ডোমেইন কি? কত প্রকার ও কেনার নিয়ম

ডোমেইন কি : ডোমেইন হলো একটি ব্লগ বা ওয়েবসাইটের নাম। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রথমে একটি ডোমেইন নাম সিলেক্ট করতে হবে।

তাই প্রথমে আপনাকে জানতে হবে domain কি বা ডোমেইন কাকে বলে এর সম্পর্কে। ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে ডোমেইন নাম প্রয়োজন হয়।

domain name এর মাধ্যমে আপনি সহজে যেকোনো ওয়েবসাইট খুঁজে পাবেন বা ভিজিট (visit) করতে পারবেন।

আপনার নিজের যেমন একটি নাম রয়েছে, সেই নামের মাধ্যমে আপনাকে খুঁজে বের করা যায়। ঠিক তেমনি ডোমেইন নামের মাধ্যমে ইন্টারনেট থেকে যেকোনো ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন।

আপনি যদি ইন্টারনেটে আমার এই ওয়েবসাইট খুঁজে বের করার জন্য “sobaishikhi.com” ডোমেইন নাম লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইট সহজে পেয়ে যাবেন।

ডোমেইন নাম ছাড়া একটা ওয়েবসাইটকে কখনো খুঁজে বের করা সম্ভব না। এক কথায় বলতে গেলে একটি ওয়েবসাইটের নাম, ঠিকানা, পরিচয় বহন করে domain name.

তাহলে চলুন নিচে থেকে জেনে ডোমেইন কি, ডোমেইন নাম কাকে বলে, ডোমেইন কত প্রকার, কিভাবে ডোমেইন নাম কিনতে হয় সহ বিস্তারিত বিষয় সম্পর্কে।

ডোমেইন কি? (What is domain)

ইন্টারনেটের এই রাজ্যে প্রতিটি ওয়েবসাইটকে খুঁজে বের করতে হয় ডোমেইন নামের মাধ্যমে। ইন্টারনেটে থাকা প্রত্যেক ওয়েবসাইটের একটি করে আইপি এড্রেস থাকে।

এই আইপি এড্রেস (IP Address) সাংখ্যিক ঠিকানা বলে দেয় আপনার ব্যবহার করা ব্রাউজারকে ওয়েবসাইটটি কোন ওয়েব সার্ভারে হোস্ট করা রয়েছে। 

এবার আপনি যখন কোনো ওয়েবসাইট খুঁজে বের করার জন্য ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটের domain name লিখে সার্চ করবেন তখন সেই ডোমেইন নাম ওয়েবসাইটের সার্ভারের আসল আইপি এড্রেসকে পয়েন্ট করে।

এবং ওয়েবসাইটের আইপি এড্রেস ইন্টারনেট ব্রাউজারে সেই ওয়েবসাইটের আসল ঠিকানা খুঁজে বের করে যেখানে ওয়েবসাইটটি হোস্ট করা রয়েছে।

যার ফলে আপনি ওয়েব ব্রাউজারে সার্চ করা ডোমেইন নামের সাথে যুক্ত ওয়েবসাইট খুঁজে পান এবং সেটা ব্যবহার করতে পারেন।

এবার আপনি যদি মনে করেন ডোমেইন নাম ব্যবহার না করে ওয়েবসাইট খুঁজে বের করবেন তাহলে সেটাও সম্ভব।

আপনি যদি ডোমেইন নামের পরিবর্তে সরাসরি ওয়েবসাইটের আইপি এড্রেস (IP Address) লিখে  ওয়েব ব্রাউজারে সার্চ করেন তাহলে সেই ওয়েবসাইট খুঁজে পাবেন এবং ব্যবহার করতে পারবেন।

আপনি domain name এবং IP Address দুইটা ব্যবহার করে ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন। কিন্ত, ডোমেইন নাম ব্যবহার করে ওয়েবসাইট খুঁজে বের করা সহজ।

কারণ, ডোমেইন নাম আপনি সহজে মনে রাখতে পারবেন। কিন্তু, আইপি এড্রেস অনেক গুলো সংখ্যা থাকায় মনে রাখা কঠিন হয়ে দাঁড়ায়।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার সহজ উপায়

প্রত্যেক ওয়েবসাইটের একটি করে আইপি এড্রেস রয়েছে। যেমন Google.com এই ওয়েবসাইটের  আইপি এড্রেস হলো 172.217.168.238

আপনি যদি Google.com এই ওয়েবসাইটের ডোমেইন নাম না লিখে ওয়েবসাইটটি খুঁজে বের করার জন্য এই 172.217.168.238 লিখে ওয়েব ব্রাউজারে সার্চ করেন তাহলে Google.com ওয়েবসাইটটি পেয়ে যাবেন।

সহজ ভাষায় ডোমেইন কাকে বলে?

একটি নিদিষ্ট ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন বা ডোমেইন নাম বলে। ওয়েব ব্রাউজারে  এই ডোমেইন নাম লিখে সার্চ করলে সেই ওয়েবসাইট খুঁজে পাবেন।

যেমন আমার এই ওয়েবসাইটের নিদিষ্ট ডোমেইন  নাম হলো sobaishikhi.com. আপনি যখন এই ডোমেইন নেম লিখে সার্চ করবেন তখন আমার এই ওয়েবসাইট দেখতে পাবেন।

আগেই বলেছি আলদা আলদা ওয়েবসাইটের জন্য আলদা আলদা আইপি এড্রেস (IP Address) থাকে। এই আইপি এড্রেস লিখে সার্চ করলে সেই ওয়েবসাইট পেয়ে যাবেন।

ডোমেইন কত প্রকার ও কি কি? (Types of domain)

বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের ডোমেইন নামের এক্সটেনশন দেখতে পাওয়া যায়। সেই দিক থেকে বলতে গেলে ডোমেইন নামের প্রকার অনেক।

তবে, ডোমেইন নামের প্রকারভেদ সাধারণত আমরা দুই ভাবে করতে পারি। যেমন –

  1. Top Level Domain (TLD)
  2. Country Code Top Level Domain (CCTLD)

তাহলে চলুন নিচে থেকে এই দুই প্রকার ডোমেইন সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

Top Level Domain (TLD)

টপ লেভেল ডোমেইন এক্সটেনশন গুলো ইন্টারনেটে সব থেকে বেশি দেখা যায় এবং এই ডোমেইন গুলোর মান (value) অনেক বেশি।

প্রত্যেক ওয়েবসাইটের নিদিষ্ট নামের শেষে ডট (.) এর পরে এই ডোমেইন এক্সটেনশন দেখা যায়। আমার এই ওয়েবসাইটে ডোমেইন নাম sobaishikhi.com

আপনি দেখতে পাচ্ছেন ডট (.) এর পরে com লেখা রয়েছে। এই .com শব্দটি হচ্ছে টপ লেভেল ডোমেইন এক্সটেনশন (top level domain extension).

টপ লেভেল ডোমেইন গুলোকে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন বেশি গুরুত্ব দেয়। তাছাড়া, এই ডোমেইন গুলোকে SEO Friendly Domain বলা হয়।

Top level domain extension গুলো হলো –

  • .Com (Commercial)
  • .Net (Network)
  • .Info (Information)
  • .Org (Organizations)
  • .Edu (Education)
  • .Gov (Government)

এই টপ লেভেল ডোমেইন এক্সটেনশন গুলো কিনে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিভাবে ডোমেইন কিনবেন নিচে বলে দিয়েছি।

Country Code Top Level Domain (CCTLD)

আপনি যদি কোনো দেশকে টার্গেট করে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই country code top level domain extension ব্যবহার করতে পারেন।

এই ধরনের ডোমেইন এক্সটেনশন গুলো কোনো দেশের নামের To Letter ISO Code থেকে নামকরণ করা হয়। দেশ ভিত্তিক ভিজিটর আনার জন্য এই ডোমেইন গুলো উল্লেখযোগ্য।

Country code top level domain গুলো হলো –

  • .Bd (বাংলাদেশ)
  • .In (ইন্ডিয়া)
  • .UK (ইংল্যান্ড)
  • .Us (আমেরিকা)
  • .Cn (চাইনা)
  • .Ro (রোমানিয়া)

দেশ ভিত্তিক ভিজিটর টার্গেট করার জন্য এছাড়া আরো অনেক ধরনের ডোমেইন এক্সটেনশন গুলো পেয়ে যাবেন।

ডোমেইন কেনার আগে যে বিষয়ে নজর রাখতে হবে?

আপনি নিজের জন্য একটি ডোমেইন কেনার আগে অবশ্যই বেসিক কিছু বিষয় মাথায় রেখে ডোমেইন কিনতে হবে। না হলো ভবিষ্যতে অসুবিধা হতে পারে।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি টপ লেভেল ডোমেইন এক্সটেনশন কেনার আগে কি কি বিষয় নজর রাখতে হবে।

১. ডোমেইন নেম ছোট এবং সহজ দেখে বেঁচে নিবেন। এতে মানুষরা সহজে মনে রাখতে পারবে এবং লিখতে পারবে।

২. কখনো অন্যের সাথে মিল রেখে ডোমেইন কিনবেন না। চেষ্টা করবেন domain name এর সাথে সংখ্যা যুক্ত না করতে।

৩. আপনার সিলেক্ট করা ডোমেইন নেম যেন অবশ্যই ব্লগ বা ওয়েবসাইটের টফিকের সাথে মিল থাকে।

৪. বিশ্বস্ত কোনো ডোমেইন হোস্টিং কোম্পানির কাছে থেকে ডোমেইন কিনবেন। কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা।

৫. আপনার সঠিক তথ্য (নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল) দিয়ে ডোমেইন ক্রয় করবেন। যাতে ভবিষ্যতে সমস্যা হলে সঠিক তথ্য গুলো দিতে পারেন।

৬. কোনো ট্রেডমার্ক কোম্পানির ওয়েবসাইটের সাথে মিল রেখে ডোমেইন কিনবেন না। যেমন Facebookbd.com, Applebd.info ইত্যাদি।

৭. ডোমেইন কেনার আগে অবশ্যই ডোমেইন ব্লক আছে কিনা সেটা চেক করে নিবেন। অনেক সময় ডোমেইন নাম স্পাম করার কারণে ফেসবুক, গুগলে ব্লক থাকে।

ডোমেইনের দাম কত? | ডোমেইন কিনতে খরচ কত?

আসলে ডোমেইন এর দাম সম্পূর্ণ নির্ভর করে ডোমেইন এক্সটেনশন এর উপর ভিত্তি করে। আপনি যদি ডটকম (.com) ডোমেইন কিনতে চান তাহলে ৯৫০ টাকার মতো দাম পড়বে।

আবার আপনি যদি ডটনেট (.net) ডোমেইন এক্সটেনশন কিনতে চান তাহলে ১০৫০ টাকার মতো খরচ পড়বে। ডটইনফো (.info) ডোমেইন ৪০০ টাকা দাম।

.Org ডোমেইনের দাম ১০০০ টাকা। ডটকম ডটবিডি (.com.bd) ডোমেইন এক্সটেনশন এর দাম ১৬০০ টাকার মতো।

ছবি –

তাছাড়া উপরের ছবির মাধ্যমে আপনি সকল ডোমেইন এক্সটেনশন এর দাম দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি এই ওয়েবসাইটে গিয়ে ডোমেইন কেনার খরচ কত সেটা দেখে নিতে পারবেন।

টপ লেভেল ডোমেইন কোথায় থেকে কিনবেন?

আপনি যদি ব্যাক্তিগত বা ব্যবসার কাজে একটি ব্লগ বা ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই একটি টপ লেভেল domain name এক্সটেনশন কিনতে হবে।

টপ লেভেল ডোমেইন এক্সটেনশন কেনার জন্য দেশি বিদেশি অনেক domain Providers কোম্পানি রয়েছে। যাদের কাছ থেকে ৯০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে ডোমেইন নেম কিনে নিতে পারবেন।

মনে রাখবেন এই ওয়েবসাইট নাম গুলো প্রত্যেক বছর পরে রিনিউ (renew) করতে হবে। তাছাড়া আপনি চাইলে ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য ডোমেইন কিনতে পারবেন।

এই ডোমেইন এক্সটেনশন কেনার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটি domain Providers কোম্পানির কাছে যেতে হবে। 

আমি নিচে দেশি বিদেশি জনপ্রিয় কিছু ডোমেইন হোস্টিং কোম্পানির নাম উল্লেখ করেছি। এখান থেকে আপনি চাইলে ডোমেইন কিনতে পারেন।

  • Hostever.com
  • Dianahost.com
  • Alpha.net.bd
  • HostGator.com
  • Bluehost.com
  • Godaddy.com
  • Namecheap.com
  • Hostinger.com

ডোমেইন কেনার নিয়ম?

ডোমেইন কোম্পানি কাছ থেকে ডোমেইন কেনার উপায় অনেক সহজ। আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার থেকে ডোমেইন এক্সটেনশন কিনতে পারবেন।

আমি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ডোমেইন হোস্টিং কোম্পানি Hostever থেকে ডোমেইন কেনার নিয়ম দেখাবো।

তাছাড়া, দেশি বিদেশি সব ডোমেইন কোম্পানির কাছ থেকে ডোমেইন কেনার নিয়ম প্রায় একই। তাই ডোমেইন কেনার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

ধাপ ১.

ডোমেইন কেনার জন্য প্রথমে ডোমেইন কোম্পানির (Hostever) ওয়েবসাইটে প্রবেশ করুন। হোস্টএভার ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে একটি বক্স (box) দেখতে পাবেন।

How to buy a domain
How to buy a domain

এই বক্সে লেখা আছে “Search your Domain name here”, এখানে আপনার পছন্দের ডোমেইন নাম লিখতে হবে এবং ডান পাশে থাকা Search Now অপশনে ক্লিক করুন।

ধাপ ২.

Search Now এই অপশনে ক্লিক করার পরে আপনার domain name নাম যদি available থাকে তাহলে নিচে Add to Cart অপশনে ক্লিক করুন।

উপরের ছবিতে যেমন আমার সার্চ করা ডোমেইন নাম amartech24.com ডোমেইন available দেখাচ্ছে।

ধাপ ৩.

Add Card অপশনে ক্লিক করার পরে নিচে Continue অপশনে ক্লিক করে পরে পেজে আবার Continue অপশনে ক্লিক করুন।

ধাপ ৪.

এবার Hostever ওয়েবসাইটে আপনাকে ডোমেইন কেনার জন্য একটা একাউন্ট বানাতে হবে। আপনার Name, Email, Phone Number, Address দিয়ে নিচের পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করতে হবে।

পেমেন্ট করার পরে আপনার ডোমেইন কেনার কাজ সম্পূর্ণ হবে। এবার আপনার ইমেইল এড্রেসে  ডোমেইন এর সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল পাঠিয়ে দেওয়া হবে।

আশাকরি, কিভাবে ডোমেইন কিনতে হয় সম্পূর্ণ প্রক্রিয়া সহজে বুঝতে পারছেন। এই একই ধাপ অনুসারণ করে অন্যান্য কোম্পানি থেকে ডোমেইন কিনতে পারবেন।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা জানলাম ডোমেইন কি (what is domain), ডোমেইন কত প্রকার, ডোমেইন কেনার আগে যে বিষয় নজর রাখতে হবে, কোথায় থেকে ডোমেইন কিনবেন, ডোমেইন এর কাজ কি এবং ডোমেইন কেনার নিয়ম সম্পর্কে।

এই আর্টিকেলের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap