OPPO কোন দেশের কোম্পানি জানুন

আমরা অধিকাংশ মানুষ OPPO মোবাইল ব্যবহার করি। কিন্তু, আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে OPPO কোন দেশের কোম্পানি?

যদিও আমরা অধিকাংশ মানুষ অপো কোম্পানির মোবাইল ব্যবহার করি কিন্তু আসলে আমরা জানি না এটা কোন দেশের কোম্পানি। 

তবে, অনেকে OPPO ফোনের পিছনে মেইড ইন ইন্ডিয়া লেখা দেখে সহজে বলে দিবে অপো ইন্ডিয়ান কোম্পানি। 

কিন্তু, আসলে OPPO মোবাইল গুলো ইন্ডিয়ান কোম্পানি নয়। আপনি যদি পিছনে লেখা দেখা ভেবে থাকেন এটা ভারতের কোম্পানি তাহলে কিন্তু ভুল করবেন।

এর আগের আর্টিকেলে আমরা জেনেছি Nokia কোন দেশের কোম্পানি, Realme কোন দেশের কোম্পানি এবং স্যামসাং কোন দেশের কোম্পানি সেটার সম্পর্কে। 

আর আজকের এই আর্টিকেলে আমরা জানবো OPPO কোন দেশের কোম্পানি এবং এর ইতিহাস ঐতিহ্য ও প্রতিষ্ঠাতার নাম সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।

OPPO কোন দেশের কোম্পানি

OPPO হলো চীনের কোম্পানি। এর সম্পূর্ণ নাম হলো কনজিউমার ইলেকট্রনিক এন্ড মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 

অপো কোম্পানির সদরদপ্তর চীনের ডংগুয়ান এর গুয়াংডং রাজ্যে। ২০০১ সালে OPPO কোম্পানি আনুষ্ঠানিক তাদের নিবন্ধন করেছিলো।

পরবর্তীতে ২০০৪ সালে এই কোম্পানি তৈরি করেন ব্লু-রে ডিস্ক। এরপর ২০০৮ সালে অপো কোম্পানি তাদের প্রথম মোবাইল ফোন অফিসিয়ালি ভাবে লঞ্চ করেন।

তারা প্রথম যে মোবাইল ফোন লঞ্চ করেন সেটা ছিলো কীপ্যাড সহ একটি মোবাইল ফোন। তখন এই ফোনের চাহিদা হয়েছিলো প্রচুর পরিমানে।

OPPO কোম্পানির মালিক কে?

OPPO কোম্পানির মালিক হলো টনি চেন। তিনি ২০০১ এই কোম্পানির নিবন্ধন নিয়ে কাজ শুরু করেন।

বর্তমানে টনি চেন হলেন এই কোম্পানির সিইও (CEO). কোম্পানি শুরু করা থেকে এই পর্যন্ত সর্বোচ্ছ শেয়ার তার নামে রয়েছে।

বর্তমানে OPPO কোম্পানির সিইও (CEO) কে?

বর্তমানে OPPO কোম্পানির সিইও হলেন এর প্রতিষ্ঠাতাকালীন মালিক টনি চেন। বর্তমানে তিনি অপো কোম্পানির চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছে।

তবে, ভারতে নয়ডায় যে OPPO কোম্পানির কারখানা তৈরি করেছে সেখানে একজন সিইও (CEO) নিযুক্ত রয়েছে। তিনি হলেন চার্লস ওং।

OPPO কোম্পানির প্রতিষ্ঠাতা কে?

OPPO Company প্রতিষ্ঠাতা করেন টিন চেন। তিনি প্রথম এই কোম্পানির নিবন্ধন নেয় ২০০১ সালে। পরবর্তীতে ২০০৪ সালে এর কার্যক্রম শুরু করেন।

২০০৮ সালে টিন চেনের কোম্পানি প্রথম কীপ্যাড যুক্ত একটি মোবাইল ফোন তৈরি করেন। এরপর ২০১৬ সালে তার কোম্পানি বিশ্বের ৫ টি স্মার্টফোন কোম্পানির মধ্যে একটাই পরিনত হয়।

OPPO কোম্পানির প্রোডাক্ট গুলো কি কি?

অনেকে মনে করেন OPPO কোম্পানি শুধু স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান। কিন্তু, স্মার্টফোন তৈরি করার পাশাপাশি তারা আরো বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করেন। 

নিচে আমি OPPO কোম্পানির উল্লেখ যোগ্য কিছু প্রোডাক্টের নাম উল্লেখ করেছি। এটা পড়ার পরে আপনি সহজে বুঝতে পারবেন তারা স্মার্টফোন তৈরি করার পাশাপাশি আরো কি কি ইলেক্ট্রনিক ডিভাইস গুলো তৈরি করেন। 

  • ইয়ারফোন 
  • পাওয়ার ব্যাংক
  • ব্লু রে ডিস্ক
  • স্মার্টফোন 
  • মিউজিক ডিভাইস

OPPO কোম্পানির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন

প্রথমে টিন চেন ২০০১ সালের ১৬ অক্টোবর OPPO কোম্পানির নিবন্ধন নিয়ে ২০০৪ সালে আনুষ্ঠানিক ভাবে তাদের শুরু করেন।

তখন তারা ব্লু রে ডিস্ক তৈরি করতেন। এরপর ২০০৮ সালে তারা প্রথম কীপ্যাপ একটি মোবাইল ফোন তৈরি করেন। এই কীপ্যাড যুক্ত মোবাইলের নাম ছিলো Find 7.

সেই সময় আমেরিকাতে Find 7 মোবাইল প্রায় ২ লাখের বেশি স্টোরে বিক্রি হয়েছিলো। এরপর তাদের আর পিছনে ফিরতে হয়নি।

২০১৬ সালে টিন চেনের OPPO কোম্পানি চীনের সব থেকে বড় স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেন।

OPPO কোম্পানি তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য বিভিন্ন ভাবে প্রচার শুরু করেন। তারা প্রথমে নজর দেয় ভারতে তাদের মোবাইল প্রচার করার জন্য। 

এজন্য তারা ২০১৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি করে ইন্ডিয়ার ক্রিকেট জার্সিতে OPPO কোম্পানির লোগো (Logo) প্রচার করার চুক্তি করেন।

ধীরে ধীরে ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় মোবাইল ফোনের মধ্যে OPPO চলে আসে। বর্তমানে ভারতের নয়ডায় ১১০ একর জমিতে OPPO কোম্পানি একটি উৎপাদন কারখানা তৈরি করেছে।

এই কারখানার ১০ হাজারের বেশি কর্মচারী নিয়মিত ভাবে কাজ করছেন। এখানে প্রত্যেক মাসে ৪ লাখের বেশি স্মার্টফোন তৈরি করা হয়।

এজন্য OPPO কোম্পানির স্মার্টফোন গুলোর পিছনে লেখা থাকে made in india. আসলে এগুলো ইন্ডিয়াতে তৈরি করা হয়। কিন্তু এর সকল মালামাল নিয়ে আসা হয় চীন থেকে।

OPPO কোম্পানির সদরদপ্তর কোথায় অবস্থিত? 

বর্তমানে OPPO কোম্পানির সদরদপ্তর চীনের ডংগুয়ান এর গুয়াংডং রাজ্যে। ২০০১ সালে তিনি নিবন্ধন নিয়ে ২০০৪ সালে কোম্পানির কার্যক্রম আরম্ভ করেন।

কেন OPPO কোম্পানির মোবাইল ব্যবহার করবেন?

বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় স্মার্টফোন হলেন OPPO. আজ সারা বিশ্বে স্মার্টফোন ইউজাররা এই ফোন ব্যবহার করছেন। এর উল্লেখযোগ্য কারণ গুলো হলো –

  1. আকর্ষনীয় ক্যামেরা কোয়ালিটি।
  2. হাই কোয়ালিটির গেম গুলো খেলা যায়।
  3. উন্নত মানের প্রসেসর।
  4. দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ।
  5. আকর্ষনীয় মিউজিক সাউণ্ড। 
  6. ফুল এইচডি ডিসপ্লে। 
  7. আকর্ষনীয় ডিজাইন। 

শেষ কথা 

আজকে আমরা জানলাম OPPO কোন দেশের কোম্পানি এবং এর মালিক সম্পর্কে। অপো কোম্পানি সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap