কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব

যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব?

এই প্রশ্নের উত্তর বা সঠিক সমাধান দিবো আজকের এই আর্টিকেলের মাধ্যমে। তাই আপনারা সম্পূর্ণ এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

আপনার কাছে যদি প্রশ্ন করি সারা বিশ্বে স্মার্টফোনের এতো জনপ্রিয়তা কিসের জন্য? তাহলে এই প্রশ্নের উত্তর হবে গুগল ওপেন সোর্স এন্ড্রয়েড সিস্টেম অ্যাপের জন্য।

আমরা যে স্মার্টফোন গুলো ব্যবহার করি তার সম্পূর্ণ স্বাদ উপভোগ করার সুযোগ দেয় এই ফ্রি গুগল এন্ড্রয়েড অ্যাপস গুলো।

মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম | অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

এজন্য অনেক কম্পিউটার ব্যবহারকারীরা এই সহজ এন্ড্রয়েড সিস্টেম এবং ফ্রি সুযোগ সুবিধা গুলো তাদের কম্পিউটারে ব্যবহার করতে চায়।

কোন কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করবেন?

এন্ড্রয়েড অ্যাপ হলো গুগল এর আওতাভুক্ত বিশ্বের সব থেকে বড় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম গুলো সারা বিশ্বের সকল স্মার্টফোন ব্যবহার করা হয়।

তবে, অ্যাপেল ফোন গুলোতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় না। অ্যাপেল কোম্পানির আলদা অপারেটিং সিস্টেম রয়েছে।

এই এন্ড্রয়েড সিস্টেম গুলোর মধ্যে অসংখ্য ফ্রি জনপ্রিয় অ্যাপস এবং গেমস রয়েছে। যেগুলো সারা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করেন।

আপনি কি জানেন এই এন্ড্রয়েড কে তৈরি করেছেন? ২০০৩ সালে রুবিন নামের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এন্ড্রয়েড তৈরি করেন।

এরপর ২০০৫ সালে Google এই Android কিনে নেয়। পরে ২০০৯ সালে গুগল এন্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পর্কে প্রকাশ করে। তখন থেকে এন্ড্রয়েড এর যাত্রা শুরু হয়।

আর এটাই এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে বড় অপারেটিং সিস্টেম। এখানে রয়েছে অসংখ্য এন্ড্রয়েড অ্যাপস, গেমস। যেগুলো সাধারণত কম্পিউটারে মানে উইন্ডোজে ব্যবহার করা যায় না।

তাছাড়া কম্পিউটারে উইন্ডোজে যে সকল অ্যাপস বা গেমস গুলো রয়েছে সে গুলোর মধ্যে অধিকাংশ পেইড। মানে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়।

যা আমাদের মতো অনেক ব্যবহারকারীদের পক্ষে টাকা দিয়ে কিনে ব্যবহার করা সম্ভব হয় না। তাছাড়া এন্ড্রয়েড এর মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেই।

তাছাড়া এন্ড্রয়েড অ্যাপস গুলো ব্যবহার করা খুবই সহজ। আপনি আমি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবো।

আপনি যদি কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপস বা গেমস গুলো ব্যবহার করতে চান, তাহলে এর জন্য অসংখ্য এমুলেটর রয়েছে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় হলো bluestacks.

এই bluestacks এর মাধ্যমে আপনি নিজের কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপস বা গেমস গুলো ব্যবহার করতে পারবেন। 

Bluestacks কম্পিউটারে ইনস্টল করার জন্য কি কি সিস্টেম দরকার?

আপনি কম্পিউটার bluestacks এমুলেটর চালানো জন্য যে সকল সিস্টেম গুলো দরকার সেগুলো নিচে আলোচনা করা হয়েছে। 

(১) এই এমুলেটর গুলো কম্পিউটারে ব্যবহার করার জন্য একটি এন্টিভাইরাস থাকলে ভালো হয়। এজন্য আপনি avast antivirus, avg antivirus গুলো ব্যবহার করতে পারেন।

(২) আপনার কম্পিউটারে windows 7, windows 8, windows 10 এমন উচ্চতর উইন্ডোজ গুলো হলে ভালো হয়।

(৩) কম্পিউটারে কমপক্ষে ২ জিবি রেম (ram) থাকতে হবে। তবে, ৪ জিবি রেম (ram) থাকলে আরো ভালো হবে। মনে রাখবেন, ram বেশি হলে কম্পিউটার স্লো হবে না।

(৪) আপনার কম্পিউটারের প্রসেসর অবশ্যই ডুয়েল কোর প্রসেসর লাগবে।

(৫) DirectX 11 সার্পোট করে এমন গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে। এই গ্রাফিক্স কার্ড গুলো হলো Intel, AMD, Nvidia ইত্যাদি।

(৬) আপনার কম্পিউটার স্কিনের বা মনিটারের রেজুলেশন ১০২৪ x ৭৬৮ এর বেশি হতে হবে।

উপরের সকল সিস্টেম গুলো যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি বিভিন্ন এমুলেটর ব্যবহার করে এন্ড্রয়েড অ্যাপস কম্পিউটারে ইনস্টল করতে পারবেন।

কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব?

উপরে বলা সকল শর্তবলী গুলো আপনার কম্পিউটারে থাকলে আপনার কম্পিউটার Android apps ব্যবহার করার জন্য প্রস্তুত।

এবার কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন bluestacks এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

এবার উপরে যে তীর চিহ্ন দেওয়া যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেটা ডাউনলোড করুন। আপনার কম্পিউটারে bluestacks setup নামক 1.02+MB একটি microlnstaller ডাউনলোড হবে।

আপনি এটাতে ডাবল ক্লিক করে অথবা run as administrator এর মাধ্যমে ইনস্টল করুন। এর জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

ইনস্টল শুরু হওয়ার সাথে সাথে আপনার কাছে কিছু পারমিশন চাইবে। আপনি সকল পারমিশন গুলো দিয়ে দিবেন।

BlueStacks Setup শুরু হওয়ার পরে প্রথমে ১০০ এমবি এর বেশি ডাউনলোড হবে এবং পরে ৪০০ এমবি এর বেশি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য আপনি অপেক্ষা করুন।

ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পরে BlueStacks 5, BlueStacks X, BlueStacks 5 Multi-Instance Manager নামে ৩টি এপ্লিকেশন আপনার কম্পিউটার স্কিনে দেখতে পাবেন।

এবার সেখান থেকে BlueStacks 5 নামক এপ্লিকেশন ওপেন করুন। এই অপশন ওপেন করার পরে আপনি কম্পিউটারে Google play store দেখতে পাবেন। 

এবার আপনি Google play store এ প্রবেশ করুন। তারপর নিজের জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড দিলে লগইন করুন।

আপনার কাজ শেষ। এবার আপনি কম্পিউটারে গুগল প্লে স্টোর থেকে পছন্দের সব এন্ড্রয়েড অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন।

মনে রাখবেন, এমুলেটর এর মাধ্যমে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করলে কম্পিউটার কিছুটা স্লো হতে পারে।

আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে অ্যাপস ডাউনলোড করব

শেষ কথা

আজকের আলোচনা আমরা জানলাম কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব এর ব্যাপারে।

কিভাবে Android apps কম্পিউটারে ডাউনলোড করবেন এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

2 thoughts on “কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap