ফেসবুক আইডির নাম পরিবর্তন : বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর এখানে আমাদের কম বেশি সবাই একটি করে একাউন্ট রয়েছে।
আপনার ফেসবুকের নাম এবং ছবি দেখে একজন অন্য জনের কাছে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়। তাই ফেসবুক আইডির নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজের নামে ফেসবুক না খুলে অন্য নাম ব্যবহার করে। পরে তারা যখন নিজের রিয়েল নাম দিতে চাই তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়।
অনেক সময় দেখা যায় ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না। এই সমস্যার মূল কারণ হলো তারা আসলে ফেসবুক আইডির নাম চেঞ্জ করার উপায় জানে না।
তাই আজকের আর্টিকেলে ফেসবুকের নাম পরিবর্তন করার নিয়ম শিখিয়ে দিবো। আপনাদের মধ্যে অনেকের কাছে হয়তো বিষয়টি খুব সিম্পল মনে হতে পারে।
আবার অনেকের কাছে ফেসবুক নাম পরিবর্তন করার ব্যাপারটা কঠিন মনে হতে পারে। আমি বলবো এই বিষয় নিয়ে ভয় পাবার কিছুই নেই।
আপনি শুধু একটুকু মনে রাখবেন একবার ফেসবুকে নাম পরিবর্তন করার পরে ৬০ দিন পরে ছাড়া আর নাম পরিবর্তন করা সম্ভব না।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায় সেই সম্পর্কে।
ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম (Facebook id name change)
ফেসবুক আইডির নাম চেঞ্জ করার উপায় খুবই সহজ। এর জন্য আপনি শুধু নিচের ধাপ গুলো অনুসারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন।
আমি কম্পিউটারের মাধ্যমে আপনাকে নাম পরিবর্তন করার নিয়ম দেখাবো। আপনি এই একই নিয়ম অনুসরণ করে মোবাইলে Facebook app মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবেন।
ফেসবুক আইডির নাম চেঞ্জনের নিয়ম
ধাপ : ১
প্রথমে নিজের কম্পিউটার বা ল্যাপটপে যে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চান সেই ফেসবুক আইডি লগইন করুন।
Facebook.com এই ওয়েবসাইটে গিয়ে লগইন করার পরে নিজের ফেসবুক হোম পেজ (home page) দেখতে পাবেন।
ধাপ : ২
এবার ফেসবুক ড্যাশবোর্ড থেকে আপনি নিজের প্রোফাইল (Profiles) অপশনে ক্লিক করবেন। এই প্রোফাইল অপশন আপনি ফেসবুক হোমপেজর উপরে ডান পাশে দেখতে পাবেন।
প্রোফাইলে ক্লিক করার পরে আপনি নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। সেখান থেকে Settings & privacy অপশনে ক্লিক করুন। তারপর আবার Settings অপশনে ক্লিক করুন।
ধাপ : ৩
সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি General Account Settings দেখতে পাবেন। এখান থেকে Name অপশন দেখতে পাবেন এবং Name অপশনের সোজা Edit অপশন দেখতে পাবেন।
আপনার ফেসবুক নাম পরিবর্তন করার জন্য এই Edit অপশনে ক্লিক করতে হবে।
ধাপ : ৪
এডিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনি ৩টি বক্স দেখতে পাবেন।
First, Middle, Last এই বক্সে আপনি ফেসবুকের যে নতুন নাম দিতে চান সেটা লিখুন। এরপর Review Change অপশনে ক্লিক করুন।
ধাপ : ৫
এবার আপনি Preview Your New Name পেজে যে নতুন নাম দিয়েছেন সেই নাম দেখতে পাবেন। আপনার দেওয়া নাম যদি পছন্দ হয় তাহলে নামের উপর টিক চিহ্ন দিয়ে নিচের Password বাক্সে পাসওয়ার্ড দিয়ে Save changes অপশনে ক্লিক করুন।
আপনার ফেসবুকে নাম চেঞ্জ করে নতুন নাম প্রোফাইলে আপডেট হয়ে গেছে। এখন আপনার ফেসবুকের বন্ধুরা ফেসবুকে নতুন নাম দেখতে পাবেন।
এবার আপনি যদি মোবাইলে ফেসবুক অ্যাপের মাধ্যমে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চান তাহলে এই একই নিয়ম অনুসরণ করুন।
মনে রাখবেন, ফেসবুকের নতুন নাম পরিবর্তন করার পরে ফেসবুক নাম পরিবর্তন করুন ৬০ দিনের পরে ছাড়া আর করতে পারবেন না।
শেষ কথা
আজকে আমরা শিখলাম ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম সম্পর্কে। ফেসবুক আইডি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাবেন।