ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় খুঁজতেছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি ফেসবুক পেজ থেকে টাকা আয় করার সেরা উপায় গুলো বলবো।
বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের ফেসবুক একাউন্টে বেশি বেশি মেম্বার সংখ্যা পেজ রয়েছে।
কিন্তু, এই পেজ গুলোর সঠিক ব্যবহার না জানার কারণে অনেক পেজ থেকে টাকা ইনকাম করতে পারছেন না।
ফেসবুক পেজ থেকে আয় করার অনেক গুলো উপায় রয়েছে। অনেকে এই উপায় গুলো জানে না। যে কারণে তারা মনে করে পেজ থেকে ইনকাম করা সম্ভব না।
তাই আজকে আমি পেজ থেকে টাকা ইনকাম করার কিছু উপায় সম্পর্কে আলোচনা করবো। তাই এই আর্টিকেলটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখন লক্ষ করলে দেখতে পাবেন, ফেসবুকে ভিডিও দেখার সময় অনেক ভিডিওতে এড / বিজ্ঞাপন শো করে। এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা পেজ থেকে ইনকাম করে।
আসলে ইউটিউবের মতো বর্তমানে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়।
ভিডিও আপলোড ছাড়াও আরও বিভিন্ন ভাবে পেজ থেকে টাকা ইনকাম করার উপায় রয়েছে। সেগুলো আমরা নিজে থেকে জেনে নিবো।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার সেরা উপায় 2023
বর্তমানে facebook page থেকে টাকা ইনকাম করা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। যে কেউ চাইলে এখান থেকে সহজে ইনকাম করতে পারবেন।
ফেসবুক থেকে আয় করার উপায় অনেক রয়েছে। তবে, আজকে আমি সেরা দুইটা উপায় বলবো। আপনি চাইলে এই দুইটা উপায়ে আয় করতে পারবেন।
(১) ফেসবুক ভিডিও থেকে আয়
ফেসবুক কতৃপক্ষ নতুন করে তাদের পেজে আপলোড করা ভিডিওতে মনিটাইজেশন সার্ভিস চালু করেছে। ইউটিউবের মতো ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে।
তাই আপনার যদি একটি ফেসবুক পেজ থেকে তাহলে সেখানে ভিডিও আপলোড করে ভিডিওতে এড / বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।
পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার এই পদ্ধতিকে বলা হয় Facebook video monetization বা Ad breaks.
Ad breaks কি? (What is facebook ad breaks)
Ad break হলো ফেসবুকের এমন একটি সার্ভিস যার মাধ্যমে পেজে ভিডিও আপলোড করে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়।
পেজে ভিডিও চালু হওয়ার ১ মিনিট পরে এই ভিডিওতে এই বিজ্ঞাপন দেখানো হয় ফেসবুক এর পক্ষ থেকে। আবার অনেক পেজে ভিডিও এর নিচে বিজ্ঞাপন দেখানো হয়।
আপনি চাইলে ভিডিওতে নিজের ইচ্ছে মতো জায়গায় বিজ্ঞাপন দেখাতে পারবেন। বলা যায় এটা সম্পূর্ণ ইউটিউবের মতো।
ফেসবুক মনিটাইজেশন কেবল মাত্র পেজে আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। আপনি যদি ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন তাহলে বিজ্ঞাপন শো করবে না এবং টাকা ইনকাম হবে না।
Ad breaks eligibility rules
Facebook ad breaks ব্যবহার করার জন্য আপনার পেজের কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এই নিয়ম মেনে কিছু যোগ্যতা অর্জন করতে হবে।
আপনার পেজে যদি নিচের উল্লেখ করা যোগ্যতা গুলো থাকে তাহলে “ফেসবুক পেজ থেকে টাকা আয়” করতে পারবেন।
আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে এই যোগ্যতা গুলো অর্জন করা খুব কঠিন কিছু নয়। একটু সময় দিয়ে কাজ করলে সহজে পেজকে যোগ্য করে নিতে পারবেন।
১. প্রথমে আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। যদি পেজ না থাকে তাহলে আজই একটা পেজ খুলে নিন।
২. আপনার ফেসবুকের পেজে (যে পেজে আপনি ইনকাম করতে চাচ্ছেন) 10,000 লাইক (like) বা ফলোয়ার্স (followers) থাকতে হবে।
৩. ফেসবুক পেজে নিজের দেশের ভাষা সার্পোট করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্থান সহ এশিয়ার অনেক দেশে পেজ মনিটাইজেশন অন করে দিয়েছে।
৪. পেজে এমন কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে যেটা ফেসবুক পলিসি (Facebook Policy) ফলো করে।
৫. পেজে আপলোড করা ভিডিও গুলো নিজের তৈরি করা ভিডিও হতে হবে। কোথাও থেকে কপি করা যাবে না। এমন কি অডিও মিউজিক, ভিডিও ফুটেজ কপি করা যাবে না।
৬. পেজে আপলোড করা ভিডিও গুলো কমপক্ষে ৩ মিনিটের বেশি হতে হবে। এবং ৩ মিনিটের মধ্যে ১ মিনিট ভিউস (views) দেখতে হবে 60,000 হাজার মিনিট।
৭. পেজের মোট ভিডিও গুলো মিলে ১ মিনিট সময় নিয়ে 60,000 মিনিট ভিউস (views) হতে হবে ২ মাসের মধ্যে।
উপরে বলা যোগ্যতা গুলো যদি আপনার পেজে থাকে তাহলে Ad breaks ব্যবহার করে পেজ থেকে আয় করা সম্ভব।
পেজ Ad breaks এর জন্য যোগ্য কি না জানুন?
প্রথমে যেকোনো একটি ব্রাউজারে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিজের ফেসবুক একাউন্ট লগইন করুন। এবার নতুন একটি ট্যাপ ওপেন করে Facebook creator studio লিখে সার্চ করুন।
এবার প্রথমে Creator Studio – Facebook Business নামে যে লিংক দেখতে পাবেন সেখান ক্লিক করুন। এবার আপনাকে পেজ Monetization অপশনে নিয়ে যাওয়া হবে।
এবার Monetization অপশন থেকে Home অপশনে ক্লিক করে পেজ সিলেক্ট করে Other Monetization Tools অপশনে ক্লিক করে পেজের যোগ্যতা গুলো দেখে নিতে পারবেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমার পেজের সকল নিয়ম (rules) গুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আমার এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো।
আপনার পেজে যদি Facebook Monetization চালু হয়ে যায় তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজ থেকে ইনকাম করা টাকা ১০০ ডলার হয়ে গেলে ব্যাংক একাউন্ট যুক্ত করে তুলে নিতে পারবেন।
২. ফেসবুক পেজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন
আপনার যদি একটি facebook page থাকে তাহলে পেজের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ হলো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রোডাক্ট (products) বিক্রি (sell) করা।
তাদের প্রোডাক্ট আপনি বিক্রি করে দেওয়ার ফলে তারা আপনাকে নিদিষ্ট পরিমানে কমিশন দিবে। তাহলে প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়া কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে বড় বড় অ্যাফিলিয়েট কোম্পানির ওয়েবসাইটে যুক্ত হতে হবে।
বড় বড় অ্যাফিলিয়েট কোম্পানি গুলো হলো আলিবাবা, আমাজন, ফ্লিপকার্ট। এই কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করতে হবে।
এবার আপনার ফেসবুক পেজে অ্যাফিলিয়েট কোম্পানির প্রোডাক্ট গুলোর লিংক শেয়ার করবেন। এর জন্য আপনার পেজে বেশি সংখ্যাক ফলোয়ার্স (followers) থাকতে হবে।
আপনার পেজে শেয়ার করা লিংক থেকে যত মানুষ প্রোডাক্ট কিনবেন তার থেকে আপনি কমিশন পাবেন। মানে টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের দেশে অনেক বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা ফেসবুক পেজের মাধ্যমে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে।
শেষ কথা
আজকে আমরা জানলাম ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার সেরা দুইটি উপায় সম্পর্কে। আশাকরি সহজে বুঝতে পারছেন কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়।
এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি উত্তর দিবো। শেষে আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করবেন।