আপনি কি জানেন স্যামসাং কোন দেশের কোম্পানি (samsung kon desher company) যদি না জানেন তাহলে জেনে আজকের আর্টিকেলের মাধ্যমে।
বর্তমানে সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি হলো স্যামসাং। আমাদের মধ্যে যদি ১০ জন মোবাইল ব্যবহার করে তার মধ্যে ৪ জনের বেশি স্যামসাং মোবাইল ব্যবহার করেন।
Samsung কোম্পানি যে শুধু মোবাইল তৈরি সেটা কিন্তু নয়। মোবাইল তৈরি করা ছাড়াও Samsung কোম্পানির আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে।
বর্তমানে Samsung কোম্পানির জনপ্রিয় কিছু প্রোডাক্ট হলো – স্মার্টফোন, স্মার্টটিভি, ফ্রিজ, ওয়াসিংমেশিন, ল্যাপটপ সহ আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে।
তবে, আজকে আমরা তাদের প্রোডাক্ট সম্পর্কে জানার আগে আমরা জানবো samsung kon desher company সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।
স্যামসাং কোন দেশের কোম্পানি? (samsung kon desher company)
স্যামসাং হলো দক্ষিণ কোরিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি। বর্তমানে দক্ষিণ কোরিয়াতে তাদের অনেক গুলো ব্যবসা রয়েছে।
বর্তমানে স্যামসাং কোম্পানি দক্ষিণ কোরিয়ার সব থেকে বড় কোম্পানি গুলোর মধ্যে একটি। মনে রাখবেন এটা কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠান।
এরা বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে, এদের মধ্যে উল্লেখ যোগ্য হলো ইলেক্ট্রনিক প্রোডাক্ট গুলো।
স্যামসাং অর্থ কি?
কোরিয়ার ভাষায় এবং লি বিয়ং চল এর মতে Samsung অর্থ Three Star. যার বাংলা মানে তিনটি তারা।
যা বৃহৎ (Big) অসংখ্য (Numerous) এবং শক্তিশালী (Powerful) বুঝাই।
স্যামসাং কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিলো?
দক্ষিণ কোরিয়ায় প্রথম স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিলো ১লা মার্চ ১৯৩৮ সালে। ধীরে ধীরে এই কোম্পানি সারা বিশ্বের নামকরা কোম্পানি হয়ে উঠেছে।
স্যামসাং এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এর স্যামসাং টাউন এ অবস্থিত।
স্যামসাং এর প্রতিষ্ঠিতা কে?
স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিতা করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক লি বিয়ং চল (Lee Byung-chul) নামের একজন ব্যাক্তি।
তিনি ১৯১০ সালের ১২ ফেব্রুয়ারি গিয়ংসাঙ দক্ষিণ কোরিয়াতে জন্ম গ্রহণ করেন। তিনি একজন সফল ব্যবসায়ী।
বর্তমানে স্যামসাং এর চেয়ারম্যান (CEO) কে?
স্যামসাং এর প্রতিষ্ঠাতাকালীর চেয়ারম্যান (CEO) ছিলেন লি বিয়ং চল। কিন্তু বর্তমান চেয়ারম্যান হলেন লি কুন-হি (Lee kun-hee) এবং ভাইম চেয়ারম্যান হলেন লি জে-ইয়ং (Lee jae-yong).
প্রথম স্যামসাং মোবাইল বাজারে আসে কবে?
স্যামসাং কোম্পানি তাদের তৈরি করা মোবাইল প্রথম বাজারে নিয়ে আসেন ১৯৯৫ সালে। ধীরে ধীরে তাদের মোবাইলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।
এরপর ২০১২ সালের মধ্যে সারাবিশ্বে তাদের তৈরি করা মোবাইলের সুনাম অর্জন করে এবং বিশ্বের বৃহত্তর মোবাইল কোম্পানি প্রস্তুতকারক ব্র্যান্ড হিসেবে পরিচিত লাভ করেন।
কিভাবে স্যামসাং কোম্পানি বিকাশ লাভ করেন?
১৯৬৯ সালে স্যামসাং কোম্পানি প্রথম ইলেক্ট্রনিক বিশ্বে প্রবেশ করেন। তারা প্রথম উৎপাদন করেন টেলিভিশন।
টেলিভিশন উৎপাদন করার পরে তারা প্রচুর অর্থ লাভ করেন। এরপর থেকে তারা আগের চেয়ে আরো বেশি ইলেক্ট্রনিক প্রোডাক্টের দিকে নজর দেয়।
এরপর ১৯৭০ সালে স্যামসাং কোম্পানি প্রথম ব্লাক এন্ড হোয়াইট টিভি (black and white TV) বাজারে নিয়ে আসেন।
১৯৮০ সালের তারা নজর দেয় কম্পিউটার পার্স তৈরি করার দিকে। এরপর তারা মোবাইল তৈরি করার কাজে আগ্রহ প্রকাশ করে।
এই মোবাইল ফোন তৈরি করা ফলে স্যামসাং কোম্পানি সারাবিশ্বে তাদের বিজনেস বিকাশ করেন।
স্যামসাং কোম্পানির প্রথম পণ্য গুলো কি?
স্যামসাং কোম্পানি কিন্ত প্রথমে ইলেক্ট্রনিক প্রোডাক্ট তৈরি করতো না। তাদের কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার প্রায় ৩০ বছর পরে ইলেক্ট্রনিক প্রোডাক্ট তৈরি করতে শুরু করে।
তবে, স্যামসাং কোম্পানি তারা প্রথমে খাদ্য সামগ্রী তৈরি প্রতিষ্ঠান ছিলো। তাদের প্রথম প্রোডাক্ট ময়দা, লুডুস সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী ইত্যাদি।
শেষ কথা
আজকে আমরা জানলাম স্যামসাং কোন দেশের কোম্পানি এবং এর প্রতিষ্ঠাতা কে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।
স্যামসাং মোবাইল কোন দেশের কোম্পানি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন। আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো।