ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যে অনেকের অজানা। ফেসবুক পেজ মনিটাইজেশন চালু হওয়ার পরে অনেকে এই বিষয় জানতে চাচ্ছেন।
অনেকে আবার প্রশ্ন করতে পারে ফেসবুক ভিডিও থেকে আবার টাকা ইনকাম করা যায় নাকি?
তাদের জন্য বলবো ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার দুইটি উপায় আমি আগের আর্টিকেলে বলেছি। আর আজকে জানাবো কত ভিউতে কত টাকা দেয় ফেসবুক।
আপনি হয়তো জানেন বর্তমানে সারা বিশ্বে ইউটিউবের মতো ফেসবুক ভিডিও প্লাটফর্ম অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
বিশেষ করে মানুষরা সময় কাটানোর জন্য ফেসবুকে ভিডিও (নাটক, সিনেমা, ফানি ভিডিও, নাচ, গান) ইত্যাদি দেখে থাকে।
ইউটিউবের তুলনায় ফেসবুকের ভিডিও গুলো সহজে ভাইরাল হয়ে যায়। কারণ, ফেসবুকের ভিডিও গুলো সহজে মানুষ শেয়ার করতে পারে।
আর যত বেশি ভিডিও শেয়ার করা হয় ততো বেশি ভিডিও ভিউ (view) হয়। আর যত ভিউ বেশি হবে ততো টাকা আয় হবে।
তবে, এর জন্য আপনাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে এবং পেজ মনিটাইজেশন চালু থাকতে হবে।
মনে রাখবেন, আপনি যদি ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন তাহলে যতই ভিউ হোক না কেন টাকা আয় হবে না।
ফেসবুকে কত ভিউ কত টাকা দেয়?
আমরা যারা ফেসবুক ইউজার আছি তারা ফেসবুক ব্যবহার করার সময় পেজে অনেক ধরনের ভিডিও দেখে থাকি।
আসলে এই ভিডিও গুলো যারা আপলোড করে তাদের লাভ কি? কেন তারা এই ভিডিও গুলো পেজে আপলোড করে?
আসলে এই ভিডিও গুলো পেজে আপলোড করে Ad breaks এর মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করে।
এবার হয়তো আপনার জানতে ইচ্ছে হবে ফেসবুক পেজের ভিডিওতে কত ভিউতে কত টাকা আয় করে? এই প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে বলছি।
সঠিক উত্তর জানুন
অনেক ছোট বড় কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যারা ফেসবুকে তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক প্রতিষ্ঠানকে টাকা দিয়ে থাকে।
এর মধ্যে কিছু কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান বড় অংকের টাকা দেয় ফেসবুক প্রতিষ্ঠানকে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য। আবার কিছু কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান কম টাকা দেয় তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য।
এবার ফেসবুক ঔ সব কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গুলো পেজের বিভিন্ন ভিডিওতে দেখায়। যে কোম্পানি বেশি টাকা দিয়েছে ফেসবুককে সেই কোম্পানির বিজ্ঞাপন দেখালে ভিডিও থেকে বেশি আয় হয়।
আবার যে কোম্পানি কম টাকা দিয়েছে ফেসবুককে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য, যখন সেই কোম্পানির বিজ্ঞাপন গুলো ভিডিওতে দেখানো হয় তখন কম টাকা আয়।
দেখা যায় কখনো কখনো ১ লক্ষ ভিউতে ১০ হাজার টাকা আয় হয়। আবার কখনো কখনো কখনো দেখা যায় ১ লক্ষ ভিউতে ৫ হাজার টাকা আয় হয়।
আবার অনেকে জানতে চাচ্ছেন ১ মিলিয়ন ভিউতে কত টাকা দেয়। আশাকরি এই প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাবেন।
এটা সম্পূর্ণ নির্ভর করে ভিডিওতে দেওয়া বিজ্ঞাপনের উপর। বেশি টাকার বিজ্ঞাপন হলে বেশি আয় হবে। আর কম টাকায় বিজ্ঞাপন হলে কম আয় হবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম ফেসবুকে কত ভিউ কত টাকা দেয়। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং ভালো লাগলে শেয়ার করবেন।
অনেকে প্রশ্ন করেন 1k সমান কত টাকা? আসলে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো 1k সমান ১০০০ বুঝায় থাকে।
আমি ফেসবুক থেকে আয় করতে চাই।কি ভাবে করবো
puro post ti porun.. aro post hobea samne