আজকের আর্টিকেলে আপনাদের সাথে বলবো কিভাবে বিকাশ একাউন্ট ডিলিট করা যায় বা বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে।
আপনার যদি একটি অকার্যকর বিকাশ একাউন্ট থাকে তাহলে সেই একাউন্ট আপনি চাইলে ঘরে বসে বা এজেন্টের কাছে গিয়ে ডিলেট করে দিতে পারবেন।
এর জন্য আপনাকে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো আমি নিচে উল্লেখ করে দিবো। তাহলে চলুন নিচে থেকে জেনে আসি বিকাশ একাউন্ট ডিলেট করার উপায় সম্পর্কে।
বিকাশ একাউন্ট ডিলেট করার ডকুমেন্টস
আপনি যদি বিকাশ একাউন্ট ডিলেট করতে চান তাহলে ডে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে নিচে সেগুলো উল্লেখ করা হলো।
ব্যালেন্স ০ করা: আপনার বিকাশ একাউন্ট যদি টাকা থাকে তাহলে ব্যালেন্স ০ করতে হবে। মনে রাখবেন, আপনার একাউন্টের ব্যালেন্স যদি ০ না হয় তাহলে কিন্ত একাউন্ট ডিলেট করা যাবে না।
তাছাড়া, আপনার একাউন্টে যদি টাকা থাকে এবং একাউন্ট যদি ডিলেট করে দেন তাহলে উক্ত টাকা ক্ষতির মুখে পড়বে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: আপনি বিকাশ একাউন্ট খোলার সময় যে ফোন নম্বর এবং যে আইডি কার্ড ব্যবহার করছিলেন সেই ফোন নম্বর এবং আইডি কার্ড প্রয়োজন হবে।
তাছাড়া, আপনার বিকাশ একাউন্ট যদি অন্য কারও আইডি কার্ড দিলে খোলা থাকে, মানে আপনি যদি একাউন্টের মালিক না হন তাহলে সেই ব্যাক্তিকে সঙ্গে রাখুন।
উপরের এই দুইটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাতে তাহলে খুব সহজে একাউন্ট ডিলেট করার প্রক্রিয়া সম্পর্ণ হয়ে যাবে।
কিভাবে বিকাশ একাউন্ট ডিলিট করা যায়
আমি প্রথমে বলেছি bkash account delete করার দুইটা উপায় বা নিয়ম রয়েছে। এই দুইটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করবো।
ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
ঘরে বসে bkash একাউন্ট ডিলেট বা বন্ধ করার নিয়ম নিচে উল্লেখ করা হলো –
- যে নম্বরে বিকাশ একাউন্ট ডিলেট করতে চান সেই নম্বর থেকে প্রথমে বিকাশ হেল্পলাইন 16247 নম্বরে কল করুন।
- মনে রাখবেন, অন্য কোনো ফোন নম্বর থেকে কল করলে একাউন্ট ডিলেট করার প্রসেস কার্যকর হবে না।
- হেল্পলাইনে ফোন করে আপনি তাদেরকে অবগত করুন আপনি আর এই বিকাশ একাউন্ট ব্যবহার করতে চান না বা একাউন্টটি ডিলেট করতে চান।
- এবার বিকাশ কাস্টমার প্রতিনিধি আপনার একাউন্টের বিষয় বিভিন্ন তথ্য জানতে চাইবে সেগুলোর সঠিক তথ্য দিবেন।
- আপনার আইডি কার্ড (NID Card) কাছে রেখে সঠিক তথ্য গুলো প্রদান করলে তারা আপনার একাউন্ট ডিলেট করে দিবে।
এজেন্টের মাধ্যমে একাউন্ট ডিলেট করার উপায়
এজেন্টদের মাধ্যমে একাউন্ট ডিলেট করার জন্য আপনার নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্টে চলে যান এবং সাথে অবশ্যই আইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন।
আপনার বিকাশ একাউন্ট যদি অন্য কারও নামে থাকে তাহলে তাকে সহ এজেন্ট পয়েন্টে যাবেন। সেখানে গিয়ে তাদের বিস্তারিত বলবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রদান করবেন।
তাহলে তারা আপনার একাউন্ট ডিলেট করার কাজে সাহায্য করবে এবং আপনার একাউন্ট ডিলেট করার কাজ সস্পর্ণ হয়ে যাবে।
শেষ কথা
আজকের আলোচনার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারছেন বিকাশ একাউন্ট ডিলেট করার নিয়ম সম্পর্কে। বিকাশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাদের হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে কল করুন। ধন্যবাদ