আমরা সবাই জানি গত ২৮ তারিখ এসএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট দিয়েছে , অনেকেই আপনাদের চাওয়া পূরণ হয়েছে অনেক ভালো রেজাল্ট হয়েছে । আবার অনেকেই দেখাচ্ছে যে যেটুকু আশা করেছিল সেই আশানুস্বরূপ রেজাল্ট আসেনি । তাই অনেকেই SSC Board Challenge 2023 করতে চান কিন্তু এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ২০২৩ জানেন না ।
তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব SSC Board Challenge 2023 কিভাবে করতে হয় এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ২০২৩ এই সম্পর্কে । এবং সেখানে আপনাদের কি পরিমাণ টাকা খরচ হতে পারে কত টাকায় আপনাদের পুরো সমস্যার সমাধান করে নিতে পারবেন ।
এ বিষয়ে আজকে আপনার সাথে কথা বলব তাই বন্ধুরা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল পর্ব এবং আপনারা যদি ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়েন আশা করি খুব সহজ হবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে ।
SSC Board Challenge 2023 কবে শুরু ও শেষ
আপনারা অনেকেই জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড চ্যালেঞ্জের জন্য নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে । আপনারা যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি কিন্তু মনে করেন যে হয়তো বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা আপনাদের কাঙ্খিত রেজাল্ট পেয়ে যাবেন এ নিয়ে হতাশ তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং আজকে আপনার সাথে আলোচনা করব এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কবে শুরু এবং কবে শেষ সে বিষয়ে ।
SSC Board Challenge 2023 শুরু ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা যে কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে । অনেকে চিন্তা করেন যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করা ঠিক হবে কিনা বোর্ড চ্যালেঞ্জ করলে আবার বাকি সাবজেক্ট গুলো কোন পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে ।
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখছি অনেকেই যারা চিন্তা করো বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো বাকি সাবজেক্ট গুলোর কোন চেঞ্জ আসবে কিনা , না বাকি সাবজেক্ট গুলো কোন চেঞ্জ আসবে । না শুধুমাত্র যে সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করা হবে শুধুমাত্র হতে পারে আবার নাও হতে পার ।
যদি তারা চেক করে দেখেন তাদের কোন ভুল রয়েছে সে ক্ষেত্রে তারা রেজাল্ট চেঞ্জ করে দিবে এবং যদি দেখেন না সবকিছু ঠিকই আছে তাহলে তারা তোমাদের রেজাল্ট চেঞ্জ করে দিবে না । আশা করি তোমরা বুঝতে পেরেছো ।
SSC Result 2023 Link, Marksheet With Number @educationboardresults.gov.bd
পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার উপায়
বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে
বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে এই বিষয়ে নানান প্রশ্ন আমাদের মাঝে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে । অনেকেই তো আবার বলেন বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই অনেক টাকার দরকার । আসলে এটা একদম ঠিক কথা অনেকে না জেনে অনেক কিছু বলে থাকি আসলে সত্যিকার অর্থে বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার দরকার পড়বে অনলি ১২৫ টাকা ।
আপনি আপনার টেলিটক প্রিপেইড সিম থেকে একটি মোবাইলের মাধ্যমে খুব সহজেই মাত্র একশো পঁচিশ টাকার মাধ্যমে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এবং বোর্ড চ্যালেঞ্জ যদি আপনার দিকে রেজাল্ট আসে তাহলে আপনার রেজাল্ট চেঞ্জ হবে এবং আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট পেয়ে যেতে পারেন ।
তোমরা যারা SSC Result 2023 পেতে চাও এখান থেকে দেখে নিতে পারো
বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় ?
তোমরা যখন চিন্তা করে যে আসলে বোর্ড চান্স পেলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা তাদের জন্য আমি তোমাদেরকে একটি ছবি নিচে দেখিয়েছি তোমরা যদি ছবিটা দেখো তাহলে এখানে অনেকগুলো দেখতে পারবো যে যাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন এসেছে ।
এখানে দেখতে পারছো কেউ এ ছিল তারা এ প্লাস হয়েছে কে এম আইনের ছিল সে সাবজেক্টে সেটা এখন এ প্লাস হয়েছে । আমরা তো মানুষ সবারই কম বেশি ভুল হতে পারে কোন ভুল হতে পারে সো সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে আশা করি তোমরা যদি কনফিউজ না থাকো যে হয়তো চেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আশা করি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবা ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ২০২৩
তোমরা যারা SSC Board Challenge 2023 করতে চাও এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ২০২৩ সম্পর্কে জানতে চাও তারা এই জায়গাটুকু খুব মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা খুব সহজেই ঘরে বসেই তোমাদের ভোট চ্যালেঞ্জ করতে পারবে ।
তোমাদের সুবিধার্থে আমি নিচে একটি ছবি দিয়ে দিয়েছি আশা করি এখান থেকে তোমরা দেখলে খুব সহজেই বুঝতে পারবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে
১। প্রথম আপনারক মেসেজ এ গিয়ে লিখতে হবে RSC লিখে একঘরে স্পেস দিয়ে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর আবার এক ঘরে স্পেস দিয়ে রোল নাম্বার এক ঘরে স্পেস এবং সাবজেক্ট কোড লিখে এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।
তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি RSC DIN 895621 103, 105, 107 16222 বিশেষ দ্রষ্টব্যঃ সঠিকভাবে মেসেজ পাঠানো হলে ফিরতি এসএমএসে আপনাকে একটি পিন নাম্বার পাঠানো হবে।
Exemple: Your Pin number… 0125968945
২। ২য় এসএমএস RSC লিখে এক ঘরে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নাম্বার দিবে আবার একবারে স্পেস দিয়ে মোবাইল নাম্বার দিবে এবং সর্বশেষ ওয়ান 16222 নাম্বারে।
EMEMPLE” RSC YES 9874545 019584564554 16222 মেসেজ পাঠানো হলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তোমাকে জানিয়ে দিবে।
অথবা তোমরা যদি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে না পাও তাহলে আমাদের এই ওয়েবসাইটেই দেখতে পাবে আর সেজন্য আমাদের এই সাইটটি সেভ করে রাখতে পারো। কারণ সর্বদাই এসএসসি, এইচএসসি, কলেজ এবং সকল শিক্ষামূলক তথ্য দিয়ে থাকি।
SSC Board Challenge 2023 সম্পর্কিত তোমরা জানলে এখনো যারা এস এস সি রেজাল্ট মার্কের শর্ট দেখেনি তারা ভিজিট করতে পারো http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটটি
প্রশ্ন উত্তর পর্ব
তোমরা সবাই অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকো তাই তোমাদের সুবিধার্থে কিছু কমন প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা করেছি আশা করি তোমরা এখান থেকে খুব সহজেই তোমাদের প্রশ্ন উত্তর গুলো সহজেই পেয়ে যাবে
বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কারা করতে পারবে ?
বোর্ড চ্যালেঞ্জ শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের মনে হয় যে তারা এই নির্দিষ্ট একটি সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট আশা করেছিল ভালো লিখেছিল কিন্তু তাদের আশা অনুস্বরূপ রেজাল্ট আসেনি এজন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে ।
কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করা যাবে ?
তোমরা চাইলে যে কোন বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা । এবং তোমরা যদি মনে করো যে তোমাদের চারটা পাঁচটা সাবজেক্ট এর উপর বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তাহলে সে ক্ষেত্রে পুরুষটি সাবজেক্টের জন্য ১২৫ টাকা করে দিয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ।
কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ?
সাধারণত পাঁচ থেকে ছয়টি পর্যন্ত সাবজেক্ট এর উপর তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এক্ষেত্রে অনেক সময় এতগুলো নাও করে দিতে পারে অথবা সবগুলো সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করা যেতে পারে ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ কবে শুরু এবং শেষ
বোর্ড চ্যালেঞ্জ এর জন্য ২৯ জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত শুধুমাত্র টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ।
বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হবে
বোর্ড চ্যালেঞ্জের আবেদন তোমরা বাসায় বসে টেলিটক সিম দিয়ে করতে পারবে এটি শুধুমাত্র টেলিটক সিম দিয়েই করা যাবে অন্য কোন সিম দিয়ে করা যাবে না ।
বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনের জন্য কত টাকা লাগবে
১২৫ টাকা তোমাদের ফ্রি হিসেবে মোবাইল থেকে কেটে নেবে এজন্য অবশ্যই তোমাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে
বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল কত তারিখ দিবে
এখনো অফিসিয়ালি জানানো হয়নি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল কত তারিখ দেয়া হবে তবে নরমালি বিগত দিনে আমরা দেখে এসেছি সর্বোচ্চ ২৫ থেকে ৪৫ কার্য দিবসের মধ্যে বোর্ড চ্যালেঞ্জার ফলাফল দিয়ে থাকে ।
শেষ কথা
SSC Board Challenge 2023 এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ২০২৩ সম্পর্কে তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমরা যারা ধৈর্য সহকারে পর্যন্ত পড়েছ তোমাদের অনেক উপকারে আসবে আমাদের আজকের এই টিপসটি ।
তোমার যদি নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করা এবং যত ধরনের আপডেট আছে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা এখানে পাবলিস্ট করব । ভালো থাকো সবাই সুস্থ থাকো, আগামী দিনের জন্য শুভকামনা