রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ 2023

বর্তমানে অনেক গুলো রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ রয়েছে। তাছাড়া অধিকাংশ আনিং অ্যাপস গুলোতে রেপার করার টাকা ইনকাম করার উপায় থাকে।

আপনি যদি রেফার করে টাকা আয় করার কথা ভাবছেন তাহলে চিন্তা করবেন না। কারণ আজকের আর্টিকেলে আমি এমন কয়েকটি জনপ্রিয় রেফার অ্যাপের বিষয় বলবো যে গুলোতে কাজ করে আপনার টাকা আয় করতে পারবেন।

আমরা যারা মোবাইল দিয়ে অনলাইনে টুকটাক কাজ করি তারা প্রায় সবাই বিভিন্ন অ্যাপে কাজ করি এবং সেখান থেকে কিছু টাকা বা ডলার উপার্জন করি।

এই সব অ্যাপ থেকে আপনি যদি বেশি টাকা আয় করতে চান তাহলে আপনাকে বেশি বেশি রেফার করতে হবে। আপনি যত বেশি রেফার করতে পারবেন ততো বেশি টাকা আয় করতে পারবেন। 

নিচে আমি এমন জনপ্রিয় ৫ টি অ্যাপের বিষয় বলবো যার মাধ্যমে নিজে কাজ করে আয় করতে পারবেন এবং আপনার রেফারের সাহায্যে যারা কাজ করবে তাদের থেকে আপনি একটি নিদিষ্ট অংশ ভাগ পাবেন।

এখানে বলে রাখা ভালো যে আপনি যদিও তারও রেফারেন্সে কাজ করছেন কিন্তু আপনার থেকে টাকা কেটে তাকে দেওয়া হবে না।

টাকা ইনকাম করা গেম

আপনি যে টাকা ইনকাম করবেন সেটা আপনার থেকে যাবে। অতএব, এমন ভাববেন না যে কারও রেফারে কাজ করলে আপনার ইনকাম করা টাকা থেকে সে ভাগ নিবে।

প্রত্যেকটি অ্যাপে রেফার করার করার জন্য নিদিষ্ট একটি কোড বা কিছু সংখ্যা থাকে। এই কোড বা সংখ্যা মানুষ যখন ব্যবহার করে তখন সে আপনার রেফারেন্সে কাজ করে।

সহজ ভাষায় রেফার কোড মানে কি?

রেফার কোড (refer code) হলো ট্রাগিং কোড (tracking code) অ্যাপস বা সফটওয়্যার কোম্পানি গুলো সহজে বুঝতে পারে আপনি কত জন ইউজারের কাছে অ্যাপ বা সফটওয়্যার প্রচার করেছেন।

তাছাড়া, কতজন ইউজার আপনার প্রচার করা  অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট খুলে ব্যবহার করছে।

আপনার refer code দিয়ে কত জন ইউজার একাউন্ট খুলে ব্যবহার করছে সেটা সহজে কোম্পানি বুঝতে পারে এই কোডের মাধ্যমে। 

রেফার কোড (refer code) কে আবার invite code বলা হয়।

রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ 2023 (refer kore taka income)

বন্ধুরা রেফার করে টাকা ইনকাম করার জন্য আপনারা অনেক ধরনের অ্যাপস পাবেন কিন্তু আজ আমি এমন কিছু অ্যাপের বিষয় বলবো যে অ্যাপ গুলোতে রেফার করে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন।

তাছাড়া, অনেক অ্যাপস রয়েছে যারা রেফার করার পরে টাকা দেয় না। তাই আজকে বিশ্বস্ত ৫ টি অ্যাপের বিষয় বলবো।

যে অ্যাপস গুলোতে কাজ করে বা রেফার করে ১০০% টাকা ইনকাম করতে পারবেন এবং রেফারের টাকাও পেয়ে যাবেন।

১. Ysense

রেফার করে টাকা আয় করার জন্য সেরা একটি অ্যাপ হলো Ysense. এই অ্যাপের মাধ্যমে রেপার করার পাশাপাশি আরো বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারবেন। যেমন –

  • মাইক্রো টাস্ক পূরণ করে
  • সার্ভে পূরণ করে 
  • রেফার কোড প্রচার করে
  • বিভিন্ন অফার পূরণ করে

Ysebse app এর রেফার কোড আপনি বিভিন্ন ভাবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেমন –

  • আপনার ইমেইলে যত গুলো বন্ধু আছে তাদের কাছে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন।
  • ফেসবুক একাউন্ট বা পেজের মাধ্যমে কোড শেয়ার করতে পারেন। 
  • ব্লগ বা ওয়েবসাইট আর্টিকেল লিখে শেয়ার করতে পারেন। 
  • ইউটিউব চ্যানেলে ভিডিও ডেস্ক্রিপশনে রেফার কোড শেয়ার করতে পারেন।

২. Getresponse

এটা হলো বিশ্বের নাম করা একটি ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম। এখান থেকে আপনি অটোমেশন, ল্যান্ডিং পেজ, ইমেইল মার্কেটিং, ওয়েবসাইট সহ আরো বিভিন্ন অফার থেকে ইনকাম করতে পারবেন।

Getresponse যিনি রেফার করবেন এবং যিনি রেফার কোড ব্যবহার করে একাউন্ট খুলে কাজ করবে উভয় 30$ ক্রেডিট পাবেন।

মানে এখান থেকে আপনি যদি কারও রেফার কোড বা লিংক ব্যবহার করে একাউন্ট তৈরি করে কাজ করেন তাহলে আপনি $30 ডলার পাবেন।

এছাড়াও এখানে আপনি আরো বিভিন্ন ধরনের রেফার প্রোগ্রাম অফার পাবেন যে গুলো বিক্রি করে কমিশন পাবেন।

৩. Groww

ইন্টারনেটে যত গুলো টাকা ইনকাম করার অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো groww app. এই অ্যাপের মাধ্যমে আপনি কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন।

তাছাড়া এখানে মিউচুয়াল ফান্ড ও এসআইপি (SIP) এ বিনিয়োগ করে সেখান থেকে টাকা আপনি টাকা ইনকাম করতে পারবেন।

গ্রো অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করার আর একটি সেরা উপায় হলো রেফার প্রোগ্রাম। আপনার রেফার কোড ব্যবহার করে কেউ যদি একাউন্ট তৈরি করে তাহলে টাকা ইনকাম করতে পারবেন।

৩. Upay – উপায় রেফার বোনাস

মোবাইল ব্যাংকিং উপায় অ্যাপ ব্যবহার করে একাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন নিশ্চিত বোনাস। 

উপায় অ্যাপে রেজিষ্ট্রেশন করলে পাবেন ২৫ টাকা বোনাস। আর অ্যাপে রেজিষ্ট্রেশন করার সাত দিনের মধ্যে মোবাইল নাম্বারে রিচার্জ করলে পাবেন আরো ২৫ টাকা বোনাস।

উপায় অ্যাপে রেজিষ্ট্রেশন করার পরে আপনি একটি রেফার কোড পাবেন। এই রেফার কোড বা লিংক ব্যবহার করে কেউ যদি একাউন্ট রেজিষ্ট্রেশন করে তাহলে পাবেন ৫০ টাকা বোনাস।

এভাবে আপনি উপায় অ্যাপ থেকে রেফার করে সহজে টাকা ইনকাম করতে পারবেন।

৪. Bkash – বিকাশ অ্যাপ রেফার বোনাস

মোবাইল ব্যাংকি ব্যবস্থা মধ্যে যত গুলো উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিকাশ।

এই অ্যাপের মাধ্যমে আপনি টাকা পাঠানো, উত্তোলন করা, জমা করা, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট সহ আরে বিভিন্ন ধরনের কাজ গুলো মুহূর্তে করতে পারবেন।

বিকাশ রেফার করে টাকা ইনকাম করার জন্য রয়েছে আকর্ষনীয় বোনাস। আপনার বিকাশ অ্যাপের লিংক থেকে যদি কেউ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলে টাকা লেনদেন করে তাহলে আপনি পাবেন ১০০ টাকা রেফার বোনাস।

আপনার রেফার লিংক ব্যবহার করে যত জন ইউজার অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলে টাকা লেনদেন করবে প্রত্যেক থেকে পাবেন ১০০ টাকা পর্যন্ত রেফার বোনাস। এই অফার চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।

৫. Swagbucks – refer and earn 

এই অ্যাপের মাধ্যমে রেফার করা প্রত্যেকটি নতুন ব্যাক্তির কাছ থেকে আপনি পাবেন তার উপার্জনের মোট ১০%। মনে রাখবেন রেফার ব্যবহারকারীর একাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে না।

অনেকে হয়তো মনে করছেন আমার ইনকাম করা টাকা থেকে ১০% কেটে রেফারকারীকে দেওয়া হবে। আসলে বিষয়টি একদম সত্য না।

তাছাড়া, আপনি যখন নতুন সদস্যদের রেফার করবেন তখন উক্ত মাসের ১ তারিখের আগে আপনি 300 swagbucks point পেয়ে যাবেন। 

100 swagbucks point সমান 5$ ডলারের একটু বেশি। তাহলে 300 swagbucks pointpoin এর মাধ্যমে আপনি পাচ্ছেন 15$ এর বেশি।

শেষ কথা 

আজকে আমরা জানলাম রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর সম্পর্কে। এই অ্যাপস গুলো ছাড়া আরো অনেক অ্যাপস রয়েছে যে গুলোর রেফার করে টাকা ইনকাম কনতে পারবেন।

উপরের অ্যাপ গুলো ছাড়াও আপনি যদি আরো অ্যাপের সম্পর্কে জানতে চান তাহলে নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap