কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড : আপনি যদি একজন ইউটিউবার বা ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে হবে।
আমরা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি যার পিছনে অল্প সাউন্ডের একটা মিউজিক বাজে। সাধারণত এই মিউজিককে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি।
ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে ভিডিও অনেক আকর্ষনীয় হয়। তাছাড়া বর্তমান ভিজিটররা খুব পছন্দ করে।
এখন আপনি যদি ভিডিও বানানোর সময় অন্য কারও মিউজিক ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইট আইনে আপনার শাস্তি হতে পারে।
আবার কপিরাইট মিউজিক ব্যবহার করার কারণে ইউটিউব থেকে আপনার ভিডিও গুলো ডিলিট হয়ে যেতে বা আপনার চ্যানেল বন্ধ / ডিজেবল করে দেওয়া হতে পারে।
এখন প্রশ্ন হলো তাহলে আমি কোথায় কপিরাইট ফ্রি মিউজিক / সাউন্ড পাবো? উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি –
বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি Copyright free music ডাউনলোড করে নিতে পারবেন।
কপিরাইট ফ্রি মিউজিক কি? (What is Copyright free music)
কপিরাইট মিউজিক মানে এমন এক ধরনের মিউজিক যেটা যেকেউই ব্যবহার করতে পারবেন কোনো ধরনের copyright claim ছাড়াই।
এই copyright free music গুলোর সরাসরি কোনো owner থাকে না। যার ফলে ভবিষ্যতে কেউ claim করতে পারে না।
তবে, মনে রাখবেন copyright free মানে কিন্ত একবারে ফ্রি সেটা না। এই মিউজিক গুলোকে প্রথম বার আপনাকে কিনে নিতে হবে।
তারপর আপনি একাধিক ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এর জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না।
বর্তমানে ইন্টারনেট এমন অনেক ওয়েবসাইট রয়েছে যে গুলো থেকে টাকা দিয়ে মিউজিক না কিনে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন।
কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার সেরা ১০টি ওয়েবসাইট
ভিডিও এডিটিং করার সময় ভিডিও এর জন্য সাউণ্ড খুঁজে বের করা অনেক কঠিন একটি কাজ। তাছাড়া আপনি যদি ভিডিওতে সঠিক সাউণ্ড ব্যবহার করতে না পারেন তাহলে ভিডিও আকর্ষনীয় হয় না।
তাই অবশ্যই আপনাকে ভিডিও এর সাথে মিল রেখে ভালো background music ব্যবহার করতে হবে। অনেকে টাকা দিয়ে এই মিউজিক গুলো কিনে ব্যবহার করে।
আমি আপনাকে পরামর্শ দিবো টাকা দিয়ে মিউজিক না কিনে নিচে দেওয়া ওয়েবসাইট গুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে copyright free music download করে নিন।
(১) YouTube Audio Library
আপনার যদি ইউটিউবে চ্যানেল / একাউন্ট থাকে তাহলে সেখানে আপনি youtube audio library অপশন পাবেন।
এই audio library অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের free music, effects গুলো ডাউনলোড করতে পারবেন।
ইউটিউব অডিও লাইব্রেরি এর সুবিধা হলো এখান থেকে অডিও গুলো আপনি একটি ক্লিক শুনে শুনে ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারবেন।
(২) Facebook sound collection
ইউটিউবের মতো ফেসবুকে “নো কপিরাইট মিউজিক” এর লাইব্রেরি রয়েছে। যেখান থেকে আপনি ফ্রি সাউণ্ড ডাউনলোড করতে পারবেন।
ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করার জন্য আপনাকে তাদের শর্ত মানতে হবে। যেমন এই মিউজিক গুলো আপনি শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছাড়া আর কোথাও শেয়ার করতে পারবেন না।
ফেসবুক লাইব্রেরি এর ফ্রি সাউন্ড গুলো কেবল মাত্র facebook video creatoars দের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
তবে, আপনি যখন ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করবেন তখন সেগুলো সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু, ফেসবুক লাইব্রেরি আপনাকে এই সুবিধা দিবে না।
(৩) Free stock music.com
ফ্রি মিউজিক ডাউনলোড ওয়েবসাইট গুলোর মধ্যে চমৎকার একটি সাইট এটা। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স সহ অডিও সাউন্ড, ইফেক্ট ডাউনলোড করতে পারবেন।
বড় সুবিধা হলো আলদা আলদা ক্যাটাগরি music ডাউনলোড করার জন্য সার্চ অপশন রয়েছে। যেখান থেকে সহজে পছন্দসই মিউজিক বেঁচে নিতে পারবেন।
মিউজিক ডাউনলোড করার সময় পেইড (paid) ভার্ষন এর সাথে “free download mp3” এর অপশন দেখতে পাবেন।
তবে, মিউজিক ডাউনলোড করার সময় অবশ্যই ডেসক্রিপশন (description) দেখে নিবেন লাইসেন্স টি পারসোনাল ইউজার (personal user) নাকি কমাশিয়াল ইউজার (commercial user).
