জানুন Nokia কোন দেশের কোম্পানি এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে

আপনি কি জানেন এক সময়ের জনপ্রিয় মোবাইল ফোন Nokia কোন দেশের কোম্পানি এবং এই নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে সেই সম্পর্কে।

এখান থেকে কিছু বছর আগে যখন এন্ড্রয়েড স্মার্টফোন গুলো বাজারে বের হয়নি সেই সময়ে সব থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি ছিলো Nokia.

কিন্তু, যেই থেকে বাজারে এন্ড্রয়েড স্মার্টফোন বের হয়েছে তখন নোকিয়ার চাহিদা অনেকটা কমে গিয়েছে। কারণ, এই কোম্পানি এন্ড্রয়েড ফোন তৈরি করে না।

এন্ড্রয়েড ফোন তৈরি না করার ফলে তারা ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে পারেনি। ঔ সময় নোকিয়া কোম্পানি তাদের নতুন স্মার্টফোনে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর পরিবর্তে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন।

মোবাইলে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কাছে তারা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। যার ফলে তাদের জনপ্রিয়তা অনেক কমে গেছে। 

কিন্তু, যখন বাটন মোবাইল এর কথা বলবেন তখন নোকিয়া কোম্পানির মোবাইল সেরা। এখনো বর্তমান বাজারে নোকিয়া কোম্পানির বাটন মোবাইল সেরা স্থান দখল করে আছে।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি আমাদের সকলের পছন্দের মোবাইল নোকিয়া কোন দেশের কোম্পানি?

Nokia কোন দেশের কোম্পানি?

Nokia হলো ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত একটি কোম্পানি। বলা যায় এটা পৃথিবীর বৃহত্তর একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। 

নোকিয়া কোম্পানি মোবাইল তৈরি করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের বহনযোগ্য  ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করেন।

সারা বিশ্বের ১২০ টির বেশি দেশে নোকিয়া কোম্পানিতে ১,৩২,০০০ এর বেশি সংখ্যক কর্মচারী কাজ করছে। কয়েক বছরের মধ্যে এর পরিমান আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে।

Nokia কোম্পানির ইতিহাস (History of nokia company)

১৮৬৫ সালে ফিনল্যান্ডের টেমপারে নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে এর সদরদপ্তর ফিনল্যান্ডের ইসপুতে অবস্থিত। 

আমি আগেই বলেছি nokia বৃহৎ পাবলিক লিমিটেড কোম্পানি। তারা সারা বিশ্বে তাদের ব্যবসা পরিচালনা করেন।

২০১১ সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের বৃহত্তর মোবাইল উৎপাদনকারী কোম্পানি ছিলো। এরপর বাজারে যখন টাচস্কিন ফোন এলো তখন থেকে ধীরে ধীরে নোকিয়া পিছিয়ে যেতে থাকে।

গুগল কোম্পানির তৈরি করা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার না করার কারণে হঠাৎ করে নোকিয়া কোম্পানির শেয়ার ৪০ মার্কিন ডলার থেকে ২ মার্কিন ডলারে নেমে আসে।

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে

এর মূল কারণ, Nokia তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের এর ব্যবহার করার বিপক্ষে মাইক্রোসফট উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম ব্যবহার করারা জন্য মাইক্রোসফট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়।

এরপর ২০১৩ সালের ২ সেপ্টেম্বর ৭.১৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মাইক্রোসফট কোম্পানির নোকিয়ার ব্যবসায়ীক শাখা কিনে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন।

এই চুক্তির ভিত্তিতে নোকিয়া কোম্পানি প্রধান নিবার্হী এবং উচ্চ পদস্থ কর্মচারীরা মাইক্রোসফট উইন্ডোজ কোম্পানিতে যোগ দেয়।

Nokia কোম্পানির প্রতিষ্ঠাতা কে?

নোকিয়া মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা দুইজন তারা হলেন ফেড্রিখ আইস্টাইম লইও মেকলিন। ১৮৬৫ সালে ফিনল্যান্ডের গ্র্যান্ড ডাচে টেমপারে এই কোম্পানি প্রতিষ্ঠাতা করেন।

নোকিয়া (Nokia) সদরদপ্তর কোথায় অবস্থিত?

Nokia কোম্পানির সদরদপ্তর ফিনল্যান্ডের ইসপু অবস্থিত। 

বর্তমানে নোকিয়া কোম্পানি চেয়ারম্যান (CEO) কে?

নোকিয়া কোম্পানি প্রধান চেয়ারম্যান (CEO) রিসতো সিলাসমা এবং রাজিব সুরি পেসিডেন্ট এন্ড্র সিইও ক্রিশ্চিয়ান পুলোলা সিএফও।

শেষ কথা 

আজকে আমরা জানলাম Nokia কোন দেশের কোম্পানি এবং নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে সহ আরো বিভিন্ন তথ্যের সম্পর্কে। 

Nokia Company সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap