এন্ড্রয়েড মোবাইলে সেরা ৫টি প্লেন গেম – 2023

প্লেন গেম (plane game): আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো এন্ড্রয়েড মোবাইলে সেরা ৫ টি পেলেন গেম সম্পর্কে।

তাই আপনারা যারা ফাইটার প্লেন গেম খেলতে ভালোবাসেন আজকে তারা সেরা গেম গুলোর সম্পর্কে জেনে নিতে পারবেন।

আপনারা যখন গুগল প্লে-স্টোরে গিয়ে plane game লিখে সার্চ দিবেন তখন অনেক প্লেনের গেম গুলো পেয়ে যাবেন। কিন্ত, আজকে যে সিমুলেটর প্লেনের গেম গুলো নিয়ে আলোচনা করবো সেখানে মানুষের কার্যকলাপ গুলো প্রদর্শন করা হবে।

এই গেম গুলো খেললে আপনারা বাস্তব জীবনের প্লেন চালানোর অভিজ্ঞতা পেয়ে যাবেন। তাই আপনারা যদি সেরা প্লেনের গেম গুলো খেলতে চান তাহলে নিচের গেম গুলো খেলতে পারেন।

এন্ড্রয়েড মোবাইলে সেরা ৫ টি প্লেন গেম – 2023

আপনার কাছে যদি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে Google play store থেকে খুব সহজে সম্পূর্ণ ফ্রীতে গেম গুলো ডাউনলোড করতে পারবেন।

তাছাড়া, প্রত্যেকটি plane game download করার করার জন্য গুগর প্লেস্টোরে যান এবং সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করুন।

(১) War Gogs : Air Combat Flight Simulator

আপনারা হয়তো গেমটির নাম শুনে বুঝতে পারছেন গেমটি একটি ব্যাটেন রয়েল গেম। যার ক্যারক্টর হিসেবে আপনার কাছে থাকবে একটি এরোপ্লেন। 

যেটাকে কন্ট্রোল করে আপনাকে অনেক অ্যানিমিকে মারতে হবে। এই গেম খেলে আমার কাছে মনে হয়েছে ডেভেলপার এই গেমটি তৈরি করছে যুদ্ধ করার জন্য।

গেমটি আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে গেমটির রেটিং রয়েছে ৪.৪ এবং ১ মিলিয়ন এর বেশি ইউজার গেমটি ডাউনলোড করেছে।

যারা ফাইটার পেলেন গেম খেলা ইউজার তাদের কাছে এই গেমটি অবশ্যই ভালো লাগবে।

(২) Airline Commander : Flight Game

এটা হলো একটি এয়ারফ্লায়েট গেম অনলাইন গেম। যাদের ফোন গুলো একটু হাইকোয়ালিটির তারা এই গেমটি খেলে মজা নিতে পারবেন। কারণ এই গেমের সাইজ অনেক বড়।

এই গেমে হাইকোয়ালিটির গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। গেমটি কন্ট্রোল করার জন্য আপনি দুই ধরনের মুড পাবেন। যার মধ্যে একটি ইজিমুড এবং অপরটি হলো হার্ডমুড।

আপনি যদি সহজে গেমটি খেলতে চান তাহলে ইজিমুডে খেলতে পারেন। আর যদি হার্ডমুডে খেলেন তাহলে সেনসিটিভি বেশি থাকায় কন্ট্রোল করতে অনেক কঠিন হবে।

এই গেমটি রেটিং রয়েছে ৪.৩ এবং ১০ মিলিয়ন এর বেশি সংখ্যাক গেমিং ইউজার গেমটি ডাউনলোড করেছে।

(৩) Absolute RC Flight Simulator

এই গেমটি খেলে আমার কাছে মনে হয়েছে একটি খেলনা গেমের মতো। কারণ, খেলনা গেমের মতো এই গেমটি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। 

গেমটির খেলার জন্য খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। মানে গেমটি সহজে খেলতে পারবেন।এবং হাই কোয়ালিটির গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে গেমে।

গুগল প্লেস্টোর থেকে গেমটি ৫ মিলিয়ন এর বেশি ইউজার ডাউনলোড করেছে। যার ইউজার রেটিং রয়েছে ৪.১।

(৪) Battle of Warplanes : War-Games

এই গেমটি অনলাইন মাল্টিমিডিয়া সুবিধা থাকায় আপনার বন্ধুদের সাথে মিলে খেলতে পারবেন। এখানে আপনাকে একটি প্লেন দেওয়া হবে যেটাকে কন্ট্রোল করে এ্যানামিকে মারতে হবে। 

এই গেমে হাই কোয়ালিটির গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। গেমটি খেলে আমার কাছে মনে হয়েছে খুব সহজে গেমটি কন্ট্রোল করতে পারবেন। যেকেউ খুব সহজে গেমটি খেলতে পারবেন।

আপনি যদি প্রথম বার পেলেন গেম খেলে থাকেন তাহলে গেমটি খেলে মজা পাবেন। প্লেটোর থেকে ১  মিলিয়ন এর বেশি সংখ্যাক লোকেরা এটা ডাউনলোড করেছে, যার ইউজার রেটিং ৪.০।

(৫) SKY Baron : War of Nations

SKY Baron গেমটি আপনি অনলাইন বা অফলাইন দুই ভাবে খেলতে পারবেন। আপনি যদি অফলাইন মুডে খেলেন তাহলে শুধুমাত্র ট্রেনিং মুডটি খেলতে পারবেন।

আর যদি অনলাইন মুডে খেলেন তাহলে গেমটির সম্পূর্ণ ভার্ষনটি খেলতে পারবেন। এই গেমের গ্রাফিক্স আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। 

তাছাড়া, যেকেউ খুব সহজে গেমটি খেলতে পারবেন। ১ মিলিয়ন গেমিং ইউজার গেমটি ডাউনলোড করেছে, যার ইউজার রেটিং ৩.৯।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা জানলাম এন্ড্রয়েড মোবাইলে সেরা ৫টি পেলেন গেম (plane game) সম্পর্কে। এই গেম গুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap