পাসওয়ার্ড কি? এর ব্যবহার সম্পর্কে জানুন

আমরা সবাই বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করলেও আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না পাসওয়ার্ড কি (Password ki)?

তাই আজকের আর্টিকেলে পাসওয়ার্ড নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো। যাতে আপনারা পাসওয়ার্ড সম্পর্কে ধারণা পান এবং এর ব্যবহার সম্পর্কে জানতে পারেন।

আপনি এখন আমার এই আর্টিকেলটি পড়ছেন হয়তো আপনার হাতে থাকা স্মার্টফোন এর সাহায্য। আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে তার নিরাপত্তার জন্য আপনি অবশ্যই লক ব্যবহার করেন।

কি ঠিক বলছি তো? আপনার ফোন যেন অন্য কেউ ব্যবহার না করতে পারে তার জন্য আপনি ফোনে লক দিয়ে রাখেন।

এই লক বা পাসওয়ার্ড আপনি ছাড়া অন্য কেউ জানে না। যার কারণে অন্য কেউ ফোন হাতে নিলেও ভিতরে ডুকতে পারে না। ডুকতে না পারার কারণ আপনি ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখছেন।

সাধারণত আমরা পাসওয়ার্ড ব্যবহার করি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিরাপদে রাখার জন্য। যাতে সেই বিষয় অন্য কেউ জানতে না পারে।

তাহলে চলুন আর কথা না বলে নিচে থেকে জেনে আসি password ki এই সম্পর্কে। 

পাসওয়ার্ড কি? (Password ki)

পাসওয়ার্ড হলো এমন একটি শব্দ যেটা বিষয় অক্ষরের সমষ্টি দ্বারা তৈরি করা হয়। পাসওয়ার্ড মূলত ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় বা প্রবেশ অনুমোদন যাচাই করার কাছে। 

এই পাসওয়ার্ড ব্যবহার করে ব্যবহারকারী তার নিদিষ্ট জায়গায় প্রবেশ করতে পারে। পাসওয়ার্ড হলো খুবই গোপন একটি বিষয়। যা আপনি ছাড়া অন্য সবাই থেকে গোপন রাখা হয়। যাতে তারা প্রবেশ করতে না পারে।

এই পাসওয়ার্ডের ব্যবহার সেই প্রাচীন কাল থেকে চলে আসতেছে। প্রহরীরা কারো প্রবেশ রোধ করার জন্য এই পাসওয়ার্ড ব্যবহার করতো।

প্রবেশকারীদের নিদিষ্ট একটি পাসওয়ার্ড বলে দেওয়া হতো, যা প্রবেশ করার সময় বলতে হতো। আমরা আধুনিক যুগে এসে এই পাসওয়ার্ড ব্যবহার করি লগইন (login) এর ক্ষেত্রে।

আপনি যে ফেসবুক একাউন্টটি ব্যবহার করেন সেটার ও নিদিষ্ট একটি পাসওয়ার্ড রয়েছে। এই গোপন পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ফেসবুকে প্রবেশ করেন।

আপনার গোপন এই পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তাহলে সে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবে এবং আপনার মূল্যবান তথ্য গুলো চুরি করে নিবে।

পাসওয়ার্ড অনেক গুলো শব্দের সমষ্টিতে তৈরি করা হয়। পাসওয়ার্ড অনেক শব্দের মিলে তৈরি করা হয় বলে একে ডাকা হয় পাসফ্রেস বা শব্দ সমষ্টি।

আবার যখন কোনো গোপন তথ্য সংখ্যাতাত্ত্বিক হয় সেটাকে পিন কোড বলা হয়। সংখ্যাতাত্ত্বিক পিন কোড গুলো এটিএম (ATM) এ ব্যবহার করা হয়।

এই সংখ্যাতাত্ত্বিক কোডকে কখনো কখনে পাসকি বা পাসকোড বলা হয়। এগুলো সাধারণত ছোট হওয়ার অন্যতম কারণ যাতে সবাই সহজে মনে রাখতে পারে।

সহজ ভাষায় পাসওয়ার্ড কাকে বলে?

ডাটা, তথ্য, সফটওয়্যার, উপাত্ত এর নিরাপত্তার জন্য যে বিশেষ ধরনের তালা দেওয়া হয় এবং সেই তালা খোলার জন্য যে গোপন কোড ব্যবহার করা হয় তাকে পাসওয়ার্ড বলে।

পাসওয়ার্ড এর ব্যবহার (Use of password)

সাধারণত তথ্য বা সফটওয়্যার গুলো নিরাপদে রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়। আপনি যখন পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন আপনার তথ্য গুলো চুরি করতে পারবে না।

তবে, আমরা যখন পাসওয়ার্ড তৈরি করি তখন একটা ভুল করে থাকি যে, পাসওয়ার্ড সহজে মনে রাখার জন্য অনেক সময় মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ, 12345678, abcdefg ইত্যাদি এমনটা ব্যবহার করি।

এটা কিন্তু আমাদের বড় একটা ভুল। এমন password ব্যবহার করলে সহজে আমরা ধরা খেয়ে যাবো। তাই পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে হবে।

ইউনিক পাসওয়ার্ড বলতে আপনাকে সৃজনশীল পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে তথ্য চুরির হাত থেকে নিরাপদে থাকবেন।

Unique password তৈরি করার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন – 

  • সংখ্যা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, চিহ্ন যুক্ত করতে হবে।
  • সব সময় পাসওয়ার্ড বড় আকারে তৈরি করবেন।
  • পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই সংকেত চিহ্ন (@#$) ব্যবহার করবেন।
  • নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, পরিবারের সদস্যদের নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে কখনো ব্যবহার করবেন না।

মনে রাখবেন, আপনি যদি ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে না পারেন তাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন –

  • হ্যাকার আপনার তথ্য চুরি করে নিতে পারবে।
  • আইসিটি ডিভাইসে সংরক্ষণ করা তথ্য গুলো নষ্ট করে দিতে পারে। 
  • ডিভাইসে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে।

কিভাবে সতর্কতার সাথে পাসওয়ার্ড ব্যবহার করবেন?

আমরা সবাই বিভিন্ন ডিভাইস বা তথ্যের নিরাপত্তার জন্য নিদিষ্ট একটি পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু এই পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আমাদের সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন –

  • পাসওয়ার্ড সব সময় আলফানিউমেরিক হতে হবে।
  • অন্যান্য একাউন্টের জন্য একই পাসওয়ার্ড বার বার ব্যবহার করবেন না।
  • মনে রাখার জন্য কোথাও পাসওয়ার্ড লিখে রাখবেন না।
  • যদি কখনো পাসওয়ার্ড চেঞ্জ করেন তাহলে নতুন পাসওয়ার্ড দিতে হবে। 
  • অ্যাপ্লিকেশন এর জন্য পাসওয়ার্ড এবং অপারেটিং সিস্টেম পাসওয়ার্ড সব সময় আলাদা ব্যবহার করবেন।
  • কখনো নিজের কম্পিউটার একাউন্ট শেয়ার করবেন না।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসওয়ার্ড কি এবং পাসওয়ার্ডের ব্যবহার এবং সতর্কতা  সম্পর্কে। Password ki এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap