আপনি যদি একজন এসএসসি পরিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি HSC তে ভাল রেজাল্ট করার উপায় খুঁজতেছেন?
তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করবো যার মাধ্যমে এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
আমরা সবাই পরিক্ষায় ভালো রেজাল্ট আশাকরি। ভালো রেজাল্ট মানে আপনার ক্যারিয়ারে সফলতা এবং পরিবারের মুখে হাসি।
আপনি এতো দিন পড়াশোনার পিছনে যে পরিশ্রম করে এসেছো তার ফলাফল সরূপ হলো এই পরিক্ষা। তাই আপনাকে অবশ্যই পরিক্ষা ভালো রেজাল্ট করতে হবে।
আমরা যারা এইচএসসি পরিক্ষার্থী আছি তারা সবাই পরিক্ষার আগে ফলাফল নিয়ে চিন্তা করি, এটাই স্বাভাবিক। অনেকে দেখি আবার গুগলে সার্চ করে,
- HSC তে গোল্ডেন পাওয়ার উপায়
- পরিক্ষায় A+ পাওয়ার উপায়
- A+ পাওয়ার রুটিন
- ভালো স্টুডেন্ট হওয়ার উপায়
- সিলেবাস শেষ করার উপায়
- HSC তে ভাল রেজাল্ট করার উপায়
- HSC তে golden a+ পাওয়ার উপায়
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি এইচএসসি তে ভালো রেজাল্ট করার উপায় গুলো কি কি?
HSC তে ভাল রেজাল্ট করার উপায়
এইচএসসি রেজাল্ট আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, এই রেজাল্টের উপর ভিত্তি করবে আপনার স্টুডেন্ট লাইফ কোথাও পৌঁছেবে।
আপনি যদি HSC তে গোল্ডেন প্লাস পান তাহলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া সুযোগ পাবেন। তাছাড়া, চাকরির ক্ষেত্রে ও আপনাকে বিশেষ ভূমিকা পালন করবে।
তাই আমাদের অবশ্যই এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হবে। আপনি যদি HSC তে গোল্ডেন প্লাস পেতে চান তাহলে নিচের দেওয়া টিপস গুলো ফলো করুন।
(১) নিয়মিত ক্লাস করা
আপনাকে প্রত্যেক দিন কলেজের ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে। অনেকে আছেন যারা ক্লাস না করে বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করে।
তারা ভাবে ক্লাস না করে কোচিং করে মনে হয় এইচএসসি তে ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু, এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা।
মনে রাখবেন, ক্লাসে কোনো বিষয় ১ বার পড়া আর বাড়িতে সেই বিষয় ১০ বার পড়ার সমান। তাই HSC তে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য নিয়মিত কলেজে ক্লাস করতে হবে।
(২) নোট তৈরি করা
একজন ভালো স্টুডেন্টের লক্ষণ হলো নোট তৈরি করা। পাঠ্য বইয়ের যে প্রশ্ন গুলো প্রত্যেক বার এইচএসসি পরিক্ষায় কমন আসে সেই প্রশ্ন গুলো খাতায় লিখে নোট করে রাখা।
নোট করা প্রশ্ন গুলো পরিক্ষার সময় অল্প সময়ের মধ্যে পড়ে ভালো প্রস্তুতি নেওয়া যায়।
(৩) ক্লাসে মনোযোগী হওয়া
ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে শিক্ষকদের লেকচার গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে শিক্ষক পাঠ্য বইয়ের বিষয় গুলো আলোচনা করার সময় গল্প আকারে আলোচনা করে।
গল্প আকারে আলোচনা করার ফলে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে এবং মনে রাখতে পারে। তাই ক্লাসে যদি আপনি মনোযোগ না দিয়ে পাশে বসা বন্ধুদের সাথে গল্প করেন তাহলে শিক্ষকের লেকচার বুঝতে পারবেন না।
জটিল বিষয় গুলো আপনি যদি শিক্ষকদের কাছ থেকে সহজে বুঝে নিতে পারেন তাহলে অনো দিন পর্যন্ত মনে রাখতে পারবেন।
(৪) লেখার অভ্যাস করা
এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়া মুখস্থ বলতে পারে কিন্ত খাতায় লিখতে পারে না। লেখার সময় দেখা যায় তারা বানান ভুল সহ আরো বিভিন্ন ধরনের ভুল করে থাকে।
তাই যেকোনো বিষয় পড়ার সাথে সাথে লেখার অভ্যাস করুন। এতে আপনি নিজের ভুল গুলো নিজে ধরতে পারবেন এবং পরবর্তীতে সেই ভুল গুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে।
লেখার অভ্যাস করার ফলে আপনার হাতের লেখা আরো সুন্দর হবে এবং লেখার গতি বৃদ্ধি পাবে। এতে পরিক্ষার হল এ নিদিষ্ট সময়ের আগে লেখা শেষ করতে পারবেন।
(৫) গ্রুপ তৈরি করে পড়াশোনা করা
আপনার সহপাঠীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ তৈরি করুন। সবাই মিলে গ্রুপে পড়াশোনার বিষয় আলোচনা করলে সবাই অনেক সুবিধা পাবেন।
আপনি পাঠ্য বইয়ের যে বিষয়টা বুঝতে পারছেন না সেটা গ্রুপে শেয়ার করলে সহজে অন্যদের সাথে আলোচনা করে সমাধান বের করতে পারবেন।
তাছাড়া, অন্যদের সাথে প্রশ্ন ও উত্তর বিনিময় করে নিজের স্কিল যাচাই করে নিতে পারবেন। তাই ভালো স্টুডেন্টের নিয়ে গ্রুপ তৈরি করে পড়াশোনা করার দরকার আছে।
(৬) রুটিন তৈরি করা
HSC তে গোল্ডেন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রুটির তৈরি করতে হবে। অনেকে জানতে চেয়েছেন A+ পাওয়ার রুটিন কিভাবে তৈরি করবো?
এমন ভাবে রুটিন তৈরি করতে হবে, যাতে আপনি শুধু কঠিন বিষয় গুলো পড়বেন বিষয়টা কিন্ত এমন না। এর সাথে সহজ বিষয় গুলোর উপর ও ফোকাস দিতে হবে।
আপনি যদি কঠিন বিষয় গুলো বেশি পড়ার ফলে সহজ বিষয় গুলো না ফোকাস করেন তাহলে সহজ বিষয় গুলোতে ভালো রেজাল্ট নাও হতে পারে।
তাই পরিক্ষায় ভালো রেজাল্ট করার জন্য রুটিন অনুযায়ী কঠিন বিষয় গুলো পড়াশোনা করার পাশাপাশি সহজ বিষয় গুলো ফোকাস করতে হবে।
(৭) পড়ার টেবিলে মনোযোগ দেওয়া
“HSC তে ভাল রেজাল্ট করার” জন্য অবশ্যই আপনাকে পড়ার টেবিলে মনোযোগ দিতে হবে। পড়ার টেবিলে বসে মাথায় ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলার চিন্তা করলে হবে না।
যত সময় পড়ার টেবিলে থাকবেন ততক্ষণ সম্পূর্ণ মনোযোগ বইয়ের মধ্যে দিতে হবে। মনে রাখবেন মনোযোগ দিয়ে একটা বিষয় এক বার পড়া, আর অমনোযোগ দিয়ে একট বিষয় ১০ বার পড়ার সমান।
(৮) ভালো স্টুডেন্টদের সাথে মেশা
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গ বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আপনাকে সর্বদা ভালো স্টুডেন্টদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে।
ভালো স্টুডেন্টদের সাথে মেলামেশা করতে করতে তাদের থেকে পড়ার প্রবণতা তৈরি হয়ে যাবে আপনার মধ্যে। তাছাড়া, তাদের কাছ থেকে পড়াশোনার বিষয় অনেক কিছু জানতে পারবেন।
(৯) পরিস্কার হাতের লেখা
অনেকের ধারণা হাতের লেখা ভালো না হলে পরিক্ষার খাতায় নাম্বার কম দেয়। কথাটা সত্যি না। তবে, পরিক্ষার খাতায় প্রশ্নের উত্তর গুলো পরিস্কার ভাবে লিখতে হবে।
সব সময় চেষ্টা করবেন লেখার মধ্যে কাটাকাটি না করার জন্য এবং পরিস্কার ভাবে লেখার জন্য। প্রবাদ আছে – আগে দর্শণদারী, পরে গুণ বিচারী।
মানে প্রথম দেখায় ভালো লাগতে হবে পরে গুণের বিচার করা হবে। তাই পরিক্ষার খাতার লেখা দেখে প্রথমে যেন শিক্ষকের ভালো লাগে। তাহলে অধিক নাম্বার পেতে পারেন।
(১০) ভুল থেকে শিক্ষা নেওয়া
ভুল থেকে শিক্ষা নেওয়া কথাটা একটু অন্য রকম মনে হচ্ছে কি তাই তো? আপনি গত পরিক্ষায় যে ভুল গুলো করার কারণে খাতায় কম নাম্বার পেয়েছেন সেই ভুল গুলো আর করা যাবে না।
আপনাকে খুঁজে বের করতে হবে গত পরিক্ষায় আপনার কি কি ভুল ছিলো যে কারণে আপনি নাম্বার কম পেয়েছেন। এই ভুল গুলো যদি আপনি দ্বিতীয় বার না করেন তাহলে আরো বেশি নাম্বার পাবেন।
(১১) নামাজ পড়া
পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে নামাজ পড়া ছেড়ে দিলে হবে না। ভালো স্টুডেন্টদের একটি লক্ষণ হলো তারা নামাজ আদায় করে।
আপনিও সব সময় চেষ্টা করবেন ৫ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য।
HSC তে ভালো রেজাল্ট করার জন্য খাতায় লেখার নিয়ম
- খাতা হাতে পাওয়ার পরে রোল নাম্বার এবং রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক ভাবে পূরণ করবেন।
- প্রশ্ন হাতে পাওয়ার পরে কমপক্ষে ৫ মিনিট সময় নিয়ে প্রশ্ন ভালো ভাবে পড়বেন।
- পরিক্ষার খাতায় লেখার জন্য সব সময় কালো বলপেন ব্যবহার করবেন।
- কখনো খাতায় হাবিজাবি লিখে পৃষ্ঠা ভরবেন না, মনে রাখবেন শিক্ষক পৃষ্ঠা গুনে নাম্বার দেয় না।
- লুজ শীট নিলে তার নাম্বার মূল খাতার সঠিক স্থানে লিখবেন।
- যত সম্ভব হাতের লেখা সুন্দর করে এবং দ্রুত লেখার চেষ্টা করবেন।
- পরিক্ষার হল এ আচরণ ও ব্যবহার ভালো করবেন, না হলে কিছু সময়ের জন্য শিক্ষক খাতা নিয়ে নিতে পারে।
- লেখা শেষ হলে খাতার লেখা গুলো রিভিশন দিবেন, কোথাও ভুল পেলে সমাধান করবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম HSC তে ভাল রেজাল্ট করার উপায় সম্পর্কে কিছু টিপস। আপনি যদি এইচএসসি পরিক্ষায় উপরের টিপস গুলো ফলো করেন তাহলে HSC তে গোল্ডেন প্লাস (golden a+) পাবেন ইনশাআল্লাহ।