১ মিলিয়ন সমান কত টাকা

১ মিলিয়ন সমান কত টাকা হবে এই প্রশ্নের উত্তর অনেক জানতে চাচ্ছেন। আমরা সাধারণত ছোট-খাটো টাকার হিসাব করলেও কখনো মিলিয়ন টাকার হিসাব করি না।

যে কারণে আমাদের আমাদের সকলের অজানা এক মিলিয়ন সমান কত টাকা হতে পারে। আপনারা যারা এই বিষয় জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আটিকেলটি লেখা।

আজকে আমি ১ মিলিয়ন, ১ বিলিয়ন এবং ১ ট্রিলিয়ন সাম কত টাকা হবে আপনাদের সুন্দর করে বুঝানোর চেষ্টা করবো।

প্রথমে আমরা মিলিয়ন সম্পর্কে ধারণা নিবো। সাধারণত ১ মিলিয়ন সমান ১০ লক্ষ হয়। আবার ১০ লক্ষ সমান ১ মিলিয়ন হয়।

এবার আমরা বিলিয়ন এর সম্পর্কে ধারণা নিবো। ১ বিলিয়ন সমান ১০০ কোটি হয়। মানে ১ বিলিয়ন সমান ১০০০০ লক্ষ হয়।

তাহলে ১০০০ মিলিয়ন সমান ১ বিলিয়ন হয়। সহজে বলতে গেলে ১০০০ মিলিয়ন টাকাকে আপনি ১ বিলিয়ন টাকা বলতে পারেন।

এবার আমরা ট্রিলিয়ন সম্পর্কে ধারণা নিবো। ১ ট্রিলিয়ন সমান ১০০০ বিলিয়ন বলা হয়। তাহলে ১০০০ বিলিয়ন সমান ১ ট্রিলিয়ন বলা হয়।

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয়

মানে আপনার কাছে যদি ১০০০০০ কোটি টাকা থাকে তাহলে আপনি সেটাকে ১ ট্রিলিয়ন টাকা বলতে পারেন।

আশাকরি, ১ মিলিয়ন, ১ বিলিয়ন এবং ১ ট্রিলিয়ন সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে গেছেন।

১ মিলিয়ন সমান কত টাকা?

উপরে আমি আপনাকে সহজে বুঝিয়ে দিয়েছি ১ মিলিয়ন সমান ১০ লক্ষ টাকা। এখানে শুরু টাকার হিসাবে মিলিয়ন শব্দ ব্যবহার করা হয় না।

জনসংখ্যা বা অন্যান্য বিষয় গুলোর ক্ষেত্রেও এক মিলিয়ন সমান ১০ লক্ষ বুঝানো হয়।

তবে, মনে রাখবেন ডলারের দামের সাথে কিন্তু টাকার দামের পরিবর্তন হবে। যেমন – বর্তমানে ১ ডলারের বাংলাদেশী মূল্য ৯৫ টাকা। আবার বর্তমানে ভারতে ১ ডলার সমান ৮৯ টাকা। প্রত্যেক দেশের টাকার মান ডলারের সাথে আপ-ডাউন হয়।

১ বিলিয়ন সমান কত টাকা? 

এক বিলিয়ন সমান ১০০ কোটি টাকা হয়। এবার আমেরিকার ডলারের হিসেবে এক বিলিয়ন সমান ৯৫০০ কোটি টাকা হবে।

আবার ভারতে এক বিলিয়ন সমান ৮৯০০ কোটি টাকা হবে। আগেই বলেছি এক এক দেশে এক এক রকম ডলারের মান থাকে।

১ ট্রিলিয়ন সমান কত টাকা?

এক ট্রিলিয়ন সমান ১০০০ বিলিয়ন টাকা। মানে ১০০০ কোটি টাকা সমান ১ ট্রিলিয়ন। আপনার কাছে যখন ১০০০ হাজার কোটি টাকা থাকবে তখন আপনি ১ ট্রিলিয়ন টাকা বলতে পারবেন।

সাধারণ কিছু প্রশ্ন উত্তর –

(১) প্রশ্ন – ১০ মিলিয়ন সমান কত টাকা? 

উত্তর : ১০ মিলিয়ন সমান ১ কোটি টাকা।

(২) প্রশ্ন – ২ মিলিয়ন সমান কত টাকা? 

উত্তর : ২ মিলিয়ন সমান ২০ লক্ষ টাকা।

(৩) প্রশ্ন – ১ মিলিয়ন সমান কত লাখ?

উত্তর : ১ মিলিয়ন সমান ১০ লাখ।

(৪) প্রশ্ন – ১০ মিলিয়ন সমান কত লক্ষ? 

উত্তর : ১০ মিলিয়ন সমান ১০০ লক্ষ। 

(৫) এক মিলিয়ন সমান কত টাকা ভারতে?

উত্তর : এক বিলিয়ন সমান ১৮ লক্ষ ৭৬২.৫০ টাকা।

(৬) প্রশ্ন – কত টাকায় ১ মিলিয়ন? 

উত্তর : ১০ লক্ষ টাকায় ১ বিলিয়ন। 

শেষ কথা

আজকে আমরা জানলাম ১ মিলিয়ন সমান কত টাকা এবং ১ বিলিয়ন ও ১ ট্রিলিয়ন সমান কত টাকার হিসাব। 

এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য। আশাকরি আপনারা বুঝতে পারছেন।

এরপর ও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে লিখে জানাবেন আমি উত্তর দিবো।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap