ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? (সম্পূর্ণ গাইডলাইন 2023)

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই প্রশ্নের সঠিক উত্তর জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।কারণ, আজকে কিভাবে ফ্রিল্যান্সিং করবো এই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দিবো।

বর্তমানে আমরা সবাই অনলাইন থেকে ইনকাম করতে চাই। তাই এই সুযোগে অনেকে জানতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে।

অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে freelancing সম্পর্কে জানতে হবে। তবে, বর্তমানে স্কুল বা কলেজে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয় না।

যে কারণে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের মধ্যে কোনো ধারণা থাকে না। তাই আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিস্কার ভাবে বলবো কিভাবে শুরু করবেন।

আপনি হয়তো জানেন freelancing করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব এবং এটা বিশ্বস্ত একটি মাধ্যম। যেখানে নিজের ঘরে বসে ফ্রি সময়ে কাজ করা যায়।

সারা বিশ্বে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। যারা ঘরে বসে কাজ করে চাকরির থেকে দ্বিগুণ টাকা ইনকাম করছে।

এখান থেকে কিছু বছর আগে এই কাজের বিষয় মানুষের তেমন আগ্রহ ছিলো না। যে কারণে এই কাজের কেউ শেখার পরামর্শ দিতো না।

কিন্তু, বর্তমান এই ডিজিটাল যুগে এসে ছেলে মেয়েরা অনলাইনে কাজের গুরুত্ব অনেকটা বুঝে গেছে। যে কারণে তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে অনেকটা ব্যাস্ত হয়ে পড়ছে।

তাহলে চলুন নিচে থেকে freelancing শেখার আগে জেনে আসি freelancing কি সেই সম্পর্কে।  তাহলে আপনি আরো পরিস্কার ভাবে বুঝতে পারবেন।

Freelancing কি? (What is freelancing)

Freelancing হলো এমন একটি পেশা যার মাধ্যমে আপনি ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

বলতে গেলে এটা অনেকটা চাকরির মতো। তবে, চারকরিতে যেমন আপনাকে প্রত্যেক দিন নিদিষ্ট সময় অফিসে বসে কাজ করতে হয়।

আর ফ্রিল্যান্সিং এ আপনাকে ইচ্ছা স্বাধীন যেখানে  মন চাই সেখানে বসে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারবেন।

এখন যদি আপনার কাজ করতে ইচ্ছা না করে তাহলে কাজ করবেন না। এখানে আপনাকে কেউ জের করবে না।

আপনি ঘরে বসে বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। তাছাড়া সরকারি চাকরির চেয়ে দুগুণ টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন।

বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

আপনি হয়তো জানেন আমাদের বাংলাদেশে দক্ষতার মূল্যয়ন করা হয় না। কিন্তু, বাইরের দেশে দক্ষতার প্রচুর মূল্যয়ন করা হয়। তাই বিদেশি বায়ারদের সাথে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

Freelancing করার জন্য আপনার মধ্যে যেকোনো একটি বিষয় দক্ষতা (skill) থাকতে হবে।

যেমন – গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপার, কনটেন্ট রাইটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজ ইত্যাদি কাজের বিষয় যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

বর্তমানে আমাদের হাতে ইন্টারনেট থাকার কারণে আমরা যেকোনো বিষয় সহজে জানতে এবং শিখতে পারছি। কিন্ত, যখন ইন্টারনেট ছিলো না তখন নতুন নতুন বিষয় জানতে অনেকটা সময় লাগতো।

আসলে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই বিষয় জানার আগে আপনাকে কিছু বিষয় জেনে নিতে হবে। তাহলে বিষয়টা আপনার জন্য সহজ হবে।

আমি আগেই বলেছি ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যেকোনো একটি বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। আর এই দক্ষতা থাকতে হবে প্রফেশানাল ভাবে।

তাহলে আপনি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন। তবে, শুধু কাজের বিষয় দক্ষতা থাকতে হবে না। এর পাশাপাশি আপনাকে আরো কিছু বিষয় জেনে নিতে হবে।

যেমন, 

  • অনলাইনে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব।
  • সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কোন গুলো।
  • কিভাবে কাজ খুঁজতে হবে।
  • সঠিক ভাবে কাজ করার নিয়ম। 
  • কিভাবে নিজেকে জনপ্রিয় ফ্রিল্যান্সার তৈরি করতে হবে।
  • ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয় 

তাহলে চলুন এবার জেনে আসি এই কাজ গুলো কিভাবে শিখবো? এর সঠিক উত্তর হলো ইন্টারনেটের মাধ্যমে।

ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো?

Freelancing শেখার জন্য নিচে কিছু সেরা উপায় দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে আপনি সহজে শিখতে পারবেন।

  • গুগল সার্চ ইঞ্জিন 
  • ইউটিউব
  • Udemy
  • ইনস্টিটিউট প্রতিষ্ঠান

১. গুগল সার্চ ইঞ্জিন : আমরা যেকোনো বিষয় সহজে জানতে গুগল সার্চ ইঞ্জিন এর সাহায্য নিয়ে থাকি। ঠিক একই ভাবে আপনি freelancing শেখার জন্য গুগল সার্চ করলে অনেক জনপ্রিয় ব্লগ খুঁজে পাবেন। সেগুলো থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারবেন।

২. ইউটিউব : ইউটিউব হলো জনপ্রিয় একটি ভিডিও প্লাটফর্ম। যেখান থেকে আপনি সব কিছু ভিডিও এর মাধ্যমে শিখতে পারবেন। তাই ইউটিউবের মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

৩. Udemy : Udemy হলো জনপ্রিয় একটি অনলাইন ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে কোর্স পেয়ে যাবেন। এখানে ফ্রি এবং পেইড উভয় কোর্স পাবেন। আমার পরামর্শ হলো অল্প টাকা দিয়ে এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স করুন।

৪. ইনস্টিটিউট প্রতিষ্ঠান : আমাদের দেশে অনেক সরকার বেসরকারি ইনস্টিটিউট প্রতিষ্ঠান রয়েছে। যেখানে বিভিন্ন বিষয় প্রশিক্ষন দেওয়া হয়। তাই আপনি যেকোনো একটি ক্যাটাগরির কাজ এখান থেকে শিখে নিতে পারেন।

আমার পরামর্শ হলো আপনি ইউটিউব এবং Udemy এর জনপ্রিয় কোর্স গুলো করে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।

আশাকরি, সহজে বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং কোথায় শিখবো এবং কিভাবে শিখবো।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো PDF

ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেকে গুগলে PDF লিখে সার্চ করছেন। তাছাড়া পিডিএফ ফাইল পড়ার বিষয় মানুষের আলদা একটা চাহিদা রয়েছে।

তবে, আমি আপনাকে বলবো আপনি পিডিএফ ফাইলে যে লেখা গুলো পাবেন সেই একই লেখা বিভিন্ন ব্লগে পেয়ে যাবেন।

আপনি আমার যে আর্টিকেলটি এখন পড়ছেন আমি কিন্তু চাইলে এটা PDF file করে ইন্টারনেটে আপলোড করতে পারতাম।

কিন্ত, আমি সেটা করি নাই। কারণ, দুই জায়গায় একই লেখা আপনাকে পড়তে হতো। আসলে পিডিএফ ফাইল এবং ব্লগের লেখা গুলো একই জিনিস।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে প্রথমে ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জানতে হবে।ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় আপনি যদি এই বিষয় না জানেন তাহলে কোন কাজ সহজ সেটা বুঝতে পারবেন না।

তাই নিচে ফ্রিল্যান্সিং এর কি কি কাজ করা যায় সেগুলো নিচে দেওয়া হয়েছে –

  • গ্রাফিক্স ডিজাইন 
  • ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজ
  • ডাটা এন্ট্রি 
  • ডিজিটাল মার্কেটিং
  • কনটেন্ট রাইটিং 
  • অ্যাপ ডেভেলপমেন্ট 
  • টি-শার্ট ডিজাইন 
  • SMM মার্কেটিং

উপরে উল্লেখ করা কাজ গুলোর মধ্যে যেকোনো একটি কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

যে বিষয় কাজ শিখবেন প্রফেশনাল ভাবে দক্ষতা অর্জন করবেন। তাহলে মার্কেটপ্লেসে সহজে কাজ পেয়ে যাবেন। তাছাড়া, মার্কেটপ্লেসে প্রত্যেক কাজের চাহিদা রয়েছে।

তাই যেকোনো একটি বিষয় কাজ শিখে ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং সাইট

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব (How to start freelancing)

ফ্রিল্যান্সিং শিখে কাজ শুরু করার জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

১. নিদিষ্ট একটি কাজ নির্বচন করুন

ফ্রিল্যান্সিং কাজের ক্যাটাগরি থেকে আপনাকে যেকোনো একটি কাজ প্রফেশনাল ভাবে শিখে তারপর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আসতে হবে। 

মনে করুন, আপনি কনটেন্ট রাইটিং কাজ শিখছেন। এক্ষেত্রে আপনাকে কনটেন্ট রাইটিং এর উপর পূর্ণ দক্ষতা থাকতে হবে।

আপনি যখন সঠিক ভাবে এসইও ফ্রেন্ডলি একটি কনটেন্ট লিখতে পারবেন তখন মার্কেটপ্লেসে কাজের বিষয় চলে আসবেন।

মনে রাখবেন, সম্পূর্ণ ভাবে দক্ষতা অর্জন না করে কখনো মার্কেটপ্লেসে আসবেন না। এতে আপনি কাজ পাবেন বরং হতাশ হয়ে পড়বেন।

২. ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করুন

এবার আপনি যে মার্কেটপ্লেসে কাজ করতে চান সেই মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করুন। আপনি যে কাজের বিষয় দক্ষতা অর্জন করেছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একাউন্ট তৈরি করবেন।

আপনার একাউন্ট এবং প্রোফাইল সুন্দর করে সাজাবেন। যাতে যেকেউ দেখে পছন্দ করেন। তাছাড়া আপনি কি কি কাজে দক্ষ উল্লেখ করবেন।

প্রথমে কাজ পেতে একটু অসুবিধা হবে। ধীরে ধীরে  নিজেকে ব্রান্ড (brand) তৈরি করার পরে বায়ার আপনাকে সহজে কাজ দিয়ে দিবে।

৩. কাজ পেতে কিভাবে প্রজেক্ট বিট করবেন

সঠিক ভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করার পরে আপনি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে প্রচুর কাজ দেখতে পাবেন। বিভিন্ন বায়ান বা কোম্পানি তাদের কাজ করানোর জন্য কাজ পাবলিশ করছে।

এবার আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজ করার জন্য বায়ার বা কোম্পানিকে অনুরোধ জানাত পারেন।

এবার বায়ার বা কোম্পানি যদি আপনাকে কাজ দিতে চাই বা করাতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে।

৪. কাজের বিনিময় কত টাকা নিবেন

মার্কেটপ্লেসে কাজের বিনিময়ে আপনি কত টাকা মজুরি নিবেন সেটা ভাবতে হবে। আমার পরামর্শ নতুন ফ্রিল্যান্সারদের প্রথমে কত মজুরিতে কাজ করা ভালো।

কারণ, নতুন ফ্রিল্যান্সারদের উপর প্রথমে বায়াররা পূর্ণ বিশ্বাস করে উঠতে পারে না। তাই আপনি যখন কত মজুরিতে কাজ করে দিবেন তখন বায়াররা কম মজুরি থাকায় আপনার দিয়ে কাজ করিয়ে নিবে।

তারপর ধীরে ধীরে আপনার প্রোফাইলে ভালো রিভিউ (review) আসলে তখন আপনি বেশি মজুরিতে কাজ করবেন।

৫. নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করুন

যেহেতু আপনি নতুন ফ্রিল্যান্সার, তাই সময়ের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। নিদিষ্ট সময়ের মধ্যে আপনাকে বায়ার এর কাজ শেষ করে জমা দিতে হবে।

আপনি যখন কম টাকায় এবং নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে বায়ারকে জমা দিয়ে নিবেন তখন বায়ার আপনাকে ভালো রিভিউ (Good review) দিবে।

প্রোফাইলে একবার ভালো রিভিউ হয়ে গেছে তখন আপনি অনেক বড় বড় কাজ পাবেন এবং তার বিনিময়ে বেশি মজুরি নিতে পারবেন।

৬. ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

বায়ারদের কাজ শেষ করে জমা দেওয়ার পরে আপনাকে পেমেন্ট দেওয়া হবে। ফ্রিল্যান্সিং এর টাকা তুলার জন্য আপনি বিভিন্ন কয়েকটি অপশন পাবেন।

Freelancer.com এবং Upwork.com থেকে টাকা আপনি সরাসরি ব্যাংক একাউন্টে আনতে পারেন। এছাড়া পেপাল, পেওনিয়ার এবং স্কিল একাউন্ট নিতে পারবেন।

আমাদের দেশের অধিকাংশ freelancer রা তাদের পেমেন্ট তুলে পেওনিয়ার একাউন্টের মাধ্যমে।

ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে?

আমি উপরে ফ্রিল্যান্সিং শেখার যে উপায় গুলো বলেছি সেই উপায়ে শিখতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না।

সম্পূর্ণ ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে Google search এবং YouTube ব্যবহার করুন। গুগলে সার্চ করে বিভিন্ন জনপ্রিয় ব্লগ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে দক্ষতা, জ্ঞান নিতে পারবেন।

আবার আপনি চাইলে YouTube ভিডিও দেখে freelancing শিখতে পারবেন। ইউটিউবে অনেক বড় বড় ফ্রিল্যান্সারদের চ্যানেল রয়েছে।

তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করে। সেখান থেকে দেখে শিখতে পারেন।

আর সব থেকে ভালো হয় Udemy অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে একটি কোর্স করা। এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও কোর্স পেয়ে যাবেন।

এই কোর্স গুলো মূল্য ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যা ফ্রিল্যান্সিং শেখার জন্য খুবই সামান্য।

আর আপনি যদি কোনো স্কুল বা কলেজ ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং কোর্স করেন তাহলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা লাগবে। এক্ষেত্রে আপনার সময় লাগবে ৩ থেকে ৬ মাসের মতো।

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি?

আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো এনালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন কোন কাজের চাহিদা বেশি।

আমার মতে ফ্রিল্যান্সিং সেক্টরে যত গুলো কাজ রয়েছে প্রায় সব কাজের সমান চাহিদা রয়েছে। তবে, আপনি যে কাজ শিখছেন সেই কাজের উপর দক্ষতা থাকতে হবে।

দক্ষতা থাকলে বেশি বেশি কাজ পাবেন। তাছাড়া যারা গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার রয়েছেন তাদের কাজ পরিমানে বেশি পাবলিশ করা মার্কেটপ্লেসে।

তাই বলা যায় তুলনামূলক ভাবে graphic design এবং web design কাজের চাহিদা অন্যান্য কাজের চেয়ে একটু বেশি। তবে, চাহিদা বেশি থাকায় প্রতিযোগীর সংখ্যা অনেক।

শেষ কথা 

আজকে আমরা জানলাম ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এর সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে। আশাকরি ফ্রিল্যান্সিং শেখার বিষয় আপনাদের আর কোনো প্রশ্ন নেই।

তারপরও যদি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো এর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap