ইন্টারনেট স্পিড চেক করুন : বর্তমানে আমরা সবাই যেকোনো কাজ করার জন্য ইন্টারনেট এর সাহায্য নিয়ে থাকি। কিন্তু ইন্টারনেট ব্যবহার করার সময় এর স্পিড আমরা অনেক স্লো পায়।
কিন্তু, বর্তমানে টেলিকম কোম্পানি গুলো 4G সুবিধা দেওয়ার কারণে আমার আগের তুরনায় অনেক ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাচ্ছি।
এখন আপনি কতটা internet speed কতটা বেশি পাচ্ছেন সেটা কিভাবে চেক করবেন। তাই আজকে আমি বলবো মোবাইল এবং কম্পিউটার দিয়ে কিভাবে ইন্টারনেট স্পিড দেখবেন।
আজকে আমি এমন কিছু ওয়েবসাইট ও অ্যাপের নাম বলে দিবো যার মাধ্যমে আপনার ব্যবহার ইন্টারনেট স্পিড কতটা ফাস্ট সেটা যাচাই করতে পারবেন।
ইন্টারনেট স্পিড চেক করুন
বর্তমানে আমরা ফাইবার ইন্টারনেট সংযোগ ব্যবহার করি। যার ফলে আমরা 10MBPS, 20MBPS, 30MBPS ইন্টারনেট স্পিড পায়।
ইন্টারনেট স্পিড চেক করার জন্য আপনাকে জানতে হবে MBPS মানে কি? MBPS মানে Mega Bits Per Second.
এবার ইন্টারনেটে ব্যবহার করার সময় আপনি যত বেশি MBPS (Mega Bits Per Second) পাবেন ততো ফাস্ট কাজ করতে পারবেন।
এমন internet speed পাওয়াতে সহজে আমরা বড় বড় জিবির মুভি, গেম, ফাইল, সফটওয়্যার গুলো মূহুর্তের মধ্যে ডাউনলোড করে নিতে পারি।
কিন্তু, টেলিকম কোম্পানি গুলোর কাছ থেকে ইন্টারনেট কেনার সময় তারা যেমন স্পিডের কথা বলে তেমন স্পিড আমাদের দেয় না।
তারপর ও আপনি যে ইন্টারনেট কিনছেন সেটার স্পিড চেক করার জন্য নিজের ওয়েবসাইট ও অ্যাপস গুলো ব্যবহার করুন।
ইন্টারনেট স্পিড চেক করার সেরা ওয়েবসাইট গুলো
আপনার নেট স্পিড কতটা ফাস্ট সেটা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে নিচের নিচে দেওয়া যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করুন।
এই ওয়েবসাইট গুলো ভিজিট করার জন্য আপনাকে তেমন কোনো কাজ করতে হবে না। শুধু ওয়েবসাইট গুলো ভিজিট করলে জানতে পারবেন নেট স্পিড কত।
আবার কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করার সময় Go বা Start অপশনে ক্লিক করলে net speed দেখতে পাবেন।
মোবাইলের ডাটা স্পিড চেক করার পাশাপাশি আপনি ওয়াইফাই স্পিড চেক করতে পারবেন।
১. Fast.com
নেট স্পিড চেক করার সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট হলো এটা। এই ওয়েবসাইট ভিজিট করলে আপনি কিছু সময়ের মধ্যে ইন্টারনেট স্পিড চেক করার কার্যক্রম শুরু হয়ে যাবে।
এর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ইন্টারনেট স্পিড কত সেটা দেখতে পাবেন। এছাড়া আপনি যদি upload speed / download speed জানতে চান তাহলে নিচে থাকা show more info অপশনে ক্লিক করুন।
২. Speedtest by ookle
সঠিক ভাবে ইন্টারনেটের গতি যাচাই করার জন্য অনেকে এই ওয়েবসাইটের উপর ভরসা রেখেছে। এই ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে আপনার location এবং অপারেটর দেখিয়ে দিবে।
এবার আপনি internet speed check করার জন্য GO অপশনে ক্লিক করুন। তারপর ইন্টারনেট স্পিড, আপলোড এবং ডাউনলোড স্পিড দেখিয়ে দিবে।
৩. Bandwidthplace.com
আপনার ইন্টারনেটের গতি যাচাই করার জন্য আর একটি সেরা অনলাইন ওয়েবসাইট হলো এটা। এটার মাধ্যমে সহজে নেট স্পিড চেক করে নিতে পারবেন।
এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি একটি ইন্টারনেট স্পিড মিটার বক্স দেখতে পাবেন। মিটার বক্সের মধ্যে Start লেখা অপশনে ক্লিক করলে কয়েক সেকেন্ড পর upload speed, download speed এবং ping speed দেখতে পাবেন।
৪. Speakeasy.net
সহজে নেট স্পিড চেক করার সেরা আর একটি ওয়েবসাইট হলো Speakeasy.net. আপনি খুব সহজে এটার ইন্টারফেস গুলো ব্যবহার করতে পারবেন।
এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি একটি মিটার বক্স দেখতে পাবেন। মিটার বক্সের নিচে Start test অপশন পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করলে net speed check করতে পারবেন।
আমি উপরে যে ওয়েবসাইট গুলো উল্লেখ করেছি এই ওয়েবসাইট গুলো আপনারা মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।
এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট স্পিড চেক করার অ্যাপস
কম্পিউটারে ইন্টারনেট স্পিড চেক করার জন্য যেমন ওয়েবসাইট রয়েছে, ঠিক তেমনি এন্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট গতি চেক করার জন্য অ্যাপস রয়েছে।
নিচে নেট স্পিড চেক করার সেরা কয়েকটি অ্যাপের নাম উল্লেখ করা হয়েছে –
- Speedcheck
- Speedtest by ookle
- Fast speed check
- Vspeed
উপরে উল্লেখ করা এন্ড্রয়েড অ্যাপস গুলোর সাহায্যে সহজে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড চেক করতে পারবেন।
তাছাড়া, এই apps গুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড স্পিড কি? (What is download speed)
ডাউনলোড স্পিড বলতে ইন্টারনেটের সেই গতিকে বুঝায় গতিতে কোনো ডাটা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারবেন।
মনে করেন, আপনি ইন্টারনেট থেকে কোনো ফাইল (file) ডাউনলোড করতে চান। উক্ত ফাইল ইন্টারনেটের কোনো সার্ভারে সেভ (save) করা আছে।
এবার আপনি ইন্টারনেটের মাধ্যমে সেই সার্ভার থেকে ফাইলটি কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নিতে চাচ্ছেন।
উক্ত ফাইলটি সার্ভার থেকে যে দ্রুত গতিতে ডাউনলোড করবেন সেই দ্রুত গতিকে বলা হয় ডাউনলোড স্পিড (download speed).
আরো সহজে বলতে গেলে, ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে যে দ্রুত গতিতে ডাউনলোড হয় সেই গতিকে ডাউনলোড স্পিড বলা হয়।
আপলোড স্পিড কি? (What is upload speed)
মনে রাখবেন আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করবেন। এখন ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যে গতিতে ভিডিওটি আপলোড হবে সেই গিতে বলা হয় আপলোড স্পিড।
শেষ কথা
আজকে আমরা জানলাম ইন্টারনেট স্পিড চেক করার সেরা ওয়েবসাইট ও অ্যাপস সম্পর্কে। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।