আমাদের মধ্যে অনেকে আছেন যারা মোবাইলে ফটো এডিটিং এর কাজ করে। তাই অধিকাংশ ক্ষেত্রে আমাদের মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়।
আপনি যদি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন তাহলে ছবি এডিটিং করার সময় আপনাকর নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
তাছাড়া, মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা খুবই কঠিন এবং কষ্ট ব্যাপার। একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হয়।
তাই, আজকের আর্টিকেলে আপনাকে এমন একটি সহজ উপায় বলবো যার মাধ্যমে মাত্র ১ মিনিটের মধ্যে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করে নিতে পারবেন।
মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সহজ উপায়
আমি আগেই বলেছি আপনারা যেকোনো ছবির background remove মাত্র ১ মিনিটে করতে পারবেন। তাই আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো সেটা হলো রিমুভ বিজি Remove.bg
এছাড়া আরো কয়েকটি ওয়েবসাইটের নাম বলবো যেগুলোর মাধ্যমে আপনারা সহজে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
remove.bg ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে remove.bg এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অটোমেটিক ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন।
ওয়েবসাইটে প্রবেশ করার পরে Upload Image এই অপশনে ক্লিক করলে গ্যালারিতে থাকা ইমেজ গুলো দেখতে পাবেন। এবার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা সিলেক্ট করুন।
এবার অটোমেটিক ভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। নিচের Download অপশনে ক্লিক করে ছবি ডাউনলোড করে নিন।
এছাড়া আরো বিভিন্ন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার টুলস রয়েছে সেগুলো আমি নিচে উল্লেখ করেছি।
Best Online Website to remove image background
- https://www.slazzer.com
- removal.ai
- photoroom.com
- retoucher.online
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অ্যাপ
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ধরের অ্যাপস রয়েছে। যার মধ্যে থেকে আমি আপনাদের সাথে সেরা একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো।
যার নাম হলো Background Eraser. আমার খুব পছন্দের তালিকায় রয়েছে এই অ্যাপটি। অ্যাপটি ডাউনলোড করার জন্য google story গিয়ে সার্চ করুন Background Eraser লিখে।
তারপর অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে load a photo অপশনে ক্লিক করলে গ্যালারি দেখতে পাবেন। সেখান থেকে নিদিষ্ট ছবি সিলেক্ট করুন এবং উপরে ডানপাশে থাকা Done অপশনে ক্লিক করুন।
নিচে আপনারা কিছু অপশন দেখতে পাবেন যেমন – Extract, Auto, Magic, Manual, Repair, Zoom ইত্যাদি। এই প্রত্যেকটি অপশনের কাজ আসি নিচে বলে দিয়েছে।
Extract: এই অপশনে ক্লিক করার পরে হাতের আঙুল দিয়ে ছবি সিলেক্ট করে ইচ্ছা মতো কেটে নিতে পারবেন।
Auto: অটো অপশনটি সিলেক্ট করে ছবির যে অংশে ক্লিক করবেন সেই অংশ অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে।
Magic: এই অপশনটির নাম হলো ম্যাজিক। তাই ম্যাজিক অপশনে ক্লিক করে আঙুল দিয়ে ছবির উপর যেখানে নিয়ে যাবেন সেই জায়গা রিমুভ হয়ে যাবে।
Manual: এই অপশনটির নাম ম্যানুয়াল। এর মানে আপনি যে অংশটি রিমুভ করতে চান সেটা ম্যানুয়ালি আঙুল দিয়ে সিলেক্ট করতে পারবেন।
Repair: এই অংশের নাম রিপেয়ার। এটার কাজ হলো আপনি যদি কোনো অংশ ভুল করে remove মানে মুছে ফেলেন, তাহলে এই টুলের মাধ্যমে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন।
Zoom: জুম অপশানের কথা তো আর বলতে হবে না। কারণ, আপনারা সবাই জানেন এটার মাধ্যমে ছবি ছোট বড় করা সম্ভব।
উপরে নিয়ম গুলো অনুসারণ করে আপনারা Background Eraser অ্যাপটি ব্যবহার করে সহজে মোবাইলে যেকোনো ছবির ব্যাগগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
আজকে আমরা কি শিখলাম
তাহলে আজকে আমরা শিখলাম মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সেরা কিছু উপায়। তবে, আমার পরামর্শ হলো, আপনারা সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg ওয়েবসাইটটি ব্যবহার করুন।
তাহলে সহজে photo background remove হয়ে যাবে। এই আর্টিকেল সম্পর্কে কোনো বিষয় প্রশ্ন থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।
তাছাড়া, নতুন নতুন কিছু বিষয় শেখার বা জানার জন্য নিয়মিত ভাবে ভিজিট করুন আমাদের Sobai Shikhi | সবাই শিখি অফিসিয়াল ওয়েবসাইট।