অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে কিভাবে SSC তে A+ পাওয়া যায়? তাই আজকে আপনাদের জন্য এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে এসএসসি তে A+ পাবেন ইনশাআল্লাহ।
প্রত্যেক স্টুডেন্ট পরিক্ষায় ভালো ফলাফল আশাকরি। মনে রাখবেন পরিক্ষায় ভালো ফলাফল মানে নিজের মনে আনন্দ এবং তোমার বাবা মায়ের মুখে হাসি।
এই হাসি তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। তবে, পরিশ্রম করলে এই হাসি তুমি অবশ্যই অর্জন করতে পারবা।
তাই এই হাসি নিজের ভবিষ্যতের জন্য জন্য এবং পরিবারের জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করে অর্জন করতে হবে।
মনে রাখবেন স্টুডেন্টদের ছাত্র জীবনে পরিক্ষা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিক্ষায় ভালো ফলাফল না অর্জন করতে পারলে আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন না।
মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম | অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম
শুধু পরিক্ষা দিলে যে ভালো রেজাল্ট করতে পারবেন বিষয়টা কিন্ত তেমন না। ভালো রেজাল্ট করার জন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে।
আবার শুধু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। এর জন্য আপনাকে কিছু টেকনিক জানতে হবে।
মাধ্যমিক স্কুল জীবন শেষ করার সর্বশেষ ধাপ হলো এসএসসি (SSC) পরিক্ষা। আমাদের সকলের উদ্দেশ্য থাকে ssc তে a+ পাওয়া।
আপনি যদি এসএসসি তে A+ পান তাহলে সফল ভাবে মাধ্যমিক স্কুল জীবন শেষ করতে পারবেন। কি আমি ঠিক বলছি তো?
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে এসএসসি পরীক্ষায় a+ পাওয়া যায়।
কিভাবে SSC তে A+ পাওয়া যায়?
পরিক্ষায় a+ পাওয়ার জন্য বেশি করে পড়াশোনা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তবে, ভালো করে পড়াশোনা করার পাশাপাশি কিছু টেকনিক কাজে লাগিয়ে “পরিক্ষায় ভালো রেজাল্ট” করা যায়।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে এসএসসি তে গোল্ডেন a+ পাওয়া যায় তার কিছু টিপস।
(১) রুটিন তৈরি করে পড়াশোনা করা
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আপনাকে রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। রুটিন অনুযায়ী পড়াশোনা না করলে আপনি শুধু কঠিন বিষয় গুলো পড়বেন।
এবং সহজ বিষয় গুলোর উপর ফোকাস কম থাকায় সহজ বিষয় গুলো কম পড়া হয়। যার ফলে আপনি সহজ বিষয় গুলোতে ভালো রেজাল্ট নাও করতে পারেন।
এতে করে পরিক্ষায় আপনার গোল্ডেন a+ পেতে বড় সমস্যা সৃষ্টি হতে পারে। এজন্য সব বিষয় নিয়মিত রুটিন করে পড়াশোনা করতে হবে।
(২) লেখান অভ্যাস করা
আপনি যতই ভালো পড়াশোনা করেন না কেন পরিক্ষার খাতায় যদি ভালো লিখতে না পারেন তাহলে কিন্ত ভালো রেজাল্ট করতে পারবেন না।
তাই সময় করে পড়া গুলো লেখার চেষ্টা অবশ্যই করবেন। এতে আপনার হাতের লেখা সুন্দর হবে এবং দ্রুত লেখার অভ্যাস ও তৈরি হবে।
(৩) নিয়মিত ক্লাস করা
আপনাকে প্রত্যেক দিন স্কুলের ক্লাস করতে হবে। এটা কখনো ভাবা উচিত নয় যে ক্লাস না করে শুধু কোচিং করে ssc তে ভালো রেজাল্ট করা সম্ভব।
মনে রাখবেন, বাড়িতে একটা বিষয় ১০ বার পড়া আর ক্লাসে ১ বার পড়া একই সমান। তাই আপনাকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে।
(৪) নোট তৈরি করা
প্রত্যেক ভালো স্টুডেন্ট এর একটি লক্ষন হলো নোট তৈরি করা। পাঠ্য বইয়ের বিশেষ বিশেষ প্রশ্ন গুলো খাতায় নোট করে রাখলে পরিক্ষায় আগে অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া যায়।
এসএসসি তে গোল্ডেন প্লাস পাওয়া জন্য পাঠ্য বইয়ের কমন কমন প্রশ্ন গুলো নোট আকারে খাতায় লিখে রাখতে হবে।
(৫) গ্রুপ তৈরি করে পড়াশোনা করা
আপনার সহপাঠীদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে পড়াশোনা করলে সবাই অনেক সুবিধা পাবেন। এতে নিজের যেকোনো সমস্যা গ্রুপে শেয়ার করে সমাধান করতে পারবেন।
মনে করুন, আপনি একটা প্রশ্ন বুঝতে পারছেন না। গ্রুপে অন্যদের সাথে সেই প্রশ্ন শেয়ার করে তাদের কাছ থেকে সহজে বুঝে নিতে পারবেন।
তাছাড়া, অন্যদের সাথে প্রশ্ন এবং উত্তর বিনিময় করে নিজের স্কিল যাচাই করে নিতে পারবেন। তাই পরিক্ষায় ভালো রেজাল্ট করতে গ্রুপ স্টাডি করার দরকার রয়েছে।
(৬) পড়াশোনায় মনোযোগী হওয়া
আমরা সব সময় ভালো কাজে মনোযোগ একটু কম দেয়। এই অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। ক্লাসে শিক্ষকের কথা শুনবো এবং পাশে বসা বন্ধুদের সাথে কথা বলবো।
ক্লাসে যদি আপনার মনোযোগ এমন হয় তাহলে আপনি বেশি দুর এগিয়ে যেতে পারবেন না। মনোযোগ বিভিন্ন জায়গায় না দিয়ে এক জায়গায় দিতে হবে।
পড়ার টেবিলে পড়তে বসে মাথায় ফ্রি ফায়ার, পাবজি গেম ঘুরপাক খেলে কখনো আপনার পড়ায় মনোযোগ সৃষ্টি হবে না। তাই পড়ার সময় সম্পূর্ণ মনোযোগ পড়ার দিকে দিতে হবে।
(৭) ভুল থেকে শিক্ষা গ্রহন করা
ভুল থেকে শিক্ষা গ্রহন কথাটা শুনলে আপনার কাছে কিছুটা অন্য রকম মনে হচ্ছে কি তাই তো? আপনার গত পরিক্ষা গুলোতে কি কি ভুল হয়েছে,
যে কারণে আপনার রেজাল্ট খারাপ হয়েছে সেই বিষয় গুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে এবং সেই বিষয় গুলো সমাধান করতে হবে।
আপনি যখনই গত পরিক্ষায় নিজের ভুল গুলো বুঝতে পারবেন তখন পরবর্তী পরিক্ষার খাতায় সেই ভুল গুলো আর হবে না। এতে আপনার রেজাল্ট ভালো হবে।
(৮) নামাজ পড়া
পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে ইবাদাত করা ছেড়ে দিলে হবে না। ৫ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, নামাজ পড়া ভালো স্টুডেন্টদের লক্ষন।
SSC তে A+ পাওয়ার জন্য খাতায় লেখার নিয়ম
- পরিক্ষার খাতায় সব সময় লেখার জন্য কালো বলপেন ব্যবহার করবেন।
- হাতে প্রশ্ন পাবার পরে ৫ মিনিট সময় নিয়ে প্রশ্ন ভালো ভাবে পড়বেন।
- খাতায় রোল নাম্বার এবং রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক ভাবে পূরণ করবেন।
- সব সময় চেষ্টা করবেন সুন্দর করে দ্রুত লেখার জন্য, যাতে সঠিক সময়ে সকল প্রশ্নের উত্তর লিখতে পারেন।
- পরিক্ষায় লুজ শিট নিলে তার নাম্বার মূল খাতার সঠিক স্থানে বসাবেন।
- কখনো খাতায় হাবিজাবি লিখে খাতার পৃষ্ঠা ভরবেন না, মনে রাখবেন শিক্ষকরা কখনো পৃষ্ঠা গুনে নাম্বার দেয় না।
- লেখা শেষ হলে খাতা রিভিশন দিবেন, কোথাও ভুল ধরা পড়লে সমাধান করবেন।
- পরিক্ষার হলে ভালো ব্যবহার এবং ভদ্র আচরণ করবেন, না হলে কিছু সময়ের জন্য খাতা নিয়ে নিতে পারে।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা জানলাম কিভাবে SSC তে A+ পাওয়া যায়। আপনি যদি উপরের নিয়ম মেনে নিয়মিত পড়াশোনা করেন তাহলে অবশ্যই এসএসসি তে গোল্ডেন a+ পাবেন।