(৪) Wave.video
অনলাইনে ভিডিও হোস্টিং এবং ভিডিও মেকার হিসেবে সেরা সাইট হলো wave.video. এখানে একটি মিউজিক লাইব্রেরি রয়েছে যেখানে ৩০০,০০০ “free music clips” রয়েছে।
এর সাথে পাবেন আকর্ষনীয় কিছু image, video templates download করার সুযোগ। আপনি যেকোনো ভিডিও এডিটিং করার সময় এখান থেকে ইমেজ, মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন।
(৫) Hooksounds.com
অডিও মিউজিক ডাউনলোড করার জন্য জনপ্রিয় একটি সাইট hooksounds.com. এখান থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ অন্যান্য যেকোনো জায়গায় জন্য free music download করতে পারবেন।
এই ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার পরে আপনাকে একটি লাইসেন্স দেওয়া হবে। এই লাইসেন্স শুধুমাত্র আপনি পারসোনাল ব্যবহার করতে পারবেন।
Hooksounds ওয়েবসাইট থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রি মিউজিক পাবেন যেগুলো অন্যান্য সাইটে সহজে পাওয়া যায় না। মিউজিক গুলো সহজে খুঁজে বের করার জন্য বিভিন্ন tags, mood পাবেন।
(৬) Soundcloud.com
বর্তমানে অনেক জনপ্রিয় ফ্রি মিউজিক ওয়েবসাইট হলো এটা। এখান থেকে আপনি বাংলা, হিন্দি, ইংরেজি গান গুলো শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
এই ওয়েবসাইটে গান শুনতে এবং ডাউনলোড করার জন্য আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। এখানে প্রচুর ভিডিও ক্যাটাগরি (video creators) রয়েছে যেখান থেকে সহজে পছন্দসই মিউজিক বেঁচে নিতে পারবেন।
এখানে আলদা আলদা অনেক free audio রয়েছে যেগুলো ডাউনলোড করে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
(৭) Mixkit.co
আপনি একজন ভিডিও এডিটর তাহলে আপনার ভিডিও এডিট করার জন্য যা প্রয়োজন প্রায় সব কিছু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
যেমন – ফ্রি মিউজিক, ফ্রি স্টক ভিডিও, ফ্রি সাউন্ড ইফেক্ট, ফ্রি ইমেজ, ফ্রি টেমপ্লেট সহ আরো বিভিন্ন ধরনের উপকরণ একসঙ্গে পেয়ে যাবেন।
এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সব কিছু আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
mixkit ওয়েবসাইটে একাউন্ট খোলার পরে আপনাকে দুই ধরনের লাইসেন্স দেওয়া হবে। তাই stock video নিয়ে কাজ করার সময় আপনাকে এই বিষয় মাথায় রাখতে হবে।
(৮) Becomud.com
যারা নতুন ভিডিও এডিটিং কাজ করছেন তাদের জন্য জনপ্রিয় “কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড” করার সেরা ওয়েবসাইট এটা।
কারণ, খুব সহজে আপনি এখান থেকে যে টপিকের ভিডিও তৈরি করবেন সেই টপিকের free music download করে নিতে পারবেন।
যেকোনো প্লাটফর্মের জন্য ভিডিও তৈরি বা এডিটিং করার জন্য এই ওয়েবসাইটের মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন।
(৯) Cchound.com
Copyright free music ডাউনলোড করার জন্য এই Cchound.com ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে আপনার পছন্দের মিউজিক বা সাউন্ড গুলো পেয়ে যাবেন।
আপনি চাইলে এখানে থেকে পেইড ভার্ষনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো কিনে ব্যবহার করতে পারবেন। একবার যে সাউন্ড কিনবেন সেটা পরবর্তীতে সকল ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
পেইড ভার্ষনের সাথে আপনি অবশ্যই ফ্রি ভার্ষনটা পেয়ে যাবেন। ফ্রি ভার্ষনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও যেকোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
(১০) Unminus.com
কপিরাইট ফ্রি সাউন্ড ব্যবহার করার জন্য unminus এই সাইটের কথা না বললে নয়। ফ্রি থাকার কারণে এখান থেকে ডাউনলোড করা মিউজিক গুলো ব্যবহার করলে কোনো ক্রেডিট দিতে হবে না।
যেকোনো কাজের জন্য এই মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া কপিরাইট দেওয়ার মতো কেউ থাকে না।
শেষ কথা
আজকে আমরা জানলাম ভিডিওতে ব্যবহার করার জন্য কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে।
এছাড়াও ইন্টারনেটে copyright free music download করার অনেক ওয়েবসাইট রয়েছে। তবে, আমার কাছে এই ওয়েবসাইট গুলো অনেক ভালো লাগছে এবং সহজ মনে হয়েছে।
তাই আপনাদের সাথে এই ওয়েবসাইট গুলো শেয়ার করছি। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।