মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম | অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

আপনারা যারা মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম জানেন না আজকের আর্টিকেলটি তাদের জন্য। কারণ, আজকে অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম বলবো।

অনেকে মোবাইলে অভ্র কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে পারেন না। এজন্য তারা বাংলা ভাষায় কোনো বিষয় লিখতে চান না।

আবার অনেকে আছেন যারা বাংলা ভাষায় ভালো লিখতে পারে কিন্ত কিছু কিছু যুক্ত বর্ণ রয়েছে যেগুলো লিখতে সমস্যা হয়।

এমন অনেক অক্ষর রয়েছে যেগুলো মোবাইলে লিখতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কিছু অক্ষর নিচে উল্লেখ করা হয়েছে।

  • রি কার লেখার নিয়ম 
  • হৃদয় বানান লেখার নিয়ম অভ্র
  • রেফ লেখার নিয়ম 
  • চন্দ্রবিন্দু লেখার নিয়ম 
  • ক্ষ লেখার নিয়ম 

তাহলে চলুন এই জটিল অক্ষর গুলো কিভাবে আমরা অভ্র কীবোর্ডের মাধ্যমে সহজে লিখতে পারি।

মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম

আমরা প্রায় সবাই মোবাইলে বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড ব্যবহার করি। কিন্তু অনেকে আছেন যারা অভ্র কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে পারে না।

যারা মোবাইলে অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম জানতে চান তারা নিচের নিয়ম এবং ছবি গুলো ফলো করুন।

এছাড়া, অভ্র কিবোর্ডে বাংলা লেখার জন্য আপনাকে ridmik keyboard এর কিবোর্ড মুখস্থ করতে পারেন। এখানে আপনাকে সব অক্ষর গুলো মুখস্থ করা লাগবে না শুধু যুক্ত বর্ণ গুলো মুখস্থ রাখলে হবে।

অভ্র কিবোর্ডে রেফ লেখার নিয়ম

যারা মোবাইলে অভ্র কিবোর্ডে রেফ লিখতে পারেন না তারা নিচের নিয়ম অনুসারণ করে রেফ লেখা শিখুন।

মনে করুন, আপনি দুর্বল বানার লিখতে চাচ্ছেন কিন্তু কিভাবে রেফ লিখতে হবে সেটা জানেন না। তাহলে কিভাবে আপনি দুর্বল বানান লিখবেন?

দুর্বল বানান আপনি দুই ভাবে লিখতে পারেন –

(১) এভাবে ইংরেজিতে বাংলা লিখতে পারেন – durbor. (এভাবে অভ্রতে সরাসরি ইংরেজি কিবোর্ড এ বানান লিখতে পারেন)।

(২) দুর্বল লিখতে – দু এর পরে র্+ব (মানে র যোগ হসন্ত যোগ পরবর্তী অক্ষর) এবং শেষের অক্ষর ল লিখে দুর্বল বানান সম্পূর্ণ লিখবেন।

বিজয় কিবোর্ডে রেফ লেখার নিয়ম

অভ্র কিবোর্ডে আপনি উপরে যেভাবে রেফ লিখছেন সেই একই ভাবে বিজয় কিবোর্ড রেফ লিখতে পারবেন। এর জন্য আপনাকে আর কোনো কিছুই করতে হবে না।

অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

অভ্র কিবোর্ড বাংলা ভাষায় লেখার সুবিধা গুলো হলো একটার পর একটা ইংরেজি লিখলে যুক্ত অক্ষর হয়ে যাবে।

যেমন, আপনি যদি “ক্ষমা” লিখতে চান তাহলে kkhoma টাইপ করলে হয়ে যাবে। আর বাংলা  যুক্তবর্ণ দিয়ে লিখতে হলে, ক্+ষ = ক্ষ তারপরের শেষ অক্ষর মা = ক্ষমা।

একই ভাবে আপনি ইংরেজি টাইপ করে বাংলা “ক্ষতি” লেখার জন্য kkhotTi ইংরেজিতে টাইপ করলে হয়ে যাবে।

আবার, বাংলা ভাষায় “ক্ষতি” লেখার জন্য যুক্তবর্ণ হবে – ক্+ষ = ক্ষ আর শেষ অক্ষর তি = ক্ষতি।

আপনি হয়তো সহজে বুঝতে পারছেন কিভাবে অভ্র কিবোর্ড ক্ষ লেখার নিয়ম

চন্দ্রবিন্দু লেখার নিয়ম

অভ্র কিবোর্ড চন্দ্রবিন্দু লেখার নিয়ম অবশ্যই জানতে হবে না হলে আপনি চাঁদ লিখতে পারবেন না। আপনাকে জানতে হবে কোনো অক্ষরের উপরে কিভাবে চন্দ্রবিন্দু লিখতে হবে।

আপনি যদি অভ্র কিবোর্ড caqqd ইংরেজিতে লিখেন তাহলে চাঁদ লেখা হয়ে যাবে। এছাড়া আপনি মোবাইলে যুক্তবর্ণ লেখার জন্য যদি ridmik keyboard ব্যবহার করেন তাহলে সরাসরি কিবোর্ড এ চন্দ্রবিন্দু পেয়ে যাবেন।

কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

আমরা যারা কম্পিউটারে বাংলা লিখি তাদের অবশ্যই যুক্তবর্ণ লিখতে হয়। কম্পিউটার আপনি যদি অভ্র কিবোর্ড ব্যবহার করেন তাহলে অনেক সুবিধা পাবেন।

কারণ, মোবাইলে ridmik keyboard বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম এবং কম্পিউটারে অভ্র কিবোর্ড একই নিয়মে বাংলা যুক্তবর্ণ গুলো লিখতে পারবেন।

বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম PDF

আপনারা যারা বাংলা যুক্তবর্ণ লেখার জন্য pdf ফাইল খুঁজতেছেন তারা আমাদের কন্টাক্ট মেইলে মেইল করুন।

আমাদের তৈরি করা বাংলা যুক্তবর্ণ pdf ফাইলটি আপনাদের মেইলের মাধ্যমে দিয়ে দিবো।

অভ্র কিবোর্ড লেআউট

অভ্র কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে আপনাদের জন্য একটি ছবি দেওয়া হয়েছে। যাতে আপনারা সহজে বিভিন্ন অক্ষর গুলো লেখার নিয়ম দেখতে পারেন।

অভ্র কিবোর্ড

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা জানলাম মোবাইলে যুক্তবর্ণ লেখার নিয়ম সম্পর্কে। আশাকরি, এই লেখাটি সম্পূর্ণ পড়ার পরে অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম সহজে বুঝতে পারবেন।

এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ফেসবুকের বন্ধুদের জন্য শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap