MS Word কি এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। তাছাড়া জানবো মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার এবং কিভাবে চালু করতে হবে।
মাইক্রোসফট কোম্পানির জনপ্রিয় একটি সফটওয়্যার হলো Microsoft World. এই কোম্পানির আরো অনেক জনপ্রিয় সফটওয়্যার রয়েছে।
যে গুলোর বিষয় আমি ধারাবাহিক ভাবে এই আর্টিকেলে বলেছি। আর আজকে বলবো MS Word সম্পর্কে। তাহলে চলুন নিচে থেকে বিস্তারিত জেনে আসি।
MS Word কি? (What is Microsoft Word)
MS Word বা (Microsoft Word) হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি করা একটি ওয়ার্ড প্রেসেসর সফটওয়্যার।
যার মাধ্যমে ছোট-খাটো ডিজাইন করা, চিঠিপত্র লেখা, দলিল লেখা, প্রশ্ন টাইপ, প্রজেক্ট প্রোফাইল, অফিসিয়াল ফাইল সহ আরো বিভিন্ন ধরনের কাজ করা হয়।
১৯৮৩ সালের ২৫ অক্টোবর মাইক্রোসফট অফিস প্রথম মাল্টিটুল ওয়ার্ড নামে জেনিক্স সিস্টেমে রিলিজ করেন। এরপর ১৯৯০ সালে সাধারণ মানুষের জন্য বাজারে ছাড়া হয় মাইক্রোসফট ওয়ার্ড (MS Word).
MS Word এর পূর্ণরূপ কি?
MS Word এর পূর্নরূপ হলো Microsoft world. যাকে সংক্ষিপ্ত আকারে এমএস ওয়ার্ড (MS Word) বলা হয়ে থাকে।
MS Word কিভাবে চালু করতে হয়? (How to run ms word)
এমএস ওয়ার্ড চালু বা ওপেন (open) করার জন্য প্রথমে আপনাকে MS word software কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে।
আপনার কম্পিউটারে যদি এমএস ওয়ার্ড সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে একাধিক ভাবে চালু করতে পারবেন।
তবে, আজকে আমি সেরা তিনটি উপায় বলবো। যার মাধ্যমে খুব সহজে এমএস ওয়ার্ড চালু বা ওপেন করতে পারবেন।
(১) Start বাটন অপশন থেকে
প্রথমে Start বাটন অপশনে ক্লিক করুন। সেখানে আপনার কম্পিউটারে ইনস্টল করা All programs গুলো দেখতে পাবেন।
উপরের ছবিতে আপনি যেমন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি MS Word software খুঁজে বের করে ক্লিক করলে ms word চালু বা ওপেন হয়ে যাবে।
তাছাড়া, আপনার কম্পিউটারে যদি windows 7 ব্যবহার করেন তাহলে All apps বাটন অপশনে ক্লিক করলে কম্পিউটারে ইনস্টল করা সকল প্রোগ্রাম গুলো দেখতে পাবেন।
আর Windows 8.1 থেকে আপডেট উইন্ডোজ গুলোতে আপনারা কম্পিউটার এর নিচে বাম দিকের কোনায় Start অপশন পেয়ে যাবেন।
(২) Taskbar বাটন অপশন থেকে
আপনার কম্পিউটারে taskbar অপশনে যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি যদি না থাকে তাহলে start অপশনে ক্লিক করে সফটওয়্যারটি খুঁজে বের করুন।
এরপর মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলে Pin to taskbar অপশন দেখতে পাবেন। এই pin to taskbar অপশনে ক্লিক করলে কম্পিউটারের নিচের টাস্কবারে ms word দেখতে পাবেন।
এবার টাস্কবার থেকে ms word চালু করার জন্য মাউস থেকে একটি মাত্র ক্লিক করলে এমএস ওয়ার্ড চালু বা ওপেন হয় যাবে।
তাছাড়া, কম্পিউটারের ডেস্কটপ (desktop) অপশন থেকে মাউস দিয়ে টেনে এনে টাস্কবারে রাখতে পারবেন।
(৩) কম্পিউটার এর Desktop থেকে
কম্পিউটার ওপেন করার পরে ডেস্কটপ স্কিনে আপনি ms word software দেখতে পাবেন। এবার মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য মাউস দিয়ে ডাবল ক্লিক করলে চালু হয়ে যাবে।
আবার ডেস্কটপ এর খালি জায়গায় মাউস এর রাইট বাটনে ক্লিক করলে মেনু অপশন দেখতে পাবেন।
এরপর New অপশনে মাউস পয়েন্ট রাখলে পাশে আর একটি সাবমেনু দেখতে পাবেন। সেখানে আপনি Microsoft word document লেখাতে ক্লিক করলে এমএস ওয়ার্ড চালু হয়ে যাবে।
এম এস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার?
এম এস ওয়ার্ড হলো একটি সংক্ষিপ্ত শব্দ। যার পূর্ণ শব্দ হলো মাইক্রোসফট ওয়ার্ড। ইংরেজিতে বলে Ms Word যার পূর্ণরূপ Microsoft world.
এম এস ওয়ার্ড (Ms word) হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যার মাধ্যমে বিভিন্ন ধরনের লেখা ডকুমেন্ট গুলো তৈরি করা হয়।
MS Word এর কাজ কি?
MS Word এর মূল কাজ হলো টাইটিং করা। এই টাইটিং আপনি বাংলাতে করতে পারেন আবার ইংরেজিতে ও করতে পারেন।
এমএস ওয়ার্ড এর মাধ্যমে আমরা অফিসের কাজ, চিঠি লেখা, জীবন বৃত্তান্ত, দলিল লেখা, স্কুল কলেজের বই, প্রশ্ন তৈরি করার পাশাপাশি ভালো কোয়ালিটির ডিজাইন করতে পারি।
মাইক্রোসফট ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ এবং সহজ প্রোগ্রাম যা আপনি চাইলে সহজে শিখে নিতে পারবেন।
আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড শিখে দক্ষতা এবং দ্রুত গতিতে টাইপিং করতে পারেন তাহলে অফিস সহ বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবেন।
আশাকরি, এম এস ওয়ার্ড এর ব্যবহার সম্পর্কে আপনি বুঝতে পারছেন। আমার লেখা এই যে আর্টিকেলটি আপনি এখন পড়ছেন সেটাও আমি এম এস ওয়ার্ড ব্যবহার করে লিখেছি।
এম এস ওয়ার্ড শেখার বই PDF
Ms word শেখার জন্য অনেকে ইন্টারনেটে সার্চ করে পিডিএফ ফাইল খুঁজে থাকে। আসলে আপনি কি জানেন এই pdf file গুলো তৈরি করা হয় ওয়েবসাইটের লেখা থেকে।
আপনি এখন আমার এই আর্টিকেলটি পড়ছেন কি ঠিক তো? আমি চাইলে আমার এই লেখা গুলো PDF File আকারে আপলোড করতে পারতাম।
কিন্ত, করিনি কারণ লেখা গুলো একই হবে। আমি আপনাকে বুঝতে যাচ্ছি আপনি আর্টিকেলের মাধ্যমে যে লেখা গুলো পাবেন পিডিএফ ফাইলে সেই একই লেখা পাবেন।
এরপর ও যদি ms word শেখার বই pdf নিতে চান তাহলে এই ওয়েবসাইটে যান।
এম এস ওয়ার্ড এর বিভিন্ন ভার্সন গুলো (Ms word all version)
নিচে মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন ধরনের ভার্সন গুলো উল্লেখ করা হয়ে।
- Ms word 2003
- Ms word 2007
- Ms word 2010
- Ms word 2013
- Ms word 2016
- Ms word 2019
এম এস ওয়ার্ড (Ms word) এর পরিচয়
Ms word ব্যবহার করার সময় যে পেজ গুলো থাকে সেগুলো কে ডকুমেন্ট বলে। এই পেজ বা ডকুমেন্টের কিছু পরিচয় রয়েছে।
- অফিস বাটন (Office button)
- হোম মেনু (Home manu)
- ইনসার্ট মেনু (Insert manu)
- পেজ লেআউট মেনু (Page layout manu)
- মেইলিং মেনু (Mailings manu)
- রিভিউ মেনু (Review manu)
- ভিউ মেনু (View manu)
শেষ কথা
আজকে আমরা জানলাম MS Word কি এবং ms world কিভাবে চালু করতে হয় সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।
মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word) সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো ইনশাআল্লাহ।