বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট 2023

বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট (bangladeshi freelancing site): আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা অনলাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করে কিন্ত ইংরেজিতে দক্ষতা না থাকায় কাজ শুরু করতে ভয় পায়।

কারণ, তারা চিন্তা করে অনলাইনে কাজ পেতে হলে আমাকে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তাদের কথার উত্তর দিতে গেলে অবশ্যই ইংরেজিতে দক্ষতা প্রয়োজন।

কিন্তু তারা হয়তো জানে না আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেখানে কাজ করতে গেলে ইংরেজিতে দক্ষতা অর্জন করার প্রয়োজন নেই।

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সহজে কাজ পেতে তৈরি করা হয়েছে এই ফ্রিল্যান্সিং সাইট। বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় দুইটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (freelancing marketplace) রয়েছে। 

আজকে আলোচনা করবো বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে। এই সাইট তৈরি করা হয়েছে যাতে দেশের ফ্রিল্যান্সাররা যাদের কাজের দক্ষতা আছে,

কিন্ত ইংরেজিতে দক্ষতা না থাকার কারণে বাইরের দেশের মার্কেটপ্লেসে কাজ করতে পারছেন না তাদের জন্য।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি বাংলাদেশের  জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে।

বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট | bangladeshi freelancing site

বর্তমানে আমাদের বাংলাদেশের দেশের freelancer দের কাজ করার জন্য দুইটা সাইট তৈরি করা হয়েছে। যদিও এটা দেশের তৈরি সাইট কিন্তু এখানে বেশ ভালোই কাজ পাবেন।

তাছাড়া, বাংলাদেশীদের আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে হলে তাদের প্রধান দুইটা সমস্যা হলো – 

  • কমিনিউকেশন
  • পেমেন্ট মেথড

কমিনিউকেশন : আমাদের দেশের মাতৃভাষা বাংলা। তাই অনেক ফ্রিল্যান্সার আছে যারা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে চান কিন্তু ইংরেজি না জানার জন্য ক্লায়েন্টদের সাথে কমিনিউকেশন করতে পারে না।

ক্লায়েন্টের দেওয়া তারা বুঝতে পারে না। আবার ফ্রিল্যান্সারদের কাজের বিষয় দক্ষতা থাকলেও ক্লায়েন্টদের সঠিক ভাবে বুঝাতে পারে না। যার ফলে অনেক কাজ হাত ছাড়া হয়ে যায়।

ডিজিটাল ব্যবসার আইডিয়া

পেমেন্ট মেথড : আপনি যদি একটু লক্ষ করেন তাহলে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল সাইট গুলোতে পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করা হয় পেপাল (paypal).

কিন্ত, আমাদের বাংলাদেশে এখনো পেপাল চালু হয়নি। তাই পেমেন্ট নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

এই সকল সমস্যার সমাধান হিসেবে বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ শুরু করতে পারেন।

বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান হলো –

  1. বিল্যান্সার ডটকম (Belancer.com)
  2. সচ্ছল ডটকম (Shocchol.com)

তাহলে চলুন নিচে থেকে এই দুইটা বাংলাদেশী সাইট সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে আসি।

বিল্যান্সার ডটকম সেরা ফ্রিল্যান্সিং সাইট

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সহজে কাজের সুযোগ করে দিয়েছে এই বিল্যান্সার ডটকম সাইট। ২০১৫ সালে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় যাত্রা শুরু করে এই ফ্রিল্যান্সিং সাইট Belancer.com.

এই সাইটের মূল উদ্যোক্তা হলো মোঃ শফিউল ইসলাম। তবে, এই সাইটের নাম করণের প্রস্তাব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বর্তমানে এই সাইটে ৫৫,৫৩১ জন ফ্রিল্যান্সার কাজ করছেন। কাজের সংখ্যা রয়েছে ১৩,৫৬৪ টি। তাছাড়া কাজ করানোর জন্য ক্লায়েন্ট রয়েছে ৬,২৪৩ জন। দিনে দিনে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এখানে আপনি সহজে কাজ পেয়ে যাবেন। যে কাজ করতে চান সেই কাজে বিট করবেন এবং এপ্রুভাল পেলে কাজ শেষ করে জমা দিয়ে পেমেন্ট গ্রহন করবেন।

কিভাবে বিল্যান্সারে একাউন্ট খুলবেন?

বিল্যান্সার মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করার নিয়ম অনেক সহজ। আপনি যদি Freelancer হিসেবে কাজ করতে চান তাহলে Sign Up as a Freelancer অপশনে ক্লিক করবেন।

আর যদি Employer হিসেবে কাজ করাতে চান তাহলে Sing UP as a Employer অপশনে ক্লিক করবেন।

আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই তাই Sign Up as a Freelancer অপশনে ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

এখানে আপনার First Name, Last Name, Username, Password, Email Address, Phone Number দিয়ে Terms & Policies অপশনে টিক চিহ্ন দিয়ে Sign Up অপশনে ক্লিক করে একাউন্ট তৈরি করুন।

এরপর আপনার ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার ভেরিফাই করে নিন। তারপর আপনার বিল্যান্সার প্রোফাইল সুন্দর করে সাজান।

বিল্যান্সারে কি কি কাজ পাওয়া যায়?

ফ্রিল্যান্সার ডটকম, ফাইবার, আপওয়ার্ক ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং সাইট গুলো মতো বিল্যান্সারে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। যেমন, 

  • ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট।
  • ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। 
  • কনটেন্ট রাইটিং এন্ড ট্রান্সলেশন।
  • সেলস এন্ড মার্কেটিং।
  • ডাটা এনালাইসিস।
  • ইন্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার।
  • অন্যান্য।

এছাড়া ভবিষ্যতে বিল্যান্সার ফ্রিল্যান্সিং সাইটে আরো বিভিন্ন ক্যাটাগরিতে কাজ যুক্ত হবে।

বিল্যান্সার পেমেন্ট মেথড

বিল্যান্সারে যখন কোনো ক্লায়েন্ট কাজ পোষ্ট করে তখন তার কাজের মূল্য জমা নেওয়া হয়। কাজ যখন একজন ফ্রিল্যান্সার শেষ করে জমা দিবে তখন ফ্রিল্যান্সারের একাউন্টে টাকা জমা হয়ে যাবে। 

এখানে পেমেন্ট নিয়ে আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। বিল্যান্সার ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুই জনের কাছ থেকে ৫% কমিশন নেয়।

তাছাড়া বাংলাদেশী এই সাইটে কাজ করার সুবিধা হলো সহজ পেমেন্ট মেথড। এখান থেকে আপনি বিকাশ, পেপাল, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি দিয়ে পেমেন্ট নিতে পারবেন।

সচ্ছল ডটকম বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

বাংলাদেশের আর একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো Shocchol.com. ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২১ সালে এর কাজ শুরু হয়।

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে এই সচ্ছল ডটকম। যা প্রতিষ্ঠাতা করেন মোঃ সাদিক হোসাইন।

এখানে বিল্যান্সার সাইটের মতো বেশি বেশি কাজ পাবলিশ করা হয় না। তবে, এখানে প্রত্যেক দিন জব পোষ্ট করা হয়। তাছাড়া দিন দিন এখানে কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ফাইবার ডটকম সাইটের মতো এখানে আপনি গিগ প্রকাশ করতে পারবেন। যার ফলে আপনার কাজের দক্ষতা ও রেটিং যদি ভালো হয় তাহলে ইমপ্লয়াররা আপনাকে অফার করবে।

সচ্ছলে আপনি সহজে একাউন্ট খুলে কাজের জন্য বিড করতে পারবেন। তারপর কাজ পেলে শেষ জমা দিয়ে পেমেন্ট নিতে পারবেন।

সচ্ছল ডটকম সাইটে কিভাবে একাউন্ট খুলবেন?

বিল্যান্সার ফ্রিল্যান্সিং সাইট থেকে খুব সহজে আপনি সচ্ছল ডটকম সাইট এ একাউন্ট খুলতে পারবেন।

একাউন্ট খোলার জন্য উপরে থাকা Register অপশনে ক্লিক করুন। পরের পেজে নিচের ছবির মতো একটা ফর্ম দেখতে পাবেন।

এখানে Username, Email, User Type অপশনে আপনি যদি কাজ করাতে চান তাহলে Buyer অপশনে ক্লিক করুন। আর যদি কাজ করতে চান তাহলে Seller অপশনে ক্লিক করুন।

এরপর Password, Confirm Password, Phone Number দিয়ে Terms of Service অপশনে টিক চিহ্ন দিয়ে Register অপশনে ক্লিক করে একাউন্ট খোলার কাজ সম্পূর্ণ করুন।

তাছাড়া আপনি যদি সহজে একাউন্ট খুলতে চান তাহলে Connect whit Facebook অপশনে ক্লিক করে সহজে একাউন্ট খুলে নিন।

সচ্ছল সাইটে কি কি ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়?

  • গ্রাফিক্স ডিজাইন। 
  • ডিজিটাল মার্কেটিং।
  • রাইটিং এন্ড ট্রান্সলেশন।
  • অডিও এন্ড ভিডিও।
  • প্রোগ্রামিং এন্ড আইটি।
  • ফ্লায়ার এন্ড পোষ্টার।
  • অনলাইন টুলস। 
  • অন্যান্য সার্ভিস।

সচ্ছল সাইটের পেমেন্ট মেথড

এখানে ফ্রিল্যান্সারদের পেমেন্ট দেওয়া হয় বিকাশ, নগদ, ব্যাংক একাউন্টের মাধ্যমে। এছাড়া অন্যান্য মোবাইল ব্যাংকিং পেমেন্ট মেথড যুক্ত রয়েছে। 

সচ্ছল ডটকম সাইট থেকে ফ্রিল্যান্সারদের ইনকামের উপর ৫% কমিশন দেওয়া হয়। তাছাড়া যতবার টাকা উত্তলন করবেন ৫ টাকা করে চার্জ কেটে নেওয়া হবে।

আর আপনি যদি ব্যাংক একাউন্টে পেমেন্ট নিতে চান তাহলে ৫০ টাকা চার্জ কেটে নেওয়া হবে। পেমেন্ট মেথড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।

কারণ, একজন ইমপ্লয়ার / ক্লায়েন্ট যখন Shocchol সাইটে কাজ পোষ্ট করে তখন তার একাউন্ট থেকে কাজের মূল্য জমা নেওয়া হয়।

বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট এর সুবিধা?

আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে কাজ করাতে যাবেন তখন সেখানে সর্বনিন্ম ৫ ডলার লাগবে কাজ করতে। আর দেশের এই দুইটা সাইটে আপনি ১০০ টাকা দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন।

যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই এখানে ফ্রিল্যান্সার এবং ইমপ্লয়ার দুইজন বাংলাতে কাজের বিষয় কথা বলবে। যার ফলে ভালো কমিনিউকেশন তৈরি হবে এবং কাজ নিয়ে সন্তুষ্ট হবে।

তাছাড়া একজন ইমপ্লয়ার তার কাজের জন্য সহজে মনের মতো দেশি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারবেন। উভয়ের ক্ষেত্রে পেমেন্ট মেথড নিয়ে সমস্যা হবে না।

আমরা স্বপ্ন দেখি খুব দ্রুত সময়ে বাংলাদেশি এই সাইট বিশ্ব বাজারে প্রতিযোগিতা করবে। তাই দেশের ফ্রিল্যান্সার যদি সামান্য পরিমান এক্টিভ হয় তাহলে ভবিষ্যতে দেশের বাহিরে আউটসোর্সিং সাইটে কাজ করতে হবে না।

শেষ কথা 

আজকের আর্টিকেলে আমরা জানলাম জনপ্রিয় দুইটা বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে। bangladeshi freelancing site সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap