টাকা ইনকাম করার গেম: আজকের আর্টিকেলটি একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আজকে আমি গেম খেলে টাকা ইনকাম করা যায় এই বিষয় কথা বলবে।
আপনারা যারা এন্ড্রয়েড মোবাইলে গেমস খেলতে ভালোবাসেন তাদের জন্য “গেম খেলে টাকা আয়” করা যায় এমন ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর বিষয় বলবো।
আপনি হয়তো সময় পেলে নিজের মোবাইলে গেম খেলেন। এতে আপনার সময়ও কাটে এবং মজাও নিয়ে থাকেন।
আচ্ছা তাহলে যদি এমন হয় যে আপনি গেম খেলে মজা নেওয়ার পাশাপাশি কিছু টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়?
আশাকরি আপনার কাছে বিষয়টা অবশ্যই ভালো লাগবে। তবে, আপনারা যারা মনে করছেন এই গেমস গুলো খেলে আপনি হাজার হাজার টাকা আয় করবেন তাহলে কিন্তু ভুল ভাবছেন।
কারণ, এই গেমস গুলো খেলে আপনি অবসর সময়ে নিজের পকেট খরচ বা হাত খরচ চালাতে পারবেন। এর সাথে মোবাইল রিচার্জ এবং মোবাইল বিল পেমেন্ট করতে পারবেন।
আপনার হাতে যদি প্রচুর পরিমানে সময় থাকে তাহলে এই Android games গুলো আপনি খেলে দেখতে পারেন।
বর্তমানে ইন্টারনেটে এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের গেম খেলে টাকা ইনকাম করার জন্য সার্চ দিয়ে জানতে চাচ্ছেন। তারা যে সকল বিষয় সার্চ দিচ্ছে –
- গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস
- গেম খেলে টাকা ইনকাম করার উপায়
- কোন গেম খেলে আয় করা যায়
- গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আমি জনপ্রিয় ৫টি এন্ড্রয়েড গেম নিয়ে হাজির হয়েছি। এর গেমস গুলো খেলে আপনি কিছু টাকা ইনকাম করার পাশাপাশি মজা নিতে পারবেন।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি টাকা ইনকাম করার অ্যাপস এর লিস্টে আজকে কি কি গেমস গুলো থাকছে।
টাকা ইনকাম করার গেম (online income game 2023)
আজকে আমি যে গেমস গুলোর বিষয় বলবো এই গেম গুলো আমি নিজে কখনো খেলে দেখিনি। তবে, গেমের রিভিউ দেখে গেমস গুলো আপনাদের জন্য সিলেক্ট করেছি।
এই গেম গুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই কারণ, এখান থেকে ১০০% পেমেন্ট পেয়ে যাবেন।
তাছাড়া এই গেম গুলো আপনি google play store থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কোন গেম খেলে আয় করা যায় এর সম্পর্কে বিস্তারিত ভাবে।
(১) Qureka: Play Quilzzes & Learn
যখন বলা হয় টাকা ইনকাম করার গেম এর কথা তখন Qureka এই গেমটির কথা না বললে হয় না। এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য live quiz content এর মাধ্যমে আপনাকে প্রশ্ন করা হবে।
আপনি যদি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে real money বা Paytm cash উপহার হিসেবে পেয়ে যাবেন।
মনে রাখবেন real money বা Paytm cash উপহার হিসেবে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
এছাড়াও আপনি Qureka অ্যাপের মাধ্যমে বন্ধু বান্ধবের সাথে referral করে টাকা ইনকাম করতে পারবেন। google play store থেকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
(২) MPL – India’s Biggest Gaming App
ভারতে যত গুলো টাকা ইনকাম করার গেমস রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি গেম হলো MPL. এই MPL এর মানে হলো Mobile Premier League.
প্রথমে এই গেমটি যখন google play store দেওয়া হয়েছিলো তখন অল্প সময়ের মধ্যে মিলিয়ন এর মতো ডাউনলোড হয়েছিলো।
তবে, বর্তমানে আপনি MPL অ্যাপটি google play store থেকে আর ডাউনলোড করতে পারবেন না।
আপনি যদি এই গেমিং অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে MPL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেমটি ডাউনলোড করে নিতে হবে।
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইলের নাম্বার দিয়ে Get SMS with download link এই অপশনে ক্লিক করতে হবে।
এবার ওয়েবসাইট থেকে আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে একটি ডাউনলোড লিংক পাঠানো হবে। এই লিংকে ক্লিক করে MPL Game download করে নিবেন।
এই গেম অ্যাপে আপনি প্রায় ৩০ টির মতো গেম পেয়ে যাবেন। এই গেম গুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
গুগল সার্চ ইঞ্জিন গিয়ে আপনি Download MPL লিখে সার্চ করলে আপনি MPL এর অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবেন।
(৩) Bulb Smash গেম খেলে টাকা ইনকাম করার উপায়
এই গেমটি সত্যিই অনেক মজার একটি গেম। প্রথমে play store থেকে গেমটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর ফেসবুক বা জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করুন।
একাউন্ট খুলে লগইন করার পরে Super level play & earn অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি গেম খেলতে পারবেন।
এই গেমটি হলো লাইট (light) ভাঙার গেম। এখানে আপনি মাথা খাটিয়ে light ভাঙ্গুন আর পয়েন্ট অর্জন করুন।
গেম খেলার পরিবর্তে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্ট ভাঙ্গিয়ে আপনাকে টাকা নিতে হবে। এই গেম থেকে টাকা ইনকাম করার সেরা উপায় হলো রেফার করে।
গেমের রেফার লিংক (refer link) বন্ধুদের সাথে শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। রেফার লিংক থেকে ইনকাম করার উপায় হলো, আপনার লিংক দিয়ে যদি কেউ রেজিষ্ট্রেশন করে তাহলে আপনার referral income হবে।
গেম থেকে ইনকাম করা টাকা আপনি Paytm এর মাধ্যমে উইথড্র দিতে পারবেন। বর্তমানে গেমটি গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
(৪) WHAFF Rewards গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ
WHAFF Rewards অ্যাপের মাধ্যমে অনেকে taka income করছে। প্রথমে গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার অপশন ছিলো কিন্ত বর্তমানে সরিয়ে দেওয়া হয়েছে।
তাই Google থেকে ডাউনলোড করে ইনস্টল (install) করার পরে ফেসবুক দিয়ে লগইন করতে হবে। লগইন করার সময় আপনাকে অবশ্যই একটি invitation code ব্যবহার করতে হবে।
ফেসবুক দিয়ে লগইন করার সাথে সাথে $0.300 সেন্ট দেওয়া হবে।
আপনি যদি এই KI94959 কোডটি ব্যবহার করেন তাহলে $৩ ডলার দেওয়া হবে। এই গেমের মাধ্যমে আপনি অনেক ভাবে ইনকাম করতে পারবেন। যেমন,
- Video ads দেখে টাকা ইনকাম করতে পারবেন।
- মোবাইলে ads দেখে টাকা ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে করে টাকা আয় করতে পারবেন।
- রেফার লিংকের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
Premium packs অপশনে গিয়ে আপনি অনেক ধরনের গেমস দেখতে পাবেন। এই গেম গুলো ফোনে ইনস্টল করে খেললে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
আপনার ইনকাম করা টাকা আপনি Paypal, bitcoin এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এছাড়া Amazon shopping gift card, Flipkart gift card এর মাধ্যমে পণ্য কিনতে পারবেন।
(৫) Big Time Cash – EARN BY PLAYING GAME
গেম খেলে টাকা ইনকাম করার আর একটি জনপ্রিয় অ্যাপ হলো Big Time Cash. এখানে আপনি গেম খেলে আয় করার পাশাপাশি ভিডিও এডস দেখে এবং রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।
ভিডিও এডস দেখার জন্য আপনাকে টিকেট (ticket) দেওয়া হবে। তাছাড়া আপনি গেম খেলে টিকেট আয় করতে পারবেন।
এই টিকেট গুলোকে Lucky draw তে পাঠানো হয়। lucky draw তে আপনার পাঠানো টিকেট যদি আপনি জিতে থাকেন তাহলে cash price দেওয়া হয়।
এখানে cash price মানে ($) ডলার দেওয়া হয়। আপনার একাউন্টে যখন $১০ ডলার হয়ে যাবে তখন আপনি পেপাল বা ব্যাংক একাউন্টের মাধ্যমে উইথড্র দিতে পারবেন।
বর্তমানে এই গেমটি google play store থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই ডাউনলোড করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।
(৬) Hago – Party, Chat & Games
বর্তমান অনলাইনে গেম খেলে আয় করার জন্য অনেক জনপ্রিয় একটি অ্যাপ হলো Hago. এর জনপ্রিয়তার কথা যদি বলি তাহলে google play store থেকে ১০০ মিলিয়ন এর বেশি মানুষ এই গেম ডাউনলোড করেছে।
তাছাড়া ইউজার রেটিং রয়েছে ৪.৩ এবং রিভিউ রয়েছে ৬ মিলিয়ন। তাদের রিভিউ পড়ে আমার কাছে মনে হয়েছে তারা অনেকে ইনকাম করছে।
এই গেম অ্যাপের মাধ্যমে আপনারা ১০০+ গেম খেলতে পারবেন। গেম খেলার পাশাপাশি video chat করতে পারবেন।
তাই Hago অ্যাপের মাধ্যমে আপনারা গেম খেলবেন জিতবেন এবং ইনকাম করবেন। তাই এখনই গেমটি ডাউনলোড করুন।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা জানলাম টাকা ইনকাম করার গেম গুলোর সম্পর্কে। আমি আগেই বলেছি এই গেম গুলো খেলে আপনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন না।
তবে, নিজের পকেট খরচ চালানোর মতো কিছু টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন। আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি যদি গেম খেলে মজা নেওয়ার পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে চান তাহলে এই গেমস গুলো খেলে দেখতে পারেন।