উপায় ডায়াল কোড | Upay dial Code

আপনারা যারা উপায় একাউন্ট ব্যবহার করেন কিন্ত উপায় ডায়াল কোড Upay dial Code ভুলে গেছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য।

উপায় মোবাইল ব্যাংকিং নতুন সেবাটি বের করেছে United Commercial Bank. তারা দেশে কম খরচে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছেন।

বর্তমানে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা হলো উপায়। যা ব্যবহারের দিক থেকেও অনেক নিরাপদ। আপনি চাই ঘরে বসে একটি উপায় একাউন্ট খুলতে পারবেন।

উপায় একাউন্টের মাধ্যমে আপার ক্যাশআউট খরচ হবে প্রতি হাজারে মাত্র ১৪ টাকা। আর UCB এটিএম বুথ থেকে টাকা তুলতে প্রতি হাজারে ৮ টাকা খরচে।

ইউসিবি ব্যাংক কর্তৃক প্রকাশিত upay সেবাটি অনেক আগে চালু হলেও অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ এদের মতো এগিয়ে যেতে পারেনি।

তাই, উপায় তাদের গ্রহক চাহিদা বৃদ্ধি করার জন্য ২০২১ সাল থেকে দেশের সর্বনিন্ম ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৪ টাকা করেন।

উপায় ডায়াল কোড | Upay dial Code

আপনারা যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করে বাটন মোবাইল ব্যবহার করেন তাদের কথা চিন্তা করে উপায় কোড ডায়াল করে সর্বচ্ছ কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

আর আপনারা যারা এন্ড্রয়েড ফোনের মাধ্যমে উপায় অ্যাপ ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে নানা ধরনের অফার।

বাটন মোবাইল থেকে উপায় মোবাইল ব্যাংকিং লেনদেন করতে আপনাকে জানতে তাদের ইউএসএসডি কোড (USSD Code).

  • উপায় ডায়াল কোড *২৬৮#
  • Upay dial Code *268#

*২৬৮# ডায়াল করলে উপায় মেনু ওপেন হবে। তারপর আপনার প্রয়োজন অনুসারে নম্বর লিখে সেন্ড করে পরবর্তী মেনু গুলোতে যেতে পারবেন।

এছাড়া আপনি যদি উপায় অ্যাপ ব্যবহার করেন তাহলে ডায়াল কোড ছাড়া সকল সেবা গুলো উপভোগ করতে পারবেন।

এই সেবা গুলোর মধ্যে থাকছে অ্যাড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, ক্যাশ ইন, ক্যাশ আউট সহ আরো বিভিন্ন ধরনের সেবা।

এছাড়া Upay app download করে একাউন্ট খুললে পাবেন আকর্ষনীয় সব বোনাস। তাই এখনই উপায় অ্যাপ ডাউনলোড করুন।

উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় একাউন্ট দেখার জন্য সাধারণত আমরা দুইটা উপায় ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে ইউএসএসডি কোড ডায়াল করে এবং অপরটি হচ্ছে অ্যাপ ব্যবহার করে।

ইউএসএসডি কোড ডায়াল করে উপায় একাউন্ট দেখার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করুন *২৬৮#। এবার নিচের অপশন দেখতে পাবেন। 

এবার আপনার প্রয়োজন মতো সংখ্যা লিখে উপায় একাউন্টের বিভিন্ন সার্ভিস গুলোর মধ্যে যেতে পারবেন।

আবার আপনি যখন উপায় অ্যাপ ব্যবহার করবেন তখন আপনাকে কোড ডায়াল করা লাগবে না। অ্যাপ ডাউনলোড করার পরে লগইন করে সকল সেবা গুলো উপভোগ করতে পারবেন।

উপায় হেল্পলাইন নাম্বার

উপায় একাউন্ট সম্পর্কিত কোনো সমস্যা হলে তাদের হেল্পলাইন নাম্বারে কথা বলে আপনার সমস্যা সমাধান করতে পারবেন।

উপায় সংক্রান্ত সেবা প্রদান করার জন্য তারা দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন কল সেন্টার চালু করে রেখেছেন।

উপায় হেল্পলাইন নাম্বার হলো ১৬২৬৮

মনে রাখবেন, তাদের হেল্পলাইন 16268 নাম্বারে কল করার জন্য আপনার যে নম্বরে উপায় একাউন্ট খোলা রয়েছে সেই নম্বর দিয়ে কল করবেন।

শেষ কথা

আজকের আলোচনার বিষয় ছিলো উপায় ডায়াল কোড (Upay dial Code) সম্পর্কে। উপায় মোবাইল ব্যাংকিং কোড ছাড়াও আমরা আরো বিভিন্ন বিষয় জেনেছি।

উপায় একাউন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

2 thoughts on “উপায় ডায়াল কোড | Upay dial Code”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap