ফেসবুক চালু করার নিয়ম 2023 (মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে)

ফেসবুক চালু করার নিয়ম – বর্তমান সময়ে মানুষের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ফেসবুক। কারণ, ফেসবুকের মাধ্যমে খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করা যায়।

ফেসবুক কিভাবে চালু করতে হয় এই নিয়ম জানে না এমন মানুষ বর্তমানে নেই বললে চলে। তবে, আমরা চাই আপনি সঠিক নিয়মে ফেসবুক চালু করুন

তাই ফেসবুক চালু করার সঠিক নিয়ম আমাদের সকলের জানা উচিত। বিশেষ করে যারা নতুন ফেসবুক নতুন ফেসবুক চালু করতে চাই

বর্তমানে অনেকের কাছে ফেসবুক একাউন্ট তৈরি করা বিনোদন, টাইমপাস, বিজনেস এবং যোগাযোগ করার প্রয়োজনে ব্যবহার করে।

ডিজিটাল ব্যবসার আইডিয়া 2022

আবার অনেক মানুষ রয়েছে যারা ফেসবুকের মাধ্যমে অনলাইন ইনকাম করছে ঘরে বসে। এই সকল দিক থেকে বিবেচনা করলে সঠিক নিয়ম মেনে ফেসবুক একাউন্ট তৈরি করা জরুরি।

তাহলে চলুন নিচে থেকে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ফেসবুক চালু করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

ফেসবুক চালু করার নিয়ম 2023 (How to create facebook account)

ফেসবুক একাউন্ট চালু করার নিয়ম অনেক সহজ। এর জন্য আপনাকে নিচের কয়েকটি স্টেপ (step) অনুসারণ করলে new facebook account create করতে পারবেন।

ফেসবুক একাউন্ট চালু করার জন্য আপনাকে কম্পিউটার এবং মোবাইল থেকে যেকোনো একটি ডিভাইস হলেই চলবে।

প্রথমে ফেসবুক চালু করার জন্য আপনার একটি মোবাইল নাম্বার বা একটি সচল ইমেইল এড্রেস থাকতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস যেকোনো একটি থাকলে ফেসবুক আইডি চালু করা যাবে।

আমি নিচে মোবাইলে ফেসবুক অ্যাপের মাধ্যমে এবং কম্পিউটারে facebook.com ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফেসবুক একাউন্ট চালু করতে হয় দুই ভাবে বলে দিয়েছি।

মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে ফেসবুক চালু করার নিয়ম

মোবাইলের মাধ্যমে ফেসবুক একাউন্ট চালু করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লেস্টোর থেকে Facebook অ্যাপটি সার্চ করে ইনস্টল করতে হবে।

তাছাড়া, আপনার মোবাইলে যদি আগে থেকে ফেসবুক অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে অ্যাপটি ওপেন করে Create new Facebook account অপশনে ক্লিক করুন।

নতুন ফেসবুক আইডি খোলার জন্য Create new Facebook account এ ক্লিক করার পরে Next অপশনে ক্লিক করুন।

এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখুন। যেমন আমি লিখছি সবাই শিখি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পরে Next অপশনে ক্লিক করুন।

এরপর আপনার সঠিক জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। এরপর Next অপশনে ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে Male, আর যদি মহিলা হন তাহলে Female সিলেক্ট করুন। এরপর Next অপশন ক্লিক করুন।

এরপর আপনার সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে।

আবার, আপনি যদি মোবাইল নাম্বার ব্যবহার করতে না চান তাহলে নিচে Sing up email address অপশনে ক্লিক করে ইমেইল এড্রেস লিখুন।

এরপর Next অপশনে ক্লিক করলে মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস যেটা ব্যবহার করবেন সেটাতে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে।

এবার আপনাকে ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এখানে পাসওয়ার্ড ৮ ডিজিটের লিখবেন। যেমন – @sobai121@. এমন পাসওয়ার্ড ব্যবহার করলে পাসওয়ার্ড শক্তিশালী হয়।

এরপর আপনাকে Sign up অপশনে ক্লিক করতে হবে। স্বাগতম, আপনার ফেসবুক চালু হয়েছে।

এবার আপনি আপনার ছবি প্রোফাইলে যুক্ত করুন।

আপনার প্রোফাইলের মধ্যে দরকারি তথ্য গুলো শেয়ার করে প্রোফাইল আপডেট করে দিন।

কম্পিউটারে ফেসবুক চালু করার নিয়ম

কম্পিউটারে ফেসবুক একাউন্ট চালু করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজারে গিয়ে facebook.com টাইপ করুন।

এবার Create New Account অপশনে ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি Sign Up বক্স দেখতে পাবেন।

এবার আপনি নিচের স্টেপ গুলো অনুসারণ করে ফেসবুক একাউন্ট চালু করুর।

  • Fast name – এখানে আপনি নাম লিখুন।
  • Surname – আপনার নামের শেষের টাইটেল যুক্ত করুন।
  • Mobile number or email address – মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস দিন।
  • New password – ৮ ডিজিটের পাসওয়ার্ড দিন।
  • Date of birth – আপনার জন্ম তারিখ দিন, মাস, বছর সিলেক্ট করুন।
  • Gender – আপনি পুরুষ হলে Male এবং মহিলা হলে Female সিলেক্ট করুন।
  • শেষে Sign Up অপশনে ক্লিক করুন।

ফেসবুক একাউন্ট চালু করার জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে বা ইমেইল এড্রেসে ভেরিফিকেশন কোড পাঠানো হবে।

এই ভেরিফিকেশন কোড দিয়ে আপনার চালু করা ফেসবুক ভেরিফিকেশন করে নিন। এবার আপনার facebook profile এ নিজের ছবি এবং দরকারি তথ্য দিয়ে আপডেট করুন।

শেষ কথা

আজকে আমরা জানলাম মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ফেসবুক চালু করার নিয়ম সম্পর্কে। তাহলে আর দেরি না আপনি আজই ফেসবুক চালু করুন

ফেসবুক একাউন্ট চালু করার বিষয় যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap