আজকের আর্টিকেলে আমরা জানবো বারকোড রিডার কি, বারকোড রিডার কোন ধরনের ডিভাইস এবং এর কাজ সম্পর্কে।
আমরা আগের আর্টিকেলে জেনেছি বার কোড কি সেই সম্পর্কে। আমি এখানে বার কোডের কথা এজন্য বললাম যে আপনি যদি বার কোড সম্পর্কে না জানের তাহলে barcode redar সম্পর্কে বুঝতে পারবেন না।
তাহলে চলুন প্রথমে আমরা জেনে আসি বার কোড সম্পর্কে।
বার কোড কি? (What is bar code)
বার কোড হলো মেশিনের মাধ্যমে পাঠযোগ্য নিউমেরিক ক্যারেক্টার দ্বারা তৈরি করা তথ্য সঞ্চয়ের ভায়ুচাল পদ্ধতি।
বার কোড তৈরি করা হয় সাদা কালো সমান্তরাল রেখার মাধ্যমে, যার মধ্যে মধ্যে নিদিষ্ট ফাঁকা অংশ রাখা হয়। বার কোডের মাধ্যমে সংখ্যা ও বর্ণের সংযোগে কোনো পণ্যের বিস্তারিত তথ্য বর্ণনা তুলে ধরে।
বার কোড লাইন ও স্পেসের সংযোগে তৈরি করা হয় বলে একে আমরা দ্বিমাত্রিক কোড বলি। এই বারকোড দেখতে আয়তক্ষেত্রের মতো।
এই কোডের কাজ হলো পণ্যের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা। কিন্তু, আপনি খালি চোখে এই তথ্য গুলো পড়তে পারবেন না। বার কোডের তথ্য গুলো কম্পিউটার সহজে পড়তে পারবেন।
বার কোড হলো মোর্স কোডের উন্নত সংস্করণ। যা আমারা বিভিন্ন জায়গায় যেমন – খাবারের প্যাকেট, বিদ্যুৎ বিল, জামা-কাপড়, ড্রিংক পানির বোতলে দেখতে পায়।
এই বার কোডের মাধ্যমে মূলত আপনি জানতে পারবেন উক্ত পণ্যের দাম কত, কবে তৈরি করা হয়েছে, মেয়াদ শেষ কবে, কোন কোম্পানি সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।
আশাকরি আপনারা সহজে বুঝতে পারছেন bar code ki. তাহলে এবার বারকোড রিডার সম্পর্কে সহজে ধারণা দিতে পারবো।
বারকোড রিডার কি? (What is barcode redar)
আমরা যখন কোনো মার্কেটে যার পণ্য কেনার জন্য, তখন পণ্যের প্যাকেটে সাদা কালো সমান্তরাল আয়তাকার মতো দাগ দেখতে পায়।
এই সমান্তরাল সাদা কালো দাগের মধ্যে নিদিষ্ট অংশে ফাঁকা থাকে এবং সমান্তরাল রেখার নিচে কিছু সংখ্যা লেখা থাকে।
আসলে এটা হলো সাংকেতিক লেখা, যাকে বারকোড বলে। এই বার কোডের মধ্যে লেখা গুলো আমরা পড়তে পারি না বা বুঝতে পারি না।
এই বারকোডের লেখা গুলো বারকোড রিডার নামক যন্ত্র বা মেশিনের সাহায্যে কম্পিউটার পড়তে পারে বা বুঝতে পারে।
বারকোড রিডার মেশিনের মাধ্যমে উক্ত পণ্যের দাম, উৎপাদন তারিখ, মেয়াদ শেষ তারিখ, কোন কোম্পানি সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়।
বলতে পারেন barcode redar অনেকটা স্ক্যানারের মতোই কাজ করে। একবার বারকোড এর উপর মেশিন ধরলে সেকেন্ডের মধ্যে বিস্তারিত তথ্য কম্পিউটার পড়তে পারে।
সহজ ভাষায় বারকোড রিডার কাকে বলে?
যে মেশিনের মাধ্যমে বারকোড পড়া হয় তাকে বারকোড রিডার বলে। আপনি বিভিন্ন শপিংমলের ক্যাশে এই বারকোড রিডার মেশিন গুলো দেখতে পাবেন।
তাছাড়া আপনি যদি বাড়িতে পরে বারকোড পড়তে চান তাহলে নিজের মোবাইলে ব্যবহার করে সেটা সম্ভব। এর জন্য গুগল প্লেস্টোর থেকে বারকোড রিডার অ্যাপ নামাতে হবে।
বারকোড রিডার এর কাজ কি?
আপনি হয়তো উপর থেকে বুঝতে পারছেন বারকোড রিডার এক ধরনের স্ক্যানার ডিভাইস। যা পণ্যের গায়ে থাকা বারকোড কে পড়ে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করা তথ্যে রূপান্তর করা।
এই রূপান্তরিত তথ্য নিয়ে তার ডাটাবেইজে সংরক্ষণ করে। এর মানে হলো তার স্টক ইনভেন্টারি আপডেট করে নেয় নিজে থেকে।
বর্তমানে পেনটাইপ, হ্যান্ডহেল্ড বিভিন্ন ধরনের বারকোড রিডার এর ব্যবহার লক্ষ করা যায়।
বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?
বারকোড রিডার হলো ইনপুট ডিভাইস (input device)
শেষ কথা
আজকে আমরা জানলাম বারকোড রিডার কি, বারকোড রিডার কোন ধরনের ডিভাইস এবং এর কাজ সম্পর্কে। Barcode redar সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন।