কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে এডসেন্স একাউন্ট খোলার নিয়ম বলবো।
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং ব্লগ থেকে আয় করতে চান, তাহলে অবশ্যই একটি এডসেন্স একাউন্ট খুলতে হবে।
তবে, মনে রাখবেন এডসেন্স একাউন্ট খুললে যে টাকা আয় হবে সেটা কিন্তু না। এডসেন্স একাউন্ট থেকে আয় করার জন্য আপনার ব্লগে প্রচুর ভিজিটর আসতে হবে।
আপনার ব্লগে যদি প্রচুর ভিজিটর আসে তাহলে আপনি Google AdSense Account তৈরি করতে পারেন।
আসলে গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম খুব সহজ হলেও এডসেন্স এপরুভ পাওয়া অনেক কঠিন। আবার আপনি যদি গুগল এডসেন্স পলিসি মেনে সব কাজ করেন তাহলে খুব সহজে AdSense approval পেয়ে যাবেন।
প্রত্যেক ব্লগার এডসেন্স এর বিজ্ঞাপন লাগিয়ে আয় করতে চান। কারণ, এডসেন্স এর মাধ্যমে বেশি Click এবং ভালো CPC পাওয়া যায়।
তাছাড়া গুগল এডসেন্স একাউন্টের মাধ্যমে অনেক কম ভিজিটরে বেশি টাকা আয় করা সম্ভব।
অনেকের ব্লগে প্রত্যেক দিন ভালো পরিমানে ভিজিটর আসলেও তারা আসলে জানে না কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
যে কারণে তারা এডসেন্স এপরুভ পায় না। তাই আজকে এডসেন্স একাউন্ট খোলার সঠিক নিয়ম দেখাবো। চলুন তার আগে গুগল এডসেন্স সম্পর্কে কিছু ধারনা নিয়ে আসি।
গুগল এডসেন্স একাউন্ট কি? (What is google adsense account)
গুগল এডসেন্স হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপন সংস্থা, যা পরিচালনা করে গুগল নিজে। ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার যত গুলো উপায় আছে তার মধ্যে গুগল এডসেন্স অন্যতম সেরা।
গুগল বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের আওতায় যত গুলো ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতে বিজ্ঞাপন দেখায়।
এই বিজ্ঞাপন থেকে যত টাকা ইনকাম হয় তার ৩২% টাকা নিজেদের কাছে রেখে দেয় এবং বাকি ৬৮% টাকা পাবলিশারদের দিয়ে দেয়।
Google Adsense একাউন্ট কত প্রকার?
AdSense একাউন্ট সাধারণত দুই প্রকার। হোস্টেড একাউন্ট একাউন্ট এবং নন হোস্টেড একাউন্ট। ২০১৮ সালের পূর্বে এই দুই ধরনের একাউন্ট আলদা আলদা কাজ করতো।
একটি নন হোস্টেড একাউন্ট দিয়ে ৫০০ এর বেশি ব্লগ / ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করা যেত। অপর দিকে হোস্টেড একাউন্ট দিয়ে একটি মাত্র ব্লগ / ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করা যেত।
তবে, বর্তমানে এই দুই ধরনের একাউন্ট একই কাজ করে। একটি হোস্টেড একাউন্ট এবং একটি নন হোস্টেড একাউন্ট দিয়ে একটি ব্লগ / ওয়েবসাইটের বেশি বিজ্ঞাপন দেখানো যায় না।
একটি এডসেন্স একাউন্ট দিয়ে একাধিক ব্লগে বিজ্ঞাপন দেখানোর জন্য প্রত্যেকটি ব্লগে এডসেন্স একাউন্ট অনুমোদন করে নিতে হবে।
আপনি যে কয়েকটি ব্লগ / ওয়েবসাইটে এডসেন্স অনুমোদন করবেন সেই কয়টি এডসেন্স বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন।
হোস্টেড এডসেন্স একাউন্ট কি?
এডমুভ (AdMob), ব্লগার এবং ইউটিউব দিয়ে যে এডসেন্স একাউন্ট approval করানো হয় তাকে হোস্টেড এডসেন্স একাউন্ট বলে।
এই একাউন্টে YouTube এবং Blogspot.com টাইপের সাব ডোমেইন গুলো ব্যবহার করা হয়।
নন হোস্টেড এডসেন্স একাউন্ট কি?
ব্লগার, ইউটিউব এবং এডমুভ (AdMob) ছাড়া যত গুলো টপ লেভেল ডোমেইন approval করার জন্য যে এডসেন্স একাউন্ট অনুমোদন দেওয়া হয় তাকে নন হোস্টেড এডসেন্স একাউন্ট বলে।
নন হোস্টেড এডসেন্স একাউন্টের গুরুত্ব বেশি থাকলেও বর্তমানে দুই ধরনের একাউন্টের প্রায় সমান গুরুত্ব।
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য কি কি লাগবে?
আপনি যদি গুগল এডসেন্স একাউন্ট খুলতে চান তাহলে তাদের নিয়ম গুলো অবশ্যই মেনে চলতে হবে। মনে রাখবেন, তাদের নিয়ম মেনে না চললে কখনো এডসেন্স এপরুভ পাবেন না।
তাছাড়া আপনি যদি AdSense approval পেয়ে যান এবং পরবর্তীতে তাদের নিয়ম না মেনে চলেন তাহলে ভবিষ্যতে account suspend / close করে দিবে।
আপনি হয়তো ভাবছেন পরবর্তীতে আবার নিজের নামে এডসেন্স একাউন্ট খুলবো। কিন্তু, মনে রাখবেন এক ব্যাক্তির নামে একটার বেশি এডসেন্স একাউন্ট খোলা যায় না।
গুগল একজন ব্যাক্তির নামে কেবল একটি মাত্র এডসেন্স একাউন্ট খোলার অনুমতি দেয়।
গুগল এডসেন্স একাউন্ট খুলতে ৪টি জিনিস প্রয়োজন হবে –
- ওয়েবসাইট / ব্লগ / ইউটিউব চ্যানেল যেকোনো একটি থাকতে হবে এবং সেখান পর্যাপ্ত পরিমান কনটেন্ট থাকতে হবে।
- একটি ফ্রেশ জিমেইল একাউন্ট থাকে হবে।
- আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- এড্রেস ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
উপরের এই চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে সহজে একটি adsense account তৈরি করে নিতে পারবেন।
মনে রাখবেন, একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস ব্যবহার করে একটির বেশি এডসেন্স একাউন্ট খুলতে পারবেন না।
এডসেন্স এর জন্য কখন আবেদন করবেন?
আপনাকে এডসেন্স একাউন্ট খোলার নিয়ম” জানার আগে অবশ্যই জেনে নিতে হবে কখন এডসেন্স এর জন্য আবেদন করা উচিত।
অনেকে আছেন যারা একটি ব্লগ / ওয়েবসাইট বানিয়ে ডিজাইন করে কিছু কনটেন্ট পাবলিশ করে আর কোনো কিছু না দেখে adsense apply করে।
যে কারণে অধিকাংশ ব্লগ / ওয়েবসাইট গুলো approval হয় না। আমি ৩ বছর ধরে ব্লগিং করছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি,
গুগল এডসেন্স এর আবেদন করার আগে নিচের বিষয় গুলো অবশ্যই দেখে নিবেন –
- ব্লগে কমপক্ষে ৫টি ক্যাটাগরি তৈরি করবেন এবং সব ক্যাটাগরিতে কমপক্ষে ৩-৪ টা করে আর্টিকেল দিবেন।
- ব্লগে ২০-৩০ টা ভালো মানের আর্টিকেল থাকতে হবে।
- ব্লগের কিছু গুরুত্বপূর্ণ পেজ About Us, Contact Us, Privacy policy, Disclaimer ইত্যাদি তৈরি করতে হবে।
- গুগল সার্চ ইঞ্জিন থেকে যখন আপনার সাইটে ৩০ থেকে ৫০ জন ভিজিটর আসবে প্রতিদিন তখন adsense apply করবেন।
- এডসেন্স প্রোগ্রাম নীতি গুলো জেনে নিবেন।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব 2023
আমি নিচে সঠিক ভাবে adsense account খোলার নিয়ম বলে দিয়েছি। নতুন একাউন্ট তৈরি করার সময় সঠিক তথ্য দিবেন।
যেমন, নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি সঠিক তথ্য দিবেন। ভুল তথ্য দিলে কিন্তু ভবিষ্যতে পিন ভেরিফাই (pin verify) করার সময় সমস্যা হবে।
আপনাকে প্রথমে জানাবো ব্লগে কিভাবে এডসেন্স একাউন্ট খুলতে হয় তারপর জানাবো ইউটিউবে কিভাবে এডসেন্স একাউন্ট খুলতে হয়।
ব্লগে এডসেন্স একাউন্ট খোলার নিয়ম
ব্লগ বা ওয়েবসাইটে এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে যেতে হবে এডসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি চাইলে adSense লিখে সার্চ করতে পারেন। আবার এই লিংকে ক্লিক করে যেতে পারবেন।
আপনার জিমেইল একাউন্ট যদি লগইন করা না থাকে তাহলে লগইন করে নিন। যে জিমেইল একাউন্ট দিয়ে এডসেন্স একাউন্ট খুলবেন সেই জিমেইল লগইন করবেন।
নতুন এডসেন্স একাউন্ট খোলার জন্য Get Started অপশনে ক্লিক করুন। নিচের ছবিতে নীল রঙের যে অপশন দেখতে পাচ্ছেন।
পরের পেজে আপনি ১ নাম্বার অংশে যে ব্লগ বা ওয়েবসাইটের জন্য এডসেন্স একাউন্ট খুলতে চান তার এড্রেস (Address) বসাতে হবে। মনে রাখবেন, www বা https দিবেন না।
এরপর ২ নাম্বার অংশে Yes বাটুনে ক্লিক করে টিক চিহ্ন দিন। নিচের ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন।
এরপর ৩ নাম্বার অংশে আপনার দেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশের থেকে এডসেন্স একাউন্ট খুলেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি ইন্ডিয়া থেকে খুলেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন।
এরপর ৪ নাম্বার অংশে গুগল এডসেন্স এর Terms & service পড়ে নিচের টিক চিহ্ন ক্লিক করুন। এরপর State using AdSense অপশনে ক্লিক করুন।
পরের পেজে আপনি নিচের ছবির মতো একটা পেজ দেখতে পাবেন। এখানে Payment অপশনে ক্লিক করে আপনার Name, Address, City, Post Code এবং Phone number দিয়ে ভেরিফাই করে নিয়ে Submit অপশনে ক্লিক করুন।
এরপর Ads অপশনে আপনাকে কিছু করতে হবে না। এই অপশনটা Optional থাকুন।
এরপর SITES অফশনে ক্লিক করলে নিচের ছবির মতো একটা পেজ দেখতে পাবেন। সেখান html কোড দেখতে পাবেন।
এই কোড কপি (Copy) করে আপনার ওয়েবসাইটের থিমের মধ্যে Head অপশন এর নিচে বসিয়ে দিয়ে সেভ বা আপডেট অপশনে ক্লিক করুন।
তারপর আবার AdSense account ফিরে এসে Request review অপশনে ক্লিক করুন। এবার আপনার ব্লগ বা ওয়েবসাইট গুগল এডসেন্সের কাছে রিভিউ (review) এর জন্য চলে যাবে।
৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে এডসেন্স থেকে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনার ব্লগ বা ওয়েবসাইট adsense approval হয়েছে কি না।
আশাকরি, কিভাবে গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন সহজে বুঝতে পারছেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব How to create Google adsense account তার সঠিক নিয়ম সম্পর্কে।
এডসেন্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবেন। আমি দ্রুত সময়ে মধ্যে উত্তর দিবো ইনশাআল্লাহ।
best of luck for you vai .
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য