Realme কোন দেশের কোম্পানি জানুন

যদিও আপনি রিয়েলমি মোবাইল ব্যবহার করেন কিন্তু আসলে আপনার জানা নেই Realme কোন দেশের কোম্পানি এবং কে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে ভারত এবং বাংলাদেশে জনপ্রিয় একটি মোবাইলের নাম রিয়েলমি। কারণ, এটাতে কত দামে তুলনামূলক ভাবে অনেক ফিচারস গুলো পাবেন।

বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মানুষরা রিয়েলমি কোম্পানি ফোন গুলো অনেক বেশি ব্যবহার করেন। এর প্রধান কারণ এর গুনগত মান অন্যান্য একই দামের ফোন থেকে অনেক ভালো।

আপনি বা আপনার পরিবারের কেউ হয়তো realme কোম্পানির ফোন ব্যবহার করেছে। এবার সকলের হাতে থাকা এই একই কোম্পানির ফোন দেখে আপনার মনে প্রশ্ন জাগবে এটা কোন দেশের কোম্পানি?

যদিও ইন্ডিয়ার জনপ্রিয় ফোন readme এবং এই ফোনের পিছনে লেখা রয়েছে Made In India তাই অনেক মনে করেন এটা ভারতের কোম্পানি।

স্যামসাং কোন দেশের কোম্পানি

কিন্তু, মনে রাখবেন রিয়েলমি ভারতের কোম্পানি না। রিয়েলমি বাহিরের দেশের কোম্পানি। এখন প্রশ্ন তাহলে কোন দেশের কোম্পানি? 

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি রিয়েলমি কোন দেশের কোম্পানি এবং এর প্রতিষ্ঠিতা কে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। 

Realme কোন দেশের কোম্পানি

Realme হলো চীনের একটি কোম্পানি। অনেকে মনে করেন এটা ভারতের কোম্পানি। কারণ, এই রিয়েলমি মোবাইলের পিছনে লেখা থাকে made in India.

তাই অনেকে এটাকে ইন্ডিয়ান কোম্পানি ভেবে থাকে। কিন্তু মুলত এটা China কোম্পানি। ২০১৮ সালের মে মাসের ৪ তারিখে এই কোম্পানি প্রতিষ্ঠত হয়।

তবে, প্রথমে ২০১০ সালে রিয়েলমি কোম্পানি চীনে যাত্রা শুরু করেন oppo real নামে। তারপর স্বাধীন ব্র্যান্ড হিসেবে কাজ শুরু করে ২০১৮ সালে।

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে

২০১০ সালে কাজ শুরু করে খুব অল্পের সময়ের মধ্যে তারা মোবাইল ব্যবহারকারীদের আস্থা অর্জন করেন।

এরপর Realme একটি ব্র্যান্ড কোম্পানিতে পরিনত হয়ে BBK ইলেক্ট্রনিক্স কর্পোরেশনের এর আওতায় চলে আসে।

বর্তমানে রিয়েলমি কোম্পানি যে শুধু মোবাইল তৈরি করছে সেটা কিন্তু নয়। মোবাইল তৈরি করার পাশাপাশি তারা আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে। যেমন – স্মার্টওয়ার্চ, ইয়ারফোন, ল্যাপটপ, ব্যাগ ইত্যাদি।

Realme কোম্পানি প্রতিষ্ঠিত করেন কে?

রিয়েলমি কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন স্কাই লি (Sky li. তিনি হলেন বর্তমান (CEO) চেয়ারম্যান এবং তিনি ২০১৮ সালে ৪ মে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন।

Realme কোম্পানির মালিক কে?

Realme কোম্পানির মালিক চীনের নাগরিক স্কাই লি (Sky li). তিনি ছিলেন Oppo elections এর সাবেক ভাইস চেয়ারম্যান। স্কাই লি মূলত চীন থেকে তার বিজনেস পরিচালনা করেন।

রিয়েলমি কোম্পানির চেয়ারম্যান (CEO) কে?

বর্তমানে রিয়েলমি কোম্পানি সিইও (CEO) হলেন চীনের নাগরিক স্কাই লি (Sky li). এছাড়া ভারতে রিয়েলমি কোম্পানির একজন CEO নিযুক্ত রয়েছে। তিনি হলেন মাধব শেঠ। আবার ইউরোপে একজন ভাইস প্রেসিডেন্ট (CEO) নিযুক্ত রয়েছে।

রিয়েলমি কোম্পানির সদরদপ্তর কোথায় অবস্থিত?

Realme সদরদপ্তর ২০১৮ সালের ৪ মে চীনের শেনজেনে প্রতিষ্ঠিত করা হয়। এই সদরদপ্তর প্রতিষ্ঠিত করেন এর মালিক স্কাই লি।

Realme কোম্পানির ইতিহাস (History of Realme Company)

২০১০ সালে প্রথম রিয়েলমি কোম্পানি চীনে oppo real নামে প্রকাশিত হয়েছিলো। পরে ২০১৮ সালের মে মাসের ৪ তারিখে তারা স্বাধীন ব্র্যান্ড হওয়ার সিদ্ধান্ত নেয়।

এরপর ২০১৮ সালে ৪ মে চীনের শেনজেনে তাদের সদরদপ্তর প্রতিষ্ঠিত করেন। বর্তমানে রিয়েলমি কোম্পানি BBK ইলেক্ট্রনিক্স কর্পোরেশনের এর আওতায় চলে আসে।

মোবাইলে ভাইরাস দূর করার উপায়

বর্তমানে রিয়েলমি কোম্পানির মালিক স্কাই লি। realme কোম্পানি বর্তমানে মোবাইল তৈরি করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন।

ভারতের বাজারে প্রথম রিয়েলমি কোম্পানির স্মার্ট মোবাইল লঞ্চ করা হয় ২০১৮ সালে Realme 1 নামে।

রিয়েলমি প্রোডাক্ট গুলো কি কি?

অনেকে মনে করেন Realme company শুধু মাত্র স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান। কিন্তু, না বর্তমানে তারা স্মার্টফোন তৈরি করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে।

নিচে উল্লেখ যোগ্য কিছু প্রোডাক্টের নাম উল্লেখ করা হয়েছে –

  • ইয়ারফোন (Earphone)
  • স্মার্টফোন (Smartphone)
  • ব্যাগ (Bags)
  • পাওয়ার ব্যাংক(Power bank)
  • স্মার্ট টিভি (Smart TV)
  • ল্যাপটপ (Laptop)

শেষ কথা

আজকে আমরা জানলাম Realme কোন দেশের কোম্পানি এবং এর প্রতিষ্ঠিতার নাম সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। 

Raelme Company সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট করুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap