশনে যেতে হবে। 

Apps অপশনে থেকে App Lock অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে হিডেন অপশন বলে একটি অপশন দেখতে পাবেন।

এই অপশনে ক্লিক করে যে অ্যাপ গুলো লুকাতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করুন।

(৩) Realme

এই কোম্পানির ফোন গুলোতে apps লুকানো একটু জটিল মনে হয়। কিন্তু আপনি একবার পড়লে সহজে বুঝতে পারবেন।

প্রথমে সেটিং অপশনে ক্লিক করুন। এরপর সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন। তারপর App Encryption অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

এরপর প্রাইভেসি পাসকোড সেটিং করতে হবে। প্রাইভেসি পাসকোড সেট করার পরে যে অ্যাপ গুলো লুকাতে চান সেই অ্যাপস গুলো সিলেক্ট করুন। তাহলে আপনার অ্যাপ গুলো হাইড হয়ে যাবে।

apps লুকানো apps | অ্যাপস লুকানো অ্যাপস

উপরে ফোনের সেটিং এর মাধ্যমে যদি আপনার অ্যাপ লুকানো কঠিন মনে হয়, তাহলে নিচের google play store থেকে এই অ্যাপস গুলো ডাউনলোড করে অ্যাপ লুকাতে পারবেন।

(১) App Hider Lite

অ্যাপ লুকানো যত গুলো অ্যাপস রয়েছে গুগল প্লেস্টোরে তার মধ্যে সব থেকে সেরা অ্যাপ হলো অ্যাপ হাইড লাইট। 

এই অ্যাপের মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম সহ আরো অন্যান্য অ্যাপস গুলো খুব সহজে লুকানো যাবে।

তাছাড়া, অ্যাপ ক্লোনিং ফাঙ্কশনের মাধ্যমে আপনি একটি ডিভাইসের মাধ্যমে একাধিক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন।

App Hider Lite এর ফিচার গুলো –

  • একটি ডিভাইস থেকে একাধিক গেমের একাউন্ট ব্যবহার করা যায়। 
  • সহজে অ্যাপ ক্লোনিং করা যায়। 
  • একটা ডিভাইস থেকে সোশ্যাল মিডিয়ান একাধিক আইডি গুলো সহজে অ্যাক্সেস করা যায়। 
  • এই অ্যাপ কোনো রকম রুট ছাড়া ব্যবহার করা যায়।

(২) App Hider: Hide Apps App hider

আপনি যদি একটি ডিভাইসের মাধ্যমে একাধিক অ্যাকাউন্টের অ্যাক্সের নিতে চান তাহলে এই app hider অ্যাপটি ব্যবহার করতে পারেন।

এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভিডিও, ফটো লুকাতে পারবেন। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক, পাসওয়ার্ড লক, প্যাটান লক দিয়ে সুরক্ষিত রাখতে পারবেন।

এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও, ফটো এবং অ্যাপ গুলো লুকিয়ে রাখলে অ্যাপের আইকন দেখতে ক্যালকুলেটর মতন দেখা যাবে।

App Hider: Hide Apps App hider এর ফিচার –

  • ভিডিও, ছবি গুলো সহজে লুকানো যাবে। 
  • ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, প্যাটান লক দিতে পারবেন। 
  • ক্যালকুলেটর আইকন মতো দেখতে লাগবে।

(৩) Notepad Vault – AppHider

নোটপ্যাড ভল্ট এমন একটি অ্যাপ যার মাধ্যমে ফোনে ইন্টারফেস গুলো লুকাতে পারবেন। এখানে ইমেজ, সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো হাইড করে রাখতে পারবেন।

তাছাড়া অ্যাপের হিডেন ইমেজ অপশনে আপনার ইমেজ ইম্পোর্ট করে সহজে হাইড করে রাখতে পারবেন। তবে, গ্যালারি থেকে হাইড করা ইমেজ গুলো সহজে ব্রাউজ করতে পারবেন।

Notepad Vault – AppHider এর ফিচার গুলো –

  • হিডেন করা অ্যাপস গুলো সহজে ব্রাউস করা যাবে।
  • পাসওয়ার্ড না জানলে অ্যাপ অ্যাক্সেস করা সম্ভব না। 
  • স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন।

(৪) Hide Photos, Vide and App Lock

আপনি এই অ্যাপের মাধ্যমে audio maneger এর আইকন হিসেবে লুকিয়ে রাখতে পারবেন। তাছাড়া আপনার ফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন।

তবে, আপনি যখন বার বার audio maneger আইকনের উপর দীর্ঘ সময় ব্যবহার করবেন তখন hide it pro দেখা যাবে।

ফটো লুকানো অ্যাপস হিসেবে এই অ্যাপটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। ফটোর সাথে সাথে এখানে টেক্সট, ভিডিও লুকানো যাবে।

Hide Photos, Vide and App Lock এর ফিচার 

  • MX Player ও VLC এর মতো ভিডিও মিডিয়া প্লেয়ার পাবেন।
  • ফাইল গুলো ফ্রীতে ক্লাউড ব্যাকআপ পাবেন।
  • ক্যালকুলেটন বা অডিও ম্যানেজার আইকন হিসেবে দেখতে পাবেন।

(৫) Dialer Lock – AppHider

ডায়ালার লক অ্যাপটির মাধ্যমে সম্পূর্ণ নিরাপত্তার সাথে অ্যাপ, ছবি সহ আরো অন্যান্য বিষয় গুলো লুকিয়ে রাখতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে লুকানো ইন্টারফেস গুলো হাইড করে রাখার পরেও অ্যাপস গুলো ব্যবহার করার জন্য অ্যাক্সেস দেয়।

এখানে লুকানো ছবি গুলো আপনি ছাড়া অন্য কেউ যাতে অন্য কেউ দেখতে না পারে তার জন্য আপনি হাইড গ্যালারি থেকে দেখতে পারবেন।

Dialer Lock এর ফিচার গুলো –

  • হিডেন ফাইল বা অ্যাপ গুলো এই অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
  • ছবি তোলার জন্য হিডেন অ্যাপের সাথে ক্যামেরা পাবেন।
  • ছবি, ভিডিও, অ্যাপ হাইড করার পাশাপাশি গ্যালারি হাইড করে রাখতে পারবেন। 

শেষ কথা

আজকে আমরা জানলাম কিভাবে অ্যাপ লুকানো যায় এন্ড্রয়েড ফোনে। এন্ড্রয়েড মোবাইলের সেটিং অপশনের মাধ্যমে এবং apps লুকানো apps এর মাধ্যমে আপনি সহজে অ্যাপস, ভিডিও, ছবি সহ আরো বিভিন্ন জিনিস গোপন রাখতে পারবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap