কম্পিউটার কিনতে কত টাকা লাগবে 2023

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে এটা সম্পূর্ণ  নির্ভর করবে আপনার আপনার কাজের উপর ভিত্তি করে। মানে আপনি কম্পিউটার দিয়ে কি ধরনের কাজ করতে চান সেটার উপর।

আপনি যদি অফিসিয়াল কাজ করার জন্য কম্পিউটার কিনতে চান তাহলে খুব বেশি দামি কম্পিউটার কিনতে হবে না।

আর যদি অন্যান্য কাজের জন্য যেমন – গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কম্পিউটার কিনতে চান তাহলে ভালো কনফিগারেশের কম্পিউটার কিনতে হবে।

আবার আপনি যদি কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন তাহলে হাই কনফিগারেশের কম্পিউটার কিনতে হবে।

তাছাড়া গেমিং কম্পিউটার বা ল্যাপটপ গুলোর দাম সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের থেকে অনেক বেশি।

তবে, আজকে আমি এমন একটি কম্পিউটার কনফিগারেশনের কথা বলবো যেটার মাধ্যমে অফিসিয়াল কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি Low price computer in Bangladesh এর কম্পিউটার পিসির দাম কত বা কিনতে কত টাকা লাগতে পারে।

আপনারা যদি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত বিষয় গুলো জানতে চান তাহলে এগিয়ে এই ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে লেখালেখি করার জন্য।

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে 2023

যেহেতু আপনি ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন সেহেতু কম্পিউটার পার্টস এর দাম নিজে  যাচাই করে কিনতে পারবেন।

তাছাড়া ডেস্কটপ কম্পিউটার কিনতে যাবার আগে ইন্টারনেট থেকে কম্পিউটারের বিভিন্ন পার্টস গুলোর দাম জেনে নিতে পারবেন।

বর্তমানে অনলাইনে কম দামে পিসি বা কম্পিউটারের দাম যাচাই করার জন্য বিডি স্টল ডটকম এই ওয়েবসাইট যেতে পারেন।

এখানে আপনি সব ধরনের কম্পিউটার এর দাম এবং কম্পিউটারের পার্সট গুলোর দাম এবং বিস্তারিত বিষয় জানতে পারবেন।

কম্পিউটার ভাইরাস কি? ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম

তাহলে চলুন জেনে আসি কম্পিউটার কেনার জন্য  কোন পার্টস এর দাম কত হতে পারে –

১. প্রথমে কিনতে হবে কম্পিউটারের মাদারবোর্ড। কারণ কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হলো মাদারবোর্ড। আপনি কম্পিউটারের জন্য মাদারবোর্ড নিতে পারেন গিগাবাইট। যার বর্তমান বাজার মূল্য ৭ হাজার টাকা।

২. এরপর আপনাকে কিনতে হবে প্রসেসর। আপনি চেষ্টা করবেন Intel Core i3 10th Gen নেওয়া জন্য। এই জেনারেশনের কম্পিউটার দিয়ে আপনার ফ্রিল্যান্সিং সহ অন্যান্য কাজ গুলো সহজে করতে পারবেন। Intel Core i3 10th Gen এর বর্তমান বাজার মূল্য ১২ হাজার টাকা। 

৩. এরপর কিনতে হার্ডডিস্ক। কম্পিউটারে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখার জন্য ১ টেরাবাইট (1TB) যথেষ্ট। 1 TB মানে আপনি ১০০ জিবি (GB) জায়গা পাবেন। যার বর্তমান বাজার মূল্য ৩৫০০ টাকার মতো। 

৪. তাছাড়া আপনার কম্পিউটারকে সুপার ফাস্ট করার জন্য স্টোরেজ হিসেবে এসএসডি (SSD) ব্যবহার করতে পারেন। ১২০ জিবি এসএসডি কিনতে আপনার খরচ হবে ২ হাজার টাকা।

৫. এরপর কম্পিউটারের জন্য রেম (ram) কিনতে হবে। আপনি ৮ জিবি রেম নিতে পারেন। মনে রাখবেন কম্পিউটারে রেম যত বেশি হবে কম্পিউটার ততো ফাস্ট কাজ করবে। ৮ জিবি রেমের বর্তমান বাজার মূল্য ৩৫০০ টাকার মতো।

৬. এবার আপনাকে কম্পিউটারের জন্য একটা কেসিং কিনতে হবে। কেসিং সাধারণত ব্র্যান্ডের কেনার প্রয়োজন নেই। তবে, ২ হাজার টাকার মধ্যে  আপনি মোটামুটি ভালো কেসিং কিনতে পারবেন।

৭. এরপর আপনাকে কিনতে হবে কম্পিউটারের জন্য একটি মনিটর। মিডিয়াম সাইজের মনিটর আপনার জন্য ভালো হবে। এজন্য আপনি ১৭-১৯ ইঞ্চি স্যামসাং এলইডি (LED) মনিটর পারেন। যার বাজার মূল্য ৬৫০০ টাকার মতো।

৮. এবার আপনার কম্পিউটারে টাইপ বা লেখালেখি করার জন্য একটা ভালো মানের কীবোর্ড কিনতে হবে। এফোরটেক কোম্পানির কীবোর্ড কিনতে পারেন। যার দাম নিবে ৬০০ টাকা।

৯. এরপর আপনাকে একটি মাউস কিনতে হবে। এফোরটেক কোম্পানির ভালো একটি মাউসের দাম নিবে ৩৫০ টাকার মতো।

১০. এরপর আপনার কম্পিউটারের জন্য একটা স্পিকার বা সাউন্ড সিস্টেম কিনতে হবে। আপনি চাইলে ৫০০ টাকার মধ্যে স্পিকার কিনতে পারবেন। আর আপনি যদি হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম কিনতে চান তাহলে ৩ হাজার টাকার মতো দাম নিবে।

এক নজরে নতুন কম্পিউটার কিনতে কত টাকা লাগবে জেনে নি-

  • মাদারবোর্ড (Intel) ৭ হাজার টাকা।
  • প্রসেসর (Core i3, 10th Gen) ১২ হাজার টাকা। 
  • হার্ডডিস্ক (1TB) ৩৫০০ টাকা।
  • এসএসডি (SSD 120 GB) ২ হাজার টাকা।
  • রেম ৮ জিবি (Ram 8GB) ৩৫০০ টাকা।
  • কেসিং ২ হাজার টাকা।
  • এলইডি (LED) মনিটর ৬৫০০ টাকা।
  • কীবোর্ড ৬০০ টাকা।
  • মাউস ৩৫০ টাকা।
  • স্পিকার / সাউণ্ড সিস্টেম ৫০০ / ৩ হাজার টাকা।

আমি উপরে কম্পিউটারের যে কনফিগারেশন গুলোর উল্লেখ করেছি এর কম্পিউটার দিয়ে খুব সহজে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, থ্রিডি অ্যানিমেশেন সহ অফিসিয়াল কাজ গুলো করতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম ডেস্কটপ নতুন কম্পিউটার দাম কত এবং কম্পিউটার এর বিভিন্ন পার্সট এর দাম সম্পর্কে।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap