আপনার Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আজকের আর্টিকেলে আমরা জানলাম আপনার Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা জানার উপায় সম্পর্কে।

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা জানে না তাদের আইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে। অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা আপনার আইডি দিয়ে মিস রেজিষ্ট্রেশন করে বিক্রি করছে।

তাই, আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনার Nid দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে। তাছাড়া আপনার Nid দিয়ে যদি ১৫ টি সিম রেজিষ্ট্রেশন করা হয়ে যায় তাহলে আর পরবর্তীতে সিম রেজিষ্ট্রেশন বা কিনতে পারবেন না।

কারণ, একটা Nid কার্ড দিয়ে ১৫ টির বেশি সিম রেজিষ্ট্রেশন করা যায় না। আর যদি কারও ১৫ টির বেশি সিম রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে যেকোনো সময় সিম বন্ধ করে দিতে পারে।

তাই আপনি অতিরিক্ত সিম গুলো কাস্টমার  সেন্টার থেকে অন্য ব্যাক্তির নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। 

এক্ষেত্রে যে ব্যাক্তির নামে মালিকানা পরিবর্তন করবেন লক্ষ্য রাখতে হবে তার Nid দিয়ে যেন ১৫ টির কম সিম রেজিষ্ট্রেশন করা থাকে। এবং তাকে সাথে নিয়ে কাস্টমার সেন্টারে যেতে হবে।

এর আগের আর্টিকেলে বলেছি সিম কার নামে নিবন্ধন জানার উপায় সম্পর্কে।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে।

আপনার Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

বর্তমানে বিটিআরসি (BTRC) আপনার Nid Card, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে সেটা যাচাই করার সুযোগ করে দিয়েছে। 

এজন্য আপনার মোবাইলে নাম্বার থেকে *16001# ডায়াল করুন। এবার রিপ্লাই অপশনে জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট এর শেষের ৪ ডিজিট লিখে পাঠিয়ে দিতে হবে।

কিছু সময়ের মধ্যে আপনার এনআইডি (Nid) দিয়ে কয়টি মিম এবং কোন কোন সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে।

আপনার নিরাপত্তার জন্য সম্পূর্ণ নাম্বার দেখানো হবে না। প্রথম ৩ ডিজিট এবং শেষের ৩ ডিজিট দেখানো হবে। উপরের ছবিতে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন।

ইউএসএসডি (USSD) ডায়াল করা ছাড়াও আপনি চাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে।

এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স এর শেষের ৪ ডিজিট লিখে পাঠিয়ে দিতে হবে 16001 নাম্বারে। 

কিছু সময়ে মধ্যে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্রে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে। 

এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে দেখার আরো কিছু উপায়

গ্রামীণফোন : আপনার গ্রামীণ (GP) সিম থেকে মেসেজ অপশনে গিয়ে info লিখে Send করুন 4949 নাম্বারে। বা গ্রামীণ সিম থেকে মেসেজ অপশনে গিয়ে REG স্পেস 17 /10 ডিজিট Nid Number লিখে Send করুন 4949 নাম্বারে।

টেলিটক : টেলিটক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন info আর Send করুন 1600 নাম্বারে।

এয়ারটেল : আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *16001# নাম্বারে এবং আপনার Nid এর শেষের ৪ ডিজিট লিখে পাঠিয়ে দিন।

রবি : আপনার রবি (Robi) নাম্বার থেকে ডায়াল করুন *16001# নাম্বারে এবং আপনার Nid কার্ডের শেষের ৪ ডিজিট লিখে পাঠিয়ে দিন।

বাংলালিংক : আপনার বাংলালিংক (BL) নাম্বার থেকে ডায়াল করুন *16001# নাম্বারে এবং আপনার Nid Card এর শেষের ৪ ডিজিট লিখে পাঠিয়ে দিন।

শেষ কথা

আজকে আমরা জানলাম আপনার Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা জানার উপায় সম্পর্কে। মনে রাখবেন একজন ১৫ টি সিম কিনতে পারবে, এর বেশি নয়।

উপরে উল্লেখ করা নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় গুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap