মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার সম্পর্কে আজকে আলোচনা করবো। আপনি যখন ফেসবুক, টুইটার, ইনস্টগ্রামের মতো সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করেন তখন সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পান।
তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তারা কিভাবে এতো সুন্দর সুন্দর ছবি সোশ্যাল মিডিয়াে আপলোড করে। কিভাবে তারা ছবি এডিট (photo edit) করে?
তাছাড়া, গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন অনেকে ছবি এডিট করার সম্পর্কে জানার জন্য সার্চ করে,
- পিক এডিট করার সফটওয়্যার
- ছবি এডিট করার নিয়ম
- দুই ছবি একসাথে করার সফটওয়্যার
- মোবাইলে ফটো এডিট
- ফটো এডিট করার ভালো এপ্স কোনটি
- পিক সাজানো সফটওয়্যার
এতে তারা অনেক ধরনের photo edit software পায় কিন্ত সেরা মানের সফটওয়্যার তারা হয়তো খুঁজে বের করতে পারে না।
যে কারণে অনেকে তাদের মতো সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারে না এবং সোশ্যাল মিডিয়া গুলোতেও সুন্দর সুন্দর ছবি আপলোড করতে পারে না।
শুধু সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করার ক্ষেত্রে নয়, আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজের সাথে যুক্ত থাকেন তাহলে কোম্পানির ব্রান্ড ইমেজ ঠিক রাখতে ছবি এডিট / ফটো এডিট করার প্রয়োজন হয়।
এখন আপনি যদি মোবাইল দিয়ে প্রফোসানাল ভাবে ছবি এডিট করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে dedicated photo editor app.
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি মোবাইলে সেরা কয়েকটি ছবি এডিট করার সফটওয়্যার সম্পর্কে। যার মাধ্যমে সুন্দর সুন্দর ছবি এডিট (photo edit) করতে পারবেন।
মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার 2023
মোবাইলে ফটো এডিট করার অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে ছবি এডিট করলে জীবন্ত ছবি মনে হবে।
তাছাড়া এই অ্যাপস বা সফটওয়্যার গুলো আপনি google play store থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
5 best photo editing Software / apps
আমি সেরা photo editor software গুলোর সম্পর্কে বলবো সেগুলোর গুগল প্লেস্টোর ডাউনলোড লিংক অবশ্যই দিয়ে দিবো।
যাতে আপনারা সহজে ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে।
#Pixellab
মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপ গুলোর মধ্যে চমৎকার একটি এপ্স এটা। আমি নিজের ব্লগের ছবি এডিট করি এই pixellab অ্যাপ ব্যবহার করে।
তাছাড়া যারা প্রত্যেক ইউটিউববারের কাছে ইউটিউব ভিডিও thumbnail তৈরি করার জন্য অনেক আকর্ষণীয় একটি অ্যাপ এটা।
এবার যদি এর জনপ্রিয়তার কথা বলি তাহলে ৫০ + মিলিয়নের বেশি মানুষ গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করেছে। যার ইউজার রেটিং ৪.৪/৫।
অ্যাপের বৈশিষ্ট্য গুলো:
- সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
- অ্যাপ মিম্বারদের জন্য ইনস্ট্যান্ট menes তৈরি করতে পারবেন।
- সুন্দর ভাবে ছবির উপর 3D টেক্সট যুক্ত করতে পারবেন।
- এছাড়া stroke, mask, emboos, background, shadow, inner ইত্যাদি সুবিধা পাবেন।
#PicsArt Photo Editor
ফটো এডিট করার জন্য বর্তমান সময় জনপ্রিয় আর একটি অ্যাপ হলো picsart. play store এ ছবি এডিট করার জন্য যত গুলো অ্যাপ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ডাউনলোড হয়েছে এটা।
শুধু ফটো এডিট করা বাদেও আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিও এডিটিং, ফটো স্টিকার, ফটো ইফেক্ট এবং ছবি আঁকার কাজ করতে পারবেন।
জনপ্রিয়তার দিক থেকে বলতে গেলে, ৫০০ মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে। যার ইউজার রেটিং ৪.২.৫।
অ্যাপের বৈশিষ্ট্য গুলো:
- স্মার্ট সিলেক্টেশন টুলের সাহায্যে সহজে ছবির ব্যাকগ্রাউন্ড blur করতে পারবেন।
- টেক্সট লেখার জন্য ২০০+ ফন্ট পাবেন।
- আকর্ষনীয় সব ফটো ইফেক্ট, ফিল্টার ইত্যাদি সুবিধা পাবেন।
- ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং photo cut করতে পারবেন।
#Snapseed
মোবাইলে ছবি এডিট করার আর একটি জনপ্রিয় অ্যাপ হলো snapseed. বিশ্বের সব থেকে জনপ্রিয় টেক প্রতিষ্ঠান Google এই অ্যাপটি তৈরি করেছেন।
ইউজারদের কাছে অ্যাপটির জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এর অসাধারণ সব ফিল্টারের কারণ। Google play store থেকে ১০০+ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। যার ইউজার রেটিং ৪.৫.৫।
অ্যাপের বৈশিষ্ট্য গুলো:
- Smoot ভাবে ছবি crop, rotation option এবং text যুক্ত করতে পারবেন।
- ২৯ টি নতুন নতুন ফিল্টার এবং টুলস পেয়ে যাবেন, যেমন – Healing, Brush, Structure, HDR, Perspective ইত্যাদি ফিচার গুলো পেয়ে যাবেন।
- গ্লামার গ্লো এবং কালার অ্যাজজাস্ট অপশন।
- অটোমেটিক ও মেনুয়্যাল ভাবে কালার সেট অ্যাজজাস্ট করা।
#Photoshop Express
জনপ্রিয় অ্যাডোবি ফটোশপ কোম্পানির অ্যাপ হলো photoshop express. এর মাধ্যমে আপনি খুব সহজে “ছবি এডিট” করতে পারবেন।
অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে একাউন্ট খুলতে হবে। খুব সহজে অ্যাডোবি একাউন্ট, ফেসবুক বা জিমেইল দিয়ে লগইন করতে পারবেন।
২০১৬ সালে play store এ এই অ্যাপ প্রকাশিত হওয়ার সাথে সাথে Adobe Photoshop এর মতো জনপ্রিয়তা লাভ করে।
তাছাড়া, এর ইউজার রেটিং ৪.৫.৫ এবং ডাউনলোড হয়েছে ১০০+ মিলিয়নের বেশি বার।
অ্যাপের বৈশিষ্ট্য গুলো:
- বিভিন্ন ধরনের blur option যেমন – radial blur, full blur ইত্যাদি।
- সেলফি থেকে স্পট দুর করার জন্য shot healing function.
- প্রফোসানাল কোয়ালিটির কলেজ তৈরির অপশন।
- ছবি sharp করার অপশন এবং কালার কম বেশি করার অপশন।
#Photo Editor – Polish
গুগল প্লেস্টোরে ছবি এডিট করার জন্য আর একটি জনপ্রিয় অ্যাপ হলো polish. দিনে দিনে এর জনপ্রিয় বৃদ্ধি পাচ্ছে।
Photo edit করার জন্য এখানে সুন্দর সুন্দর ফটো ফ্রেম, ইফেক্ট সহ আরো বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন।
প্লেটোর থেকে অ্যাপটি ডাউনলোড হয়েছে ১০০+ মিলিয়নের বেশি, যার ইউজার রেটিং ৪.৫।
অ্যাপের বৈশিষ্ট্য:
- এই অ্যাপে ৫০০+ স্টাইল ইফেক্ট পাবেন।
- খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
- ১০০ + আকর্ষনীয় ফন্ট ব্যবহার করতে পারবেন।
- এখানে College marker 100+ layout এবং ব্যাকগ্রাউন্ড পাবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার সম্পর্কে। এছাড়া আরো বিভিন্ন ধরনের অ্যাপ বা সফটওয়্যার আপনি প্লেটোর এ পেয়ে যাবেন।
তবে, সেগুলোর মধ্যে উপরে উল্লেখ করা ৫টি অ্যাপ বা সফটওয়্যার সেরা। এই অ্যাপ গুলো ব্যবহার করে যেকোনো ছবি প্রফোশানাল ভাবে এডিট করতে পারবেন